e-Pramaan পোর্টাল কি? সাধারন মানুষ কিভাবে এটির সুবিধা ওঠাবেন?

আপনি কি ভারতে বসবাস করেন? আর এই ওয়েবসাইটির কথা আপনার জানা নেই? তবে এখুনি জেনে নিন। ভারত সরকার সাধারণ মানুষের কথা ভেবে e-Pramaan নামে একটি ওয়েবসাইট লঞ্চ করেছে। বর্তমান সময়ে আপনাদের যে কোনো সরকারি ডকোমেন্স, যেমন:- রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ ডকোমেন্স গুলোয় নতুন করে আবেদন করতে হলে বিভিন্ন সরকারি দপ্তরের লম্বা লাইনে দাঁড় হতে হয় অথবা আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান তবে বিভিন্ন ওয়েবসাইটের নাম মনে রাখা সাধারণ মানুষের জন্য কষ্টকর ব্যপার হয়ে ওঠে। আর এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার এই পোর্টালটি লঞ্চ করেছে।

e-Pramaan পোর্টাল কি?

বিশেষত সাধারন মানুষের কষ্ট দূর করার জন্য ভারত সরকারের তরফে এই ওয়েবসাইটি লঞ্চ করা হয়েছে। এই একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো সরকারি ডকোমেন্সের জন্য খুব সহজে আবেদন করতে পারবেন। আপনাদের কষ্ট করে বিভিন্ন ওয়েবসাইটের নাম মনে রাখতে হবে না অথবা সরকারি দপ্তরের লম্বা লাইনে দাঁড়াতে হবে না।

আরও পড়ুন:- ইনকাম ট্যাক্স রিটার্ন কাদের ভরা প্রয়োজন। ITR ফাইল করলে আপনি কি কি সুবিধা পেতে পারেন।

e-Pramaan এ কিভাবে রেজিষ্ট্রেশন করবেন?

এই ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো সরকারি ডকোমেন্সের জন্য আবেদন করতে হলে আপনাকে সবার প্রথমে যেকোনো ব্রাউজারে গিয়ে E-Pramaan লিখে সার্চ করতে হবে এবং সবার প্রথমে আসা লিঙ্কটিকে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে e-Pramaan এর ওয়েবসাইটি ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটির ডানদিকে কর্নারে থাকা থ্রী লাইন বাটনে ক্লিক করলে আপনাদের সামনে কিছু অপশন খুলে যাবে। এরপর সেই অপশন গুলোর মধ্যে থেকে Services অপশনে ক্লিক করুন এবং তারপর User Registration অপশনে ক্লিক করুন।

e-Pramaan portal Registration

এরপর আপনার সামনে রেজিষ্ট্রেশন ফর্মটি চলে আসবে যেটি সঠিক ভাবে পূরণ করলে আপনার রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ন হবে।

e-Pramaan সাইটের মাধ্যমে যেকোনো সার্ভিসের জন্য কিভাবে আবেদন করবেন?

যেকোনো সার্ভিসের জন্য আবেদন করতে হলে আপনাকে সবার প্রথমে রেজিষ্ট্রেশন কমপ্লিট করে লগ ইন করে নিতে হবে। লগ ইন করা শেষ হলেই আপনারা মোবাইল স্ক্রিনের বাঁদিকে ভারতের সমস্ত রাজ্য গুলোর লিস্ট দেখতে পাবেন। আপনারা যে রাজ্যের সার্ভিসের জন্য আবেদন করতে চান সেই রাজ্যে ক্লিক করুন এবং তারপরেই আপনার সামনে সেই রাজ্যের বিভিন্ন সার্ভিসের লিস্ট চলে আসবে। আপনাদের পছন্দ মতো সার্ভিস সিলেক্ট করুন অথবা স্ক্রিনের ওপরে থাকা সার্চ অপশনে আপনার প্রয়োজনীও সার্ভিসের নাম লিখে সার্চ করুন এতে ডাইরেক্ট সেই সার্ভিসটি চলে আসবে। এবার আবেদন করার জন্য সেই সার্ভিসের ওপরে ক্লিক করলে সরাসরি আপনি সেই সার্ভিসের অ্যাপ্লাই ফর্মে চলে আসবেন।

How common people can take advantage of e-Pramaan portal

এতে আপনাদের কোনো সরকারি দপ্তরে যেতে হবে না। আপনারা সরাসরি ঘরে বসে যেকোনো ডকোমেন্সের জন্য আবেদন করতে পারবেন।

মূল সাইটের নামe-Pramaan
কি কি সুবিধা মেলেযে কোনো সরকারি ডকোমেন্সের জন্য সরাসরি আবেদন করা সম্ভব।
পরিচালক সংস্থাকেন্দ্রীয় সরকার
মূল সাইটলিঙ্ক
রেজিষ্ট্রেশন পেজলিঙ্ক
লগিন পেজলিঙ্ক

Leave a Comment