Bangla Hub

গুরুত্বপূর্ণ খবর পড়ুন এবার বাংলায়

এবার বেকারদের জন্য খুশির খবর! রাজ্য সরকার কদিনের মধ্যে হবে নয়া ব্যবস্থা, উচ্ছ্বসিত বঙ্গবাসী

WhatsApp Image 2024 08 03 at 8.00.41 AM

বাংলাহাব ডেস্ক : পশ্চিমবঙ্গে (West Bengal) কর্মসংস্থানের অবস্থা যে খুব একটা আশাব্যঞ্জক নয় তা নিয়ে অনেকেই অভিযোগ তোলেন। অনেক শিক্ষিত বেকার যুবক-যুবতীকে চাকরির সন্ধানে পাড়ি দিতে হয় ভিন রাজ্যে। তবে এবার রাজ্যে কর্মসংস্থানের নতুন দিশা দিতে বড় উদ্যোগ নিল সরকার (State Government)।

বড়সড় প্ল্যানিং রাজ্য সরকারের (State Government)

খাদ্য প্রক্রিয়াকরণে বিনিয়োগের আশায় রাজ্য সরকার আগস্ট মাসে আয়োজন করতে চলেছে ‘বেঙ্গল ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’। মূলত স্টার্টআপ সংস্থাগুলিকে উৎসাহিত করতেই এই উদ্যোগ। এই ফেস্টিভ্যালে ৩ দিন ধরে খাদ্য, ফল ও সবজির প্রদর্শনী চলবে। সেখানে আলোচনা হবে নতুন কারখানা স্থাপনের বিষয়ও।

WhatsApp Image 2024 08 03 at 8.03.18 AM

কীভাবে এই ফেস্টিভ্যালের মাধ্যমে কর্মসংস্থান সম্ভব?

 রাজ্য সরকারের এক কর্মকর্তা জানাচ্ছেন, বিভিন্ন বিনিয়োগকারীরা যারা এই সেমিনারে অংশগ্রহণ করবেন তারা সরাসরি কথা বলতে পারবেন রাজ্য সরকারের (State Government) আমলাদের সাথে। সহজে কী করে ব্যবসা করা যায়, সেই সব দিক আলোচনা করা হবে।

রাজ্য সরকারের (West Bengal) আধিকারিকেরা দাবি করেছেন, রাজ্য সরকার যথেষ্ট আশাবাদী যে এই উদ্যোগের মাধ্যমে তরুণ উদ্যোগপতিদের খাদ্য প্রক্রিয়াকরণে উৎসাহিত করা যাবে। স্টার্ট-আপ ব্যবসা স্থাপনের ক্ষেত্রে তাদের উৎসাহিত করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে এর আগে বহুবার উঠে এসেছে শ্রম নিবিড় বিনিয়োগ প্রকল্পের কথা।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কৃষিনির্ভর শিল্প নিয়ে যথেষ্ট আশাবাদী। শাক-সবজি-ফলের মতো কৃষি নির্ভর শিল্পকে উৎসাহিত করতে তাই রাজ্যের এই উদ্যোগ। সূত্রের খবর, আগামী ৯ই আগস্ট থেকে ১১ই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন বিভাগ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করতে চলেছে  ‘ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *