ইনকাম ট্যাক্স রিটার্ন কাদের ভরা প্রয়োজন। ITR ফাইল করলে আপনি কি কি সুবিধা পেতে পারেন।

আগামী এপ্রিল মাসের এক তারিখ থেকে শুরু হবে ইনকাম ট্যাক্স ফাইল করার প্রক্রিয়া। আপনি কি জানেন এই ইনকাম ট্যাক্স ফাইল বা ITR ফাইল সাধারণ মানুষের কি উপকারে লাগে? কাদেরই বা এই ফাইলের জন্য আবেদন করা বাধ্যতামূলক? আপনার কত টাকা ইনকাম হলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে সরকারকে? যদি না জেনে থাকেন তবে আমাদের সঙ্গে থাকুন। আজ আমরা ITR ফাইল নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি।

ইনকাম ট্যাক্স কি?

ভারতীয় আইন অনুযায়ী আপনি আপনার ব্যাবসা বা সার্ভিস থেকে যে টাকা উপার্জন করেন সেই টাকার ওপর সরকারকে ট্যাক্স দিতে হয়, যা ইনকাম ট্যাক্স নামে পরিচিত। সাধারণত আপনি আড়াই লাখ টাকার ওপর বার্ষিক উপার্জন করলে ইনকাম ট্যাক্স ভরা বাধ্যতামূলত।

ITR ফাইল করার সুবিধা:-

(ক) আপনি যেকোনো ধরনের বড়ো লোন, যেমন:- হোম লোন, এডুকেশন লোন, কার লোন ও অন্যান্য গুরুত্বপূর্ণ লোন খুব সহজে ITR ফাইল দেখিয়ে পেয়ে যেতে পারেন। মূলত আপনাকে যখন কোনো লোন দেওয়া হয় তার আগে সেই লোন প্রদানকারি ব্যাঙ্ক অথবা ইনস্টিটিউট ভেরিফাই করে নিতে চায় আপনি লোনটা শোধ করতে পারবেন কি না। তারজন্য তারা আপনার গত ২ বছর অথবা ৩ বছরের ITR ফাইল চেক করেন এবং আপনার অর্থনৈতিক অবস্থা বুঝে আপনাকে লোন দিয়ে থাকেন।

(খ) বর্তমানে বড়ো কোনো ইন্স্যুরেন্স করার ক্ষেত্রেও ITR ফাইল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করে থাকে।

(গ) এছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স এর মতো দেশগুলোতে যেকোনো কারনে ঘুরতে যাবার জন্য ভিজার অ্যাপ্রুভাল খুব সহজে পাওয়া যায় ITR ফাইল করা থাকলে।

আরও পড়ুন:- ডিপফেক ভিডিও কি? কিভাবে আপনি এর থেকে বাঁচবেন।

কাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ভরা আবশ্যক:-

যে ব্যাক্তির বার্ষিক ইনকাম আড়াই লাখের ওপরে তাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ভরতে হবে। ৬০ বছর থেকে ৮০ বছরের ব্যাক্তিদের ক্ষেত্রে বার্ষিক ইনকাম ৩ লাখ এবং সুপার সিটিজেন অর্থাৎ ৮০ বছরের ঊর্ধ্বে থাকা ব্যাক্তিদের বার্ষিক ইনকাম ৫ লাখ টাকার ঊর্ধ্বে হলে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ভরা আবশ্যক। এছাড়াও যাদের ইনকাম আড়াই লাখের কম তারা চাইলেও ইনকাম ট্যাক্স ফাইল ভরতে পারে।

Advantage of paying Income Tax (ইনকাম ট্যাক্স ফাইল করার সুবিধা)

ইনকাম ট্যাক্স ভরার সময়:-

প্রত্যেক বছর মার্চ মাসের ৩১ তারিখ আর্থিক অর্থবর্ষ শেষ হয়। তারপর থেকে চারমাস অর্থাৎ এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত ITR ফাইল করার সময় থাকে। এই সময়ের মধ্যে ITR ফাইল ভরতে হয়। কোনো কারনে যদি আপনি এই সময় আপনার ইনকাম ট্যাক্স না ভরেন তবে ডিসেম্বর মাস পর্যন্ত পেনাল্টি দিয়ে আপনাকে আপনার ইনকাম ট্যাক্স ফাইল ভরতে হবে।

কত টাকা ইনকামে কত টাকা ইনকাম ট্যাক্স ভরতে হয়?

ইনকামট্যাক্স
০₹ থেকে ২.৫ লাখ ₹
২.৫ লাখ ₹ থেকে ৫ লাখ ₹৫%
৫ লাখ ₹ থেকে ৭.৫ লাখ ₹১০%
৭.৫ লাখ ₹ থেকে ১০ লাখ ₹১৫%
১০ লাখ ₹ থেকে ১২.৫ লাখ ₹২০%
১২.৫ লাখ ₹ থেকে ১৫ লাখ ₹২৫%
১৫ লাখ ₹ এর ওপর৩০%

লস ক্যারিফলোয়ার্ড:-

আপনি যদি ব্যবসা বা ট্রেডিংএর মতো জিনিসগুলোতে ইনভেস্ট করে থাকেন এবং আপনার যদি কোনো বড়ো প্রকারের লস হয় তবে আপনি এই লস আগামী বছরগুলোতে লাভের সঙ্গে মিলিয়ে ইনকাম ট্যাক্স বাঁচাতে পারবেন। যেমন ধরুন, এবছর ব্যবসায় আপনার ৩ লাখ টাকা লস হয়েছে এবং আগামী বছর আপনার ব্যবসায় ৮ লাখ টাকা লাভ হয়েছে। এক্ষেত্রে আপনাকে শুধু ৫ লাখ টাকার ওপরেই ট্যাক্স পে করতে হবে। গত বছরের লসের পরিমাণ আপনি বর্তমান বছরের লাভের পরিমাণ থেকে বাদ দিয়ে দিতে পারবেন। এই পদ্ধতিতে আপনি ৪ বছর থেকে ৮ বছর পর্যন্ত আপনার লস ক্যারিফরয়ার্ড করতে পারবেন এবং আপনার ট্যাক্স বাঁচাতে পারবেন।

Leave a Comment