ফোনপে-গুগলপে ব্যবহার করেন? এই খবরটি না জানলে হতে পারে গোটা অ্যকাউন্ট ফাঁকা।

গুগল পে, ফোন পে, পেটিএম -এর মত ডিজিটাল পেমেন্ট অ্যাপগুলির মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি থেকে বাঁচার জন্য নতুন নিয়ম প্রকাশ্যে আনা হলো। সমগ্র ভারতব্যাপী ডিজিটালাইজেশনের সাথে সাথে ক্রমান্বয়ে অনলাইনের মাধ্যমে হওয়া জালিয়াতির পরিমাণও ক্রমাগত হারে বাড়ছে। আর তাতেই এই সমস্ত জালিয়াতি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে বেশ কিছু নিত্যনতুন কৌশল জেনে রাখা আবশ্যক। আর আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা ফোন পে, গুগল পে এবং পেটিএম -এর মারফত হয়ে চলা জালিয়াতি থেকে বাঁচার জন্য কি কি নিয়ম মেনে চলা অবশ্যক তা সম্পর্কে সমস্ত প্রকার তথ্য জেনে নিতে পারবেন।

ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস রিকগনিশন: যে সমস্ত নাগরিকরা বিভিন্ন ক্ষেত্রে পেমেন্ট করার জন্য প্রতিনিয়ত গুগল পে, ফোন পে, পেটিএম -এর মত UPI অ্যাপ ব্যবহার করে থাকেন তাদের নিজস্ব মোবাইলের অ্যাপগুলিকে যথেষ্ট সুরক্ষিত রাখার জন্য পিনের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস রিকগনিশনও চালু করে রাখা উচিত। জারিয়াতি থেকে বাঁচার ক্ষেত্রে যথেষ্ট জটিল পিন নম্বর রাখার চেষ্টা করুন এবং প্রয়োজনে বারংবার তা আপডেট করতে থাকুন।

ইনস্টল করুন সিকিউরিটি সফটওয়্যার: যারা ইউপিআই -এর মাধ্যমে পেমেন্ট করে থাকেন তাদের অবশ্যই নিজেদের ফোনে সিকিউরিটি সফটওয়্যার ইন্সটল করা উচিত এতে বিভিন্ন রকম ম্যালওয়ার থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।

আরও পড়ুন: জুন মাসের রেশন নিয়ে নতুন আপডেট। গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।

সুরক্ষিত থাকতে ডবল চেক: ইউপিআই অ্যাপ -এর মাধ্যমে যেকোন ট্রানজাকশন করার সময় ইউজারদের অবশ্যই সতর্ক থাকা উচিত। যেকোনো নতুন ইউপিআই আইডিতে টাকা ট্রান্সফার করার পূর্বে সঠিকভাবে চেক করে নিন, কনফার্ম না হয়ে কোনভাবেই নতুন ইউপিআই আইডিতে পেমেন্ট করবেন না। মোবাইলে আসা কোনো অচেনা নম্বর থেকে পাঠানো UPI ID অথবা পেমেন্ট লিংকে কোনোভাবেই ক্লিক করবেন না।

পাবলিক ওয়াইফাই ব্যবহার বন্ধ করুন: বহু ক্ষেত্রেই দেখা যায় নিজস্ব মোবাইলের ইন্টারনেট কানেকশন ঠিকভাবে কাজ না করার কারণে নাগরিকরা পাবলিক ওয়াইফাই -এর মাধ্যমে UPI মারফত পেমেন্ট করে থাকেন। কিন্তু এটি মোটেই সুরক্ষিত নয়। আপনার ফোনের ইন্টারনেট কানেকশন কাজ না করলে ক্যাশ টাকার মাধ্যমে অথবা আপনার কোন আত্মীয়-পরিজন কিংবা বন্ধুর ওয়াইফাই -এর সঙ্গে কানেক্ট করে পেমেন্ট করুন কিন্তু কখনোই পাবলিক ওয়াইফাই ব্যবহার করবেন না।

Online Fraud (অনলাইন জালিয়াতি)

অ্যাপ আপডেট করুন: যেসমস্ত নাগরিকরা ফোন পে, গুগল পে কিংবা পেটিএম এর মতো অ্যাপগুলি ব্যবহারের মাধ্যমে প্রত্যেক দিন যথেষ্ট টাকা পেমেন্ট করেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, প্রতিনিয়ত এই অ্যাপগুলি আপডেট করা আবশ্যক। মূলত এই ধরনের অ্যাপগুলির কোম্পানি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সুরক্ষা ফিচার পাঠায়, গ্রাহকদের নির্দিষ্ট সময়ে এই অ্যাপগুলি আপডেট করার মাধ্যমে সুরক্ষা ফিচার আপডেট করা প্রয়োজন, নচেৎ তাদের পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হবে।