জুন মাসেই মিলবে পি এম কিষাণের টাকা, কিন্তু কবে? জেনে নিন এখনই।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৭ তম ইনস্টলমেন্টের টাকা নিয়ে নতুন আপডেট প্রকাশ্যে আনা হলো। কেন্দ্রীয় সরকারের তরফে সমগ্র দেশের দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা প্রতিবছরে তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা পেয়ে থাকেন। ইতিপূর্বে ২৮ শে ফেব্রুয়ারি তারিখে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৬ তম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছিল। আর এবারে পিএম কিষাণের ১৭ তম ইনস্টলমেন্টের অনুদান প্রদানের সময় সংক্রান্ত নতুন তথ্য সামনে আনা হলো। আজকের এই প্রতিবেদনটি পড়লে আপনারা পি এম কিষাণের ১৭ তম ইনস্টলমেন্টের টাকা কবে পাওয়া যাবে, কারা এই ইনস্টলমেন্টের টাকা পাবেন না তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য জেনে নিতে পারবেন।

কবে মিলবে পি এম কিষাণের টাকা: বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, পি এম কিষাণের ১৭ তম ইনস্টলমেন্টের টাকা এই চলতি মাসে অর্থাৎ জুন মাসের মধ্যেই দেওয়া হবে। অনেকেই মনে করছিলেন মে মাসের দ্বিতীয়ার্ধে পি এম কিষাণ যোজনার ১৭ তম ইনস্টলমেন্টের টাকা প্রদান করা হবে। কিন্তু, বিভিন্ন সূত্র মারফত প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, লোকসভা নির্বাচনের কারণে এখনও পর্যন্ত পি এম কিষাণের অনুদানের টাকা প্রদান করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: কলেজে ভর্তির জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীর লাগবে এই কার্ড। না থাকলে এখনই আবেদন করুন।

তবে ইতিমধ্যে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, সুতরাং এই জুন মাসের মধ্যেই পি এম কিষাণের ১৭ তম ইনস্টলমেন্টের টাকা কৃষকদের একাউন্টে ঢুকবে বলেই দাবি করা হচ্ছে। কিন্তু এই চলতি মাসের কত তারিখে পি এম কিষাণ যোজনার ১৭ তম ইনস্টলমেন্টের টাকা পাওয়া যাবে তা সংক্রান্ত কোনো প্রকার তথ্য এখনো পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি, যদিও মনে করা হচ্ছে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের তরফে পি এম কিষাণ যোজনার অনুদানের টাকা কবে দেওয়া হবে তার একটি নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হবে।

PM Kisan 17th installment date (পি এম কিষাণের ১৭ তম ইনস্টলমেন্টের টাকা)

কারা পাবেন না পি এম কিষাণের টাকা: কেন্দ্রীয় সরকারের তরফে ইতিপূর্বেই জানানো হয়েছিল যে, ই-কেওয়াইসি না করা হলে কোনভাবেই পি এম কিষাণ যোজনার আওতায় অনুদান পাওয়া যাবে না। সুতরাং যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ই-কেওয়াইসি সম্পন্ন করেননি তারা পি এম কিষাণের যোজনার আওতায় ১৭ তম ইনস্টলমেন্টের টাকা পাবেন না বলেই মনে করা হচ্ছে। সুতরাং আপনিও যদি পি এম কিষাণের আওতায় অনুদান পেয়ে থাকেন এবং এখনো পর্যন্ত ই-কেওয়াইসি সম্পূর্ণ না করে থাকেন তবে যত দ্রুত সম্ভব পি এম কিষাণের পোর্টালে গিয়ে ই-কেওয়াইসি সম্পন্ন করুন।

অফিসিয়াল ওয়েবসাইট: Link