EducationLatest News

এসএসসি পরীক্ষা নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু পূজোর পরে এসএসসি শিক্ষক নিয়োগের ফল প্রকাশ সঙ্গে নভেম্বর মাসে ইন্টারভিউর প্যানেল: last ssc exam in west bengal

last ssc exam in west bengal: রবিবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা জানায় যে নবম ও দশম শ্রেণীর পরীক্ষা তুলনামূলক সহজ হয়েছিল। রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানায় পুজোর পরেই রেজাল্ট প্রকাশিত করবে এসএসসি এবং নভেম্বর মাসে ইন্টারভিউর প্যানেল দেওয়া হবে। রবিবার এসএসসি পরীক্ষার শেষ দিন সাংবাদ বৈঠকে বসে শিক্ষা মন্ত্রীপ্রাপ্ত বসু এমনটাই জানালেন তিনি আরও জানাই যে সুষ্ঠুভাবে শেষ হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরে প্রশ্ন উত্তর আপলোড করে দেওয়া হবে, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। 

শিক্ষামন্ত্রী পার্থ বসু জানান নানানঘাট প্রতিবাদের মধ্য দিয়েও শেষ পর্যন্ত এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হল। এসএসসি শিক্ষা পদ পরীক্ষার্থীদের সংখ্যা ছিল এ বছর ৫ লক্ষ ৬৬ হাজার, তার মধ্যে পরীক্ষায় বসে ছিলেন মোট ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন এবং বাকি ২ লক্ষ ২৫ হাজার ৪৯৭ জন বসেছেন একাদশ দ্বাদশ পরীক্ষায়।  ব্রাত্য বসু সংবাদ বৈঠকে জানান যে কিছুদিনের মধ্যেই পরীক্ষার প্রশ্নপত্র অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে, এই সংক্রান্ত মতবাদ দিয়ে তিনি বলেন তাদের কাছে মোট পাঁচ দিনের সময় আছে এর মধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করে দেওয়া হবে প্রশ্নপত্র। এই সূত্রে এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার জানান তিনি আগামী 16 সেপ্টেম্বর নবম ও দশম শ্রেণীর উত্তরপত্র আপলোড করবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উত্তরপত্র প্রকাশ হতে পারে ২০ সেপ্টেম্বর। 

এই রবিবার পরীক্ষায় বাইরের রাজ্য থেকেও বহু পরীক্ষার্থীরা এসেছেন ওই সঙ্গে টেনে বিজেপির প্রাপ্তের আক্রমণ পশ্চিমবঙ্গের বাইরে থেকে ৩১ হাজার পরীক্ষার্থী এসেছিল পরীক্ষা দিতে বিহার উত্তর প্রদেশ থেকে সব থেকে বেশি পরীক্ষার্থী এসেছিল পরীক্ষা দিতে,  তবে উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারকে কটাক্ষ করে তিনি বলেছেন তারা চাকরি দিতে ব্যর্থ যার জন্য সেখানকার চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গে চাকরির খোঁজে আসছে পরীক্ষা দিতে কাজের সংখ্যা কম রয়েছে এবং তেমন পরিমাণে নিয়োগ প্রকাশিত হয় না ফলে সেই রাজ্যগুলি বেকারত্ব সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর জন্যই তারা বাংলা এসেছে পরীক্ষা দিতে। 

রবিবার এসএসসির দুটি পরীক্ষা হলো শেষ নির্বিঘ্নেই গোটা প্রক্রিয়া ভালোভাবে সামলানো গিয়েছে বলে মনে করছেন এসএসসির আধিকারিকেরা পরীক্ষার শেষে পরের বিকাশ ভবনে আলাদা করে রিপোর্ট জমা দেন এসএসসি চেয়ারম্যান। শিক্ষা দপ্তর খবর সূত্রে পরীক্ষা সংক্রান্ত সেই রিপোর্ট নবান্নে পাঠানো হবে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group