Financial Freedom কি? আপনি কিভাবে Financial Freedom বা আর্থিক স্বাধীনতা পেতে পারবেন?

আমরা যারা ব্যাবসা বা চাকরি করি তাদের সকলেরই একটিবার হলেও Financial Freedom এর চিন্তা মাথায় এসেছে। Financial কথা অর্থ আর্থিক এবং Freedom করার অর্থ স্বাধীনতা। যেখানে দাঁড়িয়ে হাজার হাজার ব্যাক্তি চাকরি ও ব্যবসা করে নিজের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে আমরা এমন কিছু মানুষদেরো দেখি যারা চাকরি ও ব্যবসা করেই বর্তমানের সঙ্গে তাদের ভবিষ্যৎও সুরক্ষিত করে নিচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করবো Financial Freedom সম্বন্ধে বিস্তারিত এবং আপনি কিভাবে Financial Freedom পেতে পারেন তার সম্বন্ধে।

Financial Freedom কি?

Financial Freedom হলো মানুষের একটি আর্থিক অবস্থা। যেখানে একজন মানুষ এত টাকা রোজকার করে নেয় যে তাকে সারাজীবনে আর কোনোরকম কাজ করতে হয় না। সে তার জমানো টাকা দিয়ে তার সারাজীবনের সমস্ত রকম সখ এবং প্রয়োজনীয়তা পূরন করতে পারে। শুনতে একটু কঠিন মনে হলেও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলি মেনে চললে আপনিও Financial Freedom এর আনন্দ নিতে পারবেন।

Financial Freedom

Financial Freedom পাবার জন্য আপনার কত টাকা প্রয়োজন?

প্রতিটা মানুষের চাহিদা ও সখ আলাদা। নিজের সখ পূরণ বা চাহিদা মেটানোর জন্য মানুষ রোজকার করে থাকে। কিন্তু আপনি যদি Financial Freedom পেতে চান তবে আপনাকে আপনার চাহিদা ও সখ অনুযায়ী একটা অ্যামাউন্ট ঠিক করে নিতে হবে। যেটা আপনার অবসরের পর আপনাকে অর্থিক স্বাধীনতা প্রদান করবে। সেটা ৫০ লাখও হতে পারে আবার ১০ কোটিও হতে পারে। এটা খুব সহজে গনণা করা সম্ভব এরজন্য আপনাকে সবার প্রথমে জানতে হবে আপনার Fire number যার পুরো অর্থ Financial Independence Retire Early। এই Fire number আবার তিন রকমের হয় চলুন এক এক করে বিস্তারিত ভাবে জেনে নিই-

আরও পড়ুন:- ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে NPCI লিঙ্ক না থাকলে পাওয়া যাবে না কোনো প্রকল্পের টাকা। কিভাবে করবেন লিঙ্ক জেনে নিন।

(A) Lean Fire

Line Fire হলো এমন একটা আর্থিক অবস্থা যেখানে যদি আপনি পৌঁছে যান তবে আপনাকে আর দায়িত্বশীল কোনো কাজ করতে হবে না আপনি আপনার মন পছন্দের কাজ করে হালকা পাতলা রোজগার করলেই হবে। এই Line Fire ক্যাটাগরিতে আপনাকে ঢুকতে হলে আপনাকে আপনার (বার্ষিক খরচ x ২০) এত টাকা ইনকাম করতে হবে। যদি আপনার মাসিক খরচ ২০ হাজার টাকা হয় তবে আপনার বার্ষিক খরচ ২০হাজার x ১২= ২ লাখ ৪০ হাজার এবং এটির ২০ গুন অর্থাৎ এক্ষেত্রে অবসর নেবার আগে আপনাকে ৪৮ লাখ টাকা ইনকাম করতে হবে। আপনি যদি ভেবে থাকেন আপনি ৫০ বছরে অবসর নেবেন তবে আপনার ৫০ বছর হবার পূর্বেই আপনাকে ৪৮ লাখ টাকা জোগার করে নিতে হবে এবং তারপর আপনাকে হালকা পাতলা কাজ করে যেতে হবে।

(B) Normal Fire

Normal Fire হলো Fire number এর সেকেন্ড ভাগ। এটি Lean Fire এর থেকে বেশি স্বাধীনতা প্রদান করে। এটিকে হিসাব করার জন্য আপনার বার্ষিক খরচের সঙ্গে ২৫ গুন করে দিন। তবেই আপনার Normal Fire এর সংখ্যা বেরিয়ে যাবে। এটিতেও আপনার অবসরের পর আপনাকে কিছু সামান্য কাজ করতে হবে তবে তা নিতান্তই হালকা কাজ। আপনার বার্ষিক খরচ যদি ২ লাখ ৪০ হাজার হয় তবে Normal Fire এ যেতে হলে আপনাকে ৬০ লাখ টাকা ইনকাম করতে হবে।

(C) Fat Fire

Fat Fire হলো Fire number এর লাস্ট ভাগ। যদি আপনি Fat Fire অ্যাচিভ করে নিতে পারেন তবে আপনাকে অবসরের পর কোনোরকম কাজ করতে হবে না আপনি পুরোপুরিভাবে Financial Freedom পেয়ে যাবেন। Fat Fire হিসাব করার জন্য আপনার বার্ষিক খরচের সঙ্গে ৫০ গুন করে দিন। আপনার বার্ষিক খরচ যদি ২ লাখ ৪০ হাজার হয় তবে আপনাকে Fat Fire এ যেতে হলে আপনাকে ইনকাম করতে হবে ১ কোটি ২০ লাখ টাকা।

ওপরে ধরা সংখ্যাগুলো হিসাবের সুবিধার জন্য ধরা হয়েছে আপনারা নিজেরা নিজেদের সংখ্যা সূত্রে ফেলে অনায়াসে বের করে নিতে পারবেন।

FireMoney
Lean FireAnnual Expenses x 20
Normal FireAnnual Expenses x 25
Fat FireAnnual Expenses x 50

ইনভেস্টমেন্ট

আপনি যদি বর্তমান সময়ে এই টাকা জমিয়েও ফেলেন তবুও ভবিষ্যতে আপনাকে একটা সমস্যার সম্মুখীন হতে হবে আর সেটা হলো ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি। প্রতি বছরই ইনফ্লেশন এর ফলে টাকার দাম কমে যায় এবং সংসারের খরচ বেড়ে যায়। যার ফলে আপনি যদি বর্তমান সময়ের টাকার ওপর ভিত্তি করে ২০ বছর পর Financial Freedom এর জন্য টাকা জমান তবে সেটা সেই হিসাব কোনোভাবেই মিলবে না। কারন আজ আপনার সংসারের মাসিক খরচ ২০ হাজার হলেও ২০ বছর পর সেটা আর ২০ হাজারে থাকবে না। এই সমস্যার সমাধান করে ইনভেস্টমেন্ট। আপনার জমানো টাকা ইনভেস্ট করতে হবে বিভিন্ন ক্ষেত্রে। যেখানে আপনার সুবিধা মনে হয়। আপনি যদি প্রতি মাসে ৫ হাজার টাকা করে ইনভেস্ট করেন এবং তা ২০ বছর ধরে করেন এবং আপনি যদি ১৩% রিটার্ন পান তবে ২০ বছর পর আপনি ফেরত পাবেন ৫৭ লাখ ২৭ হাজার ৫৯৬ টাকা। আর আপনি ২০ বছরে ইনভেস্ট করবেন ১২ লাখ টাকা মাত্র।

Investment

Leave a Comment