রাজ্যের কৃষকদের জন্য রয়েছে বড় আপডেট। লোকসভা নির্বাচনের আবহে কৃষকবন্ধু প্রকল্পের খারিফ মরশুমের অনুদানের টাকা কবে পাওয়া যাবে তা প্রকাশ্যে আনল রাজ্য সরকার। রাজ্যের কৃষকদের আর্থিক সুবিধা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষকবন্ধু প্রকল্প কার্যকর করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের কৃষকরা প্রত্যেক বছরে দুটি কিস্তিতে ৪,০০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা কৃষকবন্ধু প্রকল্পের আওতায় কবে অনুদান পাওয়া যাবে, প্রকল্পের স্ট্যাটাস, কারা এই প্রকল্পের অনুদান পাবেন না তা সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
জলদিই মিলবে খারিফ মরশুমের অনুদানের টাকা: কৃষকবন্ধু প্রকল্পের খারিফ মরশুমের অনুদানের টাকা নিয়ে অপেক্ষার দিন শেষ হতে চলেছে। কৃষকবন্ধু প্রকল্পের খারিফ মরশুমের অনুদানের টাকা মূলত মে এবং জুন মাসের মধ্যেই দেওয়া হয়ে থাকে। কিন্তু বিগত বছরে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসেই এই প্রকল্পের অনুদান দেওয়া হয়েছিল, আর তাতেই বাংলার কৃষকরা আশা করেছিলেন যে, চলতি বছরেও লোকসভা নির্বাচনের পূর্বেই কৃষকবন্ধু প্রকল্পের খারিফ মরশুমের অনুদানের টাকা মিলবে, কিন্তু তা হয়নি।
বর্তমানে অনুদান নিয়ে চিন্তার দিন শেষ, এবারে কৃষকদের প্রশ্নের উত্তর দেওয়া হলো খোদ রাজ্য সরকারের তরফে। ব্লক অফিসের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, আগত জুন মাসের ২৭ অথবা ২৮ তারিখে কৃষকবন্ধু প্রকল্পের অনুদানের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।
আরও পড়ুন: পোস্ট অফিস তার সকল গ্রাহকদের জন্য জারি করলো নতুন নিয়ম। এবার হবে সকল গ্রাহকের তথ্য যাচাই।
কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস: ইতিমধ্যেই কৃষকবন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা সংক্রান্ত নতুন আপডেট প্রকাশ্যে আসলেও এখনো পর্যন্ত কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কোনরূপ পরিবর্তন করা হয়নি। ব্লক অফিস সুত্রের খবরে জানা গিয়েছে যে, রাজ্য সরকারের তরফে খারিফ মরশুমের টাকা দেওয়ার জন্য সমস্ত প্রকার কাজকর্ম শুরু করে দেওয়া হয়েছে, তবে লোকসভা নির্বাচন শেষ হলে তবেই সমগ্র রাজ্যে কৃষকদের কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস পরিবর্তন করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, কৃষক যে অঞ্চলে বসবাস করছেন সেই অঞ্চলের ব্লক অফিসে কৃষকবন্ধু প্রকল্পের অনুদান দেওয়ার প্রক্রিয়া কার্যকর করা হলে তবেই উক্ত কৃষকের কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাসে পরিবর্তন করা হয়ে থাকে।
কিভাবে চেক করবেন প্রকল্পের স্ট্যাটাস: কৃষকবন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে প্রথমেই কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://krishakbandhu.net/ -এ যেতে হবে। পরবর্তীতে এই ওয়েবসাইটের হোম পেইজে থাকা নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করে আইডি নির্বাচন করে উক্ত আইডি নম্বর প্রদান করে ক্যাপচা পূরণ করে সার্চ বক্সে ক্লিক করুন।

কারা পাবেন না কৃষকবন্ধু টাকা: কৃষকবন্ধু প্রকল্পের অনুদান প্রদানের পাশাপাশি মূলত যে বিষয়টি সামনে এসেছে তা হল, চলতি বছরে প্রচুর সংখ্যক কৃষক কৃষকবন্ধু প্রকল্পের অনুদানের টাকা পাবেন না। আর এই প্রসঙ্গে বলতে হয় যে, মূলত যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক নেই তারা এই প্রকল্পের অধীনে অনুদান পাবেন না। অন্যদিকে যে সমস্ত নতুন কৃষকেরা কৃষকবন্ধু প্রকল্পের আওতায় অনুদান পাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন এবং যাদের আবেদনের এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি তারাও আগামী দিনের এই প্রকল্পের আওতায় অনুদান পাবেন না।
অফিসিয়াল ওয়েবসাইট: Link