সিম পোর্ট কি? সিম পোর্ট করলে কি কি সুবিধা পাওয়া যায়?

একটা সময় ছিল যখন আমরা কোনো সিমে ব্যালেন্স না ভরেও বছরের পর বছর ব্যবহার করতে পারতাম। কিন্তু এখন তা সম্ভব হয় না, যুগ পাল্টেছে। রিলায়েন্সের জিও এসে গোটা ভারতের টেলিকম জগৎকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। এমন অবস্থায় আমাদের কাছে টেলিকম কোম্পানির অপশন কমেছে। হাতে গোটা চারটি কোম্পানির সিম আমরা ব্যবহার করতে পারি, সেগুলি হলো জিও, এয়ারটেল, VI এবং BSNL।

সিম পোর্ট কি?

কখনো কখনো আমরা কোনো সিমের সার্ভিস ব্যবহার করে তৃপ্তি না পেলে সেই সিম পোর্ট করার কথা ভাবি। সিম পোর্ট হলো এমন একটি ব্যবস্থা যেখানে মোবাইল নাম্বার না বদলেও সিম কোম্পানি বদলে ফেলা যায়। আরো সহজ ভাবে বললে, ধরুন আপনি একটি কোম্পানির সিম দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন, কিন্তু বর্তমানে সেই কোম্পানির সার্ভিসে আপনি খুশি নন। হতে পারে সেই সিমে নেটওয়ার্ক সমস্যা আসছে বা অন্যান্য কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি। এমন সময় আপনি একটি অন্য কোম্পানিতে আপনার সিমটি পোর্ট করতে পারবেন। এতে আপনার নাম্বার একই থাকবে শুধু কোম্পানি বদলে যাবে।

Sim Port advantages

সিম পোর্টের অফার:-

সিম পোর্ট করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম অফার দেয়। স্বাভাবিকভাবে সকল কোম্পানিই এক মাসের ডাটা এবং কল ফ্রীতে দেয়। অর্থাৎ আপনি যদি একটি টেলিকম কোম্পানি থেকে অপর কোনো টেলিকম কোম্পানিতে যান সেক্ষেত্রে নতুন টেলিকম কোম্পানি আপনাকে একমাসের ডাটা ও কল প্যাক ফ্রীতে দিয়ে থাকে। তবে এক বা একাধিক কোম্পানি একমাসের প্যাকের বদলে দুমাসের প্যাকের সুবিধা দিয়ে থাকেন নতুন গ্রাহকদের, যেমন BSNL।

আরও পড়ুন:- ৯৬ টি বিএড কলেজের ভর্তির অনুমোদন বাতিল। সরাসরি লিস্ট দেখে নিন।

সিম পোর্টের চার্জ:-

সিম পোর্ট করার জন্য বিভিন্ন টেলিকম কোম্পানি বিভিন্নরকম চার্জ নিয়ে থাকে। এই চার্জ সম্বন্ধে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব না তবে যেটুকু দেখা গেছে ৫০ টাকা থেকে ১০০ টাকা চার্জ নিয়ে থাকেন কোম্পানিগুলি। এই চার্জের বদলে তারা এক মাস বা দুমাসের ব্যালেন্স প্যাক ফ্রীতে দেন গ্রাহকদের। অর্থাৎ সেভাবে হিসাব করলে দেখা যায় ব্যালেন্স প্যাকের দামেরও কমে সিম পোর্ট হয়ে যায়। অর্থাৎ গ্রাহকদের অতিরিক্ত কোনো টাকা খরচ হয় না, উল্টে গ্রাহকদের লাভই হয়।

সিমপোর্ট অফারপোর্ট চার্জ
JIOআনুমানিক একমাসের ডেটা ও কল প্যাক বিনামূল্যেআনুমানিক ৫০ থেকে ১০০ টাকা
Airtelআনুমানিক একমাসের ডেটা ও কল প্যাক বিনামূল্যেআনুমানিক ৫০ থেকে ১০০ টাকা
VIআনুমানিক একমাসের ডেটা ও কল প্যাক বিনামূল্যেআনুমানিক ৫০ থেকে ১০০ টাকা
BSNLআনুমানিক দুইমাসের ডেটা ও কল প্যাক বিনামূল্যেআনুমানিক ৫০ থেকে ১০০ টাকা

সিম পোর্টের প্রসেস:-

সিম পোর্ট করার জন্য আপনাকে যেতে হবে কোনো সিম রিটেলারের কাছে। তারা সবার প্রথমে আপনার মোবাইল নাম্বার থেকে একটি পোর্ট মেসেজ পুরোনো টেলিকম কোম্পানিকে পাঠাবে। সেই মেসেজ পাঠানোর পর কোম্পানি থেকে একটি ইউনিক নাম্বার আপনাকে SMS করে পাঠানো হবে এবং সেই ইউনিক নাম্বারের দ্বারাই রিটেলার আপনার সিমটিকে পোর্ট করবেন।

সিম পোর্টের সীমাবদ্ধতা:-

আপনি একবার সিম পোর্ট করলে পরবর্তী ৯০ দিন অর্থাৎ তিনমাস সেই সিমটিকে আর পোর্ট করতে পারবেন না। ৯০ দিন পার হলে আপনি আবার সেই সিমটিকে পোর্ট করতে পারবেন।

Leave a Comment