ডিপফেক ভিডিও কি? কিভাবে আপনি এর থেকে বাঁচবেন।

বর্তমান সময়ে আমরা সকলেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি। আমাদের দৈনন্দিন কাজে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ভাবে আমাদের সাহায্য করে। সেটা বিপদে পড়া কোনো লোকের সাহায্য করা হোক বা কোনো দুর্লভ রেসিপির রন্ধন প্রক্রিয়া খুঁজে বের করা। যা আমরা খুব সহজে হাতের কাছে পেয়ে যাই। এছাড়া খুব দূরে থাকা প্রিয় মানুষের খবর নেওয়ার মতো বিষয়গুলো তো রয়েছেই। কিন্তু বর্তমান সময়ে ডিপফেক বলে একটা কথা আমরা আমাদের চারিদিকে শুনতে পারছি। যা সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে দেবার জন্য যথেষ্ট।

ডিপফেক কি?

ডিপফেক হলো একপ্রকার AI মাধ্যম। যার দ্বারা ফেক ভিডিও তৈরি করা সম্ভব। এটি AI টেকনোলজিকে কাজে লাগিয়ে একজন মানুষের মুখ অন্য কোনো মানুষের মুখে বসিয়ে দেয়, এরপর আসল ভিডিও এবং ডিপফেক দ্বারা তৈরি ভিডিওর মধ্যে আপনি পার্থক্য খুঁজে পাবেন না।

ডিপফেকের সমস্যা?

প্রত্যেকটা জিনিসের যেরকম ভালো দিক রয়েছে ঠিক সেরকমি খারাপ দিকও রয়েছে। ঠিক সেভাবেই এই ডিপফেক টেকনোলজির কার্যশক্তিকে কাজে লাগিয়ে বেশ কিছু অসাধু ব্যাক্তি সাধারন মানুষের ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করে ডিপফেকের মাধ্যমে খারাপ ভিডিও তৈরি করছে এবং তারপর সেই ভিডিও মূল ব্যক্তিকে পাঠিয়ে তাকে হেনস্থা করে তার কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করছে।

প্রশ্নউত্তর
ডিপফেক কি?AI টেকনোলজি
ডিপফেকের ভালো দিক?সিনেমা এবং অ্যাড ইন্ডাস্ট্রিতে জটিল কাজ সহজ
ডিপফেকের খারাপ দিক?অসাধু ব্যাক্তির দ্বারা অপব্যবহার

ডিপফেকের উদাহরন

কিছুদিন আগে বলিউডের বিখ্যাত নায়িকা সহ স্বয়ং সচিন তেন্ডুলকর‌ও এই ডিপফেক ভিডিও সমস্যায় ভুগছেন। আর আমি আপনি তো সাধারণ মানুষ।

ডিপফেকের হাত থেকে কিভাবে বাঁচবেন?

ডিপফেকের হাত থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় সোশ্যাল মিডিয়ায় আপনার ছবি অথবা ভিডিও শেয়ার করা বন্ধ করুন। মূলত এটি খুব একটা কঠিন কাজ, কারন আমরা সকলেই সোশ্যাল মিডিয়ার সঙ্গে নিজেদের এমন ভাবে মানিয়ে নিয়েছি যে এখন হঠাৎ করে এখান থেকে নিজেদের সরিয়ে ফেলাটা সম্ভব নয়। পুরোপুরি সম্ভব না হলেও আপনি যদি সমস্তটা জেনে সচেতন হন তবেই আমাদের এই পোস্ট লেখার মূল উদ্দেশ্য সফল হবে।

ডিপফেকের মাধ্যমে তৈরি ভিডিও ডিলিট করবেন কিভাবে?

How can you safe yourself from Deep Fake video

ধরুন আপনার সাথে এরকম একটি অঘটন ঘটে গিয়েছে। কোনো অসাধু ব্যক্তি আপনার ছবিকে কাজে লাগিয়ে একটি খারাপ ভিডিও তৈরি করে বিভিন্ন সাইটে পোস্ট করে দিয়েছে। এমন সময় আপনি কি করবেন? এরকম পরিস্থিতিতে পড়লে আপনাকে সবার প্রথমে একটি ওয়েবসাইটে যেতে হবে, যার নাম https://stopncii.org/ এই সাইটে গিয়ে আপনাকে একটি কেস ফাইল করতে হবে। যেখানে আপনার কাছে সামান্য তথ্য সহ আপনাকে নিয়ে তৈরি ভিডিও ও আপনার আসল ছবি জমা দিতে বলা হবে এবং তারপর সেখান থেকে আপনার সমস্ত ভিডিও যা বিভিন্ন সাইটে বা সোশ্যাল মিডিয়ায় পাবলিস করা হয়েছে সেই সমস্ত ডিলিট করে দেওয়া হবে। এছাড়াও আপনি সাইবার ক্রাইমে আপনার সমস্যা জানিয়ে রিপোর্ট করতে পারেন।

Leave a Comment