Government Scheme

খুশির খবর। শুরু হলো পিএম কিষাণের টাকা দেওয়া। আপনি কখন টাকা পাবেন জেনে নিন

যেই কথা সেই কাজ। আজ সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে ছাড়া হলো পিএম কিষাণের ১৬ নাম্বার কিস্তির টাকা। আপনি যদি পিএম কিষাণের একজন উপভোক্তা হয়ে থাকেন তবে আপনিও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন পিএম কিষাণের ১৬ তম কিস্তির ২০০০ টাকা। কারা কারা টাকা পাবেন? কারা কারা টাকা পাবেন না। টাকা না পেলে আপনি কি করবেন? সমস্ত নিয়েই আজকের প্রতিবেদন।

পিএম কিষাণের টাকা আপনি কখন পাবেন?

পিএম কিষাণের ১৬ তম কিস্তির টাকা আজ সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে সমস্ত ভারতীয় কৃষকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এই কিস্তিতে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকা পৌঁছে যাচ্ছে। আপনি যদি এই কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে থাকেন, তবে আপনাকে শুভেচ্ছা আর যদি এখনো আপনি এই টাকা না পেয়ে থাকেন তবে কিছুটা সময় অপেক্ষা করুন। আজ অথবা কালকের মধ্যে আপনার অ্যাকাউন্টেও ২০০০ টাকা ক্রেডিট হয়ে যাবে।

টাকা পাবেন কিনা কিভাবে চেক করবেন?

পিএম কিষাণের টাকা আপনি পাবেন কিনা তা জানতে আপনাকে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। যদি স্ট্যাটাসে সমস্ত কিছু সঠিক থাকে তবে আপনি এই কিস্তির টাকা অনায়াসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। স্ট্যাটাস চেক করবার জন্য আপনাকে সর্বপ্রথম পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট (https://pmkisan.gov.in/) গিয়ে Know Your Status অপশনে ক্লিক করতে হবে এবং তারপর Registration No টাইপ করে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন।

PM Kisan 16th installment

কি কি কারণে পিএম কিষাণের টাকা আটকে যাবার সম্ভাবনা রয়েছে?

বিভিন্ন কারনে আপনি পিএম কিষাণের এই কিস্তির টাকা নাও পেতে পারেন। তার মধ্যে সর্বপ্রথম কারণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ডিঅ্যাকটিভেট থাকে তবে আপনার টাকা আপনি পাবেন না। দ্বিতীয়ত DBT লিঙ্ক, আপনার অ্যাকাউন্টে যদি DBT লিঙ্ক না করা থাকে তবে আপনি টাকা পাবেন না। KYC, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যদি KYC না করা থাকে তবে আপনি পিএম কিষাণের টাকা পাবেন না। আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে থাকে তবে আপনি এই কিস্তির টাকা পাবেন না।

আরও পড়ুন:- স্বল্প পুঁজিতে শুরু করুন এই ৪ টি ব্যবসা। সামান্য টাকা ইনভেস্টমেন্টে আয় করুন ভালো পরিমাণ টাকা।

আপনার যদি ওপরে উল্লেখিত যেকোনো সমস্যা থেকে থাকে তবে আপনি সেটি সবার প্রথমে ঠিক করুন এবং তারপর আপনি আপনার প্রাপ্য টাকা আপনার অ্যাকাউন্টে পেতে পারবেন। মনে রাখবেন, আপনি যদি পিএম কিষাণের টাকা পাবার যোগ্য না হয়ে থাকেন তবুও যদি আপনি এই প্রকল্পের সুবিধা ভোগ করেন তবে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group