Latest NewsTrending

Air India Express: মাত্র ৮৮৩ টাকায় মিলবে বিমানের টিকিট ! স্প্ল্যাশ সেল চলছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে; দেরি না করে ঝটপট কেটে ফেলুন

যাত্রীদের জন্য দারুণ সুখবর। কারণ বিগেস্ট স্প্ল্যাশ সেল চলছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। এই সেল চলছে airindiaexpress.com, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস মোবাইল অ্যাপ এবং প্রধান বুকিং প্ল্যাটফর্মগুলিতে। শুক্রবার ২৮ জুন পর্যন্ত বুকিংয়ের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। আর আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে এটি প্রযোজ্য থাকবে। Photo Courtesy: Air India Express

কিন্তু এই বিগেস্ট প্লাস সেল থেকে কি কি সুবিধা পেতে চলেছে যাত্রীরা, যেসব নাম্বার বা সদস্যরা এয়ার ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম এবং মোবাইল অ্যাপের মাধ্যমে বুকিং করেন তাদের ক্ষেত্রে এক্সপ্রেস লাইভ ফেয়ার শুরু হচ্ছে মাত্র ৮৩৩ টাকা থেকে। আর যেসব যাত্রা অন্যান্য বুকিং চ্যানেলের মাধ্যমে বুকিং করেন তাদের ক্ষেত্রে এক্সপ্রেস শুরু হচ্ছে 1096 টাকা থেকে।

এখানেই শেষ নয় যেসব যাত্রীরা। থেকে টিকিট বুকিং করেছেন তাদের ক্ষেত্রে পাবেন বিশেষ ছাড় ও সঙ্গে মিলবে জিরো চেক ব্যাগেজ এর মত এক্সক্লুসিভ বেনিফিটI। আসলে এই ভাড়ার ক্ষেত্রে জাতিরা অতিরিক্ত কোন চ্যাট ছাড়াই অতিরিক্ত তিন কেজি কেবিন ল্যাকেজ বুক করার বিকল্প পাবেন এর পাশাপাশিচেক ইন বেগেজেও পাওয়া যাবে ডিসকাউন্ট ফিI ডোমেস্টিক ফ্লাইট এর ক্ষেত্রে ১৫ কেজি চেক ইন প্যাকেজেও শুরু হচ্ছে  এক হাজার টাকা থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট এর ক্ষেত্রে কুড়ি কেজি চেক ইন ব্যাকেজে শুরু হচ্ছে1300 টাকা থেকে। এদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লয়াল্টি মেম্বাররা ১০০ টাকা থেকে ৪০০ টাকার বিশেষ ছাড়ের সুবিধাও পেতে পারেন। সেই সঙ্গে এয়ারলাইনসের ওয়েবসাইটে প্রায় ৮ শতাংশ পর্যন্ত নিউকয়েন্সও আর্ন করতে পারবেন। এছাড়া এক্সক্লুসিভ কিছু ডিলস-এর সুবিধাও পাবেন তাঁরা। এর মধ্যে অন্যতম হল বিজনেস ও প্রাইম সিটে ৫০ শতাংশ ছাড়, Gourmair hot meals-এর ক্ষেত্রে ২৫ শতাংশ ছাড় এবং পানীয়ের উপর ৩৩ শতাংশ ছাড়।

এর পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন বোয়িং ৭৩৭-৮ এয়ারক্রাফটের উপরেও এক্সপ্রেস বিজ ফেয়ার প্রদান করা হচ্ছে। অর্থাৎ সস্তার উড়ানেও বিজনেস ক্লাসের মতো অভিজ্ঞতা লাভ করতে পারবেন যাত্রীরা। ‘ফ্লাই অ্যাজ ইউ আর’ ব্র্যান্ড প্রোপোজিশনে মিলবে দারুণ সমস্ত পরিষেবা। যাত্রীরা অতিরিক্ত আরামের জন্য ৫৮ ইঞ্চি পর্যন্ত বিস্তৃত সিট পিচ বিশিষ্ট এক্সপ্রেস বিজ আসনগুলি বেছে নিতে পারবেন। সম্প্রসারণ হয়েই চলেছে এই এয়ারলাইনের। গত বছরের অক্টোবর মাসে এই ব্র্যান্ড চালু হওয়ার পর থেকে প্রতি মাসে প্রায় ৪টি করে নতুন যোগ হচ্ছে। এর ফলে ২০টিরও বেশি নতুন এয়ারক্র্যাফটে মিলছে ৪-৮টি করে বিজনেস সিট।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group