১৪৫০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে CMF Phone, এই ফোনে থাকছে 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি ফিচার সহ আরো অন্যান্য সুবিধা
Flipkart একটু অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম। এই প্লাটফর্মে পাওয়া যাচ্ছে অনেক কম দামে CMF ফোন। আপনি যদি এই পুজোয় একটি ভালো স্মার্টফোন ক্রয় করতে ইচ্ছুক থাকেন, তাহলে আপনার বাজেটের চেয়েও অনেক কম দামে একটি ভালো অ্যান্ড্রয়েড ফোন আপনি পেয়ে যাচ্ছেন ফ্লিপকার্ট প্ল্যাটফর্ম থেকে। এই মুহূর্তে অফারে পাওয়া যাচ্ছে এই ফোনটি। দেখে নেওয়া যাক এই ফোনে নতুন কি কি ফিচার রয়েছে? ক্রয় মূল্য কত রয়েছে?
সম্প্রতি ফ্লিপকার্টে বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসের উপর সেল চলছে। স্মার্ট ফোন থেকে শুরু করে ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্ট টিভি, ইয়ারবাড, স্মার্টওয়াচ, হেডফোন, হোম অ্যাপ্লায়েন্সে দেদার ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি ১৫০০০ টাকা নিচে একটি ভাল স্মার্টফোন ক্রয় করতে ইচ্ছুক থাকেন তাহলে এই ফোনটি আপনার জন্য একদম পারফেক্ট হতে চলেছে।
এই বছর লঞ্চ হওয়া CMF Phone 2 Pro যদি আপনি কিনেন তাহলে বিভিন্ন উন্নত ফিচার সম্পন্ন নূন্যতম কম দামে একটি ভাল এন্ড্রয়েড ফোন আপনি পেয়ে যাবেন।
CMF Phone 2 Pro দাম কত এবং অফার কী রয়েছে দেখে নেওয়া যাক :-
সিএমএফ ফোন ২ প্রো ফোনে রয়েছে 8GB+128GB স্টোরেজ মডেল। ফ্লিপকার্ট সাইটে এই ফোনটি পাওয়া যাচ্ছে 15,999 টাকায়। এপ্রিলে ২০২৫ এ এই ফোনটি যখন লঞ্চ করেছিল তখন দাম ছিল 18,999 টাকা। ব্যাঙ্ক অফার ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় 1,500 পর্যন্ত পাওয়া যেতে পারে। এর ফলে ফোনের দাম কমে 14,499 টাকা হয়ে গেছে। আপনি যদি এক্সচেঞ্জ অফার করেন, তাহলে ফোনটি আরো কম দামে পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে আপনি পেয়ে যাবেন 12,050 টাকায়। তবে এক্সচেঞ্জ অপরের ক্ষেত্রে আপনার পুরনো ফোনটির মডেল এবং বর্তমান অবস্থা উপর নির্ভর করে দাম কমানো হবে।
কি কি ফিচার রয়েছে :-
ডিসপ্লে :- CMF Phone 2 Pro ফোনের ফিচারের কথা বললে, সিএমএফ ফোন ২ প্রো তে রয়েছে 6.77 ইঞ্চি বড় স্ক্রিন যা ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে, রিফ্রেশ রেট 120Hz, রেজোলিউশন 1080×2392 পিক্সেল, এবং 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর :- প্রসেসর এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো চিপসেট কাজ করে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এর উপর ভিত্তি করে Nothing OS 3.2 তে চলে। কানেক্টিভিটি বিকল্পগুলির মধ্যে রয়েছে ৫জি, ডুয়াল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, এনএফসি, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট।
ক্যামেরা :- ফোন ২ প্রো-তে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে।
ব্যাটারি :- ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 33W ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পন্ন এবং 5W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।
অর্থাৎ ১৫ হাজার টাকার কম দামে আপনি পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো চিপসেট যুক্ত প্রসেসর, বড় ডিসপ্লে এবং উন্নত চার্জিং ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। এতগুলো ভালো ভালো ফিচার থাকা সত্ত্বেও আপনি আপনার বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন CMF Phone 2 Pro ফোন। তাহলে আর দেরি কেন? ফ্লিপকার্ট যখন এত বড় সুযোগ দিচ্ছে তাহলে এই সুযোগ হাতছাড়া না করে ঝটপট আপনার পছন্দের তালিকায় যুক্ত করে নিন এই ফোনটি আর ক্রয় করে ফেলুন খুব শীঘ্রই।




