BlogLatest News

Karisma Kapoor Net Property: ছবি না করেও প্রচুর টাকা করিশ্মা কাপুরের, সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে, আয় কীভাবে?

বাংলাহাব ডেক্স:-Karisma Kapoor Source of Earning: করিশ্মা ২০১৬ সালে স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে ডিভোর্স করেন৷ তারপর থেকে তিনি তাঁর সন্তান সামাইরা এবং কিয়ানকে একা বড় করছেন।

৯দশকের জনপ্রিয় নায়িকা কারিশমা কাপুর এখন বলিউড থেকে অনেকটা দূরে৷ তবে ফিল্ম জগত থেকে দূরে থাকলেও সম্পদের কোনও অভাব নেই তাঁর। বড়পর্দা থেকে দূরে থাকার পরও কোটি টাকা আয় করেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০১২ সালে ডেঞ্জারাস ইশক ছবিতে। এখন তিনি সন্তানদের বড় করার কাজে ব্যস্ত।

কারিশমা কাপুর মূল অর্থ: কাপুর পরিবার, ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম প্রবীণ পরিবার, শুধুমাত্র তাদের অভিনয় এবং পরিচালনার জন্যই পরিচিত। তবে কাপুর পরিবারের একটি প্রথা ছিল যা পরবর্তীতে বাড়ির দুই মেয়ে করিশ্মা ও করিনা মানেননি৷ রাজ কাপুরের ঘরে কোনও মহিলা সিনেমাম পা রাখতেন না৷ কিন্তু সেই বাড়ির দুই কন্যাই বলিউড কাঁপিয়েছে৷

WhatsApp Image 2024 07 02 at 8.58.12 PM

ফিল্ম ব্যাকগ্রাউন্ডে বড়া হওয়া কারিশ্মা কাপুর ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন। তাঁর শৈশব কেটেছে চলচ্চিত্রের সেট এবং অ্যাওয়ার্ড ফাংশন ঘিরে। কাপুর পরিবারের মেয়ে হিসেবে কারিশ্মা প্রথম যিনি চলচ্চিত্র জগতে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিবারের বিরুদ্ধে গিয়ে তাঁর স্বপ্ন বেছে নিয়েছিলেন এবং তাঁর মা ববিতা তাঁর মেয়েকে পুরোপুরি সমর্থন করেছিলেন। পড়াশোনা ছেড়ে কারিশমা মাত্র ১৬ বছর বয়সে ’ প্রেম কায়দি ’ দিয়ে বলিউডে তাঁর ক্যারিয়ার শুরু করেন ।

প্রথম চলচ্চিত্রের জন্য সমালোচকদের কাছ থেকে প্রচুর প্রশংসা পেয়েছিলেন । রাতারাতি তারকার তকমা পান কারিশ্মা। এটা এত সহজ ছিল না৷ ‘প্রেম কায়দি’র পর, কারিশ্মা কাপুরের পরপর ৫টি ছবি ফ্লপ হয়৷ যাঁর মধ্যে রয়েছে সলমন খানের সঙ্গে ‘জাগৃতি’ এবং ‘নিশ্চয়’ এবং অক্ষয় কুমারের সাথে ‘দিদার’। তবে হাল ছাড়েননি কারিশ্মা। হিট ফিল্ম ‘জিগার’ (১৯৯২) দিয়ে বলিউডে পরিচিতি পান। এক বছর পর আরেকটি সুপারহিট ছবি উপহার দেন ‘আনারি’।

কারিশ্মা কাপুর তাঁর ক্যারিয়ারে ‘রাজা বাবু’, ‘আশিক’, ‘ফিজা’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘হাসিনা মান যায়েগি’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘হিরো হিট’ সহ ৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। যেমন ‘নং 1’, ‘রাজা হিন্দুস্তানি’ এবং ‘জিত’ রয়েছে। করিশ্মা কাপুরকে শেষ দেখা গিয়েছিল ’ ডেঞ্জারাস ইশক ’ (২০১২) ছবিতে। এরপর থেকে চলচ্চিত্র জগৎ থেকে দূরে থাকলেও লাইমলাইটেই রয়েছেন তিনি।

করিশ্মা ২০১৬ সালে স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে ডিভোর্স করেন৷ তারপর থেকে তিনি তাঁর সন্তান সামাইরা এবং কিয়ানকে একা বড় করছেন।

এবার আসা যাক তাঁর সম্পত্তির বিষয়৷ করিশ্মা ছবির জগৎ থেকে দূরে থাকলেও সম্পত্তির কোনও অভাব নেই। অনেক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, করিশ্মা কাপুরের সম্পত্তি রয়েছে ১৩ মিলিয়ন ডলার অর্থাৎ ৮৭ কোটি টাকা। বিজ্ঞাপন ও মডেলিং তাঁর আয়ের উৎস। শুধু তাই নয়, বড় বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডরও তিনি। তিনি Babyoye কোম্পানির একজন শেয়ারহোল্ডার এবং বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গে কাজ করেন। এছাড়াও, তিনি টিভি অনুষ্ঠানের বিচারক হিসেব নিযুক্ত থাকেন।

আরোও পড়ুন

Khan’বচ্চন বাড়িতে অগ্নিপরীক্ষা দিয়ে ঢুকতে হবে’, শাহরুখকন্যা সুহানাকে হুঁশিয়ারি অগস্ত্যর দিদি

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group