Trending

৯৬ টি বিএড কলেজের ভর্তির অনুমোদন বাতিল। সরাসরি লিস্ট দেখে নিন।

কিছুদিন ধরে বহু ছাত্র-ছাত্রী অপেক্ষা করে ছিল বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি কবে তাদের বিএড কলেজের লিস্ট প্রকাশ করবে সেটা দেখবার জন্যে। গত ২০শে ফেব্রুয়ারী সেই লিস্ট প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় এবং গোটা রাজ্যের ৯৬ টি বিএড কলেজের ভর্তির প্রক্রিয়া বাতিল করা হয়েছে। এই কলেজগুলো ২০২৩-২০২৫ সেশনে নতুন করে ছাত্র-ছাত্রী ভর্তি নিতে পারবে না।

কি জন্যে ভর্তি প্রক্রিয়া বাতিল এই ৯৬ টি কলেজে?

আগে এই লিস্টটিতে ২৫৩ টি কলেজের নাম ছিল। পরবর্তীকালে আদালতের হস্তক্ষেপে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি ৯৬ টি কলেজের একটি ফাইনাল লিস্ট প্রকাশ করে। এই কলেজগুলো পড়াশোনার পরিকাঠামো নেই বলে জানিয়েছে ইউনিভার্সিটি।

চলুন তবে একনজরে দেখে নেওয়া যাক এই ৯৬ টি কলেজের লিস্ট। আপনারা যারা নতুন করে B.Ed এ ভর্তি হতে চাচ্ছেন তারা নীচের লিস্টে থাকা কলেজ গুলোকে এড়িয়ে যাবেন।

৯৬ টি কলেজের লিস্ট:-

B.Ed College List 1
B.Ed College List 2

যে ১৪ টি কলেজ ভর্তি নিতে পারবে:-

৯৬ টি কলেজের নাম বাদেও বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি আরো একটি লিস্ট প্রকাশ করেছে যেখানে ১৪ টি কলেজের নাম উল্লেখ করেছে। সেই লিস্টে যে যে কলেজের নাম রয়েছে তারা নতুন করে অ্যাডমিশন করাতে পারবে। সেই লিস্টটিও নীচে দেওয়া হলো।

আরও পড়ুন:- অসংখ্য মানুষের আধার কার্ড বাতিল হতেই নড়েচড়ে বসলো নবান্ন। দেওয়া হবে বিকল্প কার্ড।

১৪ টি কলেজের লিস্ট:-

B.Ed College List 3

এই আপডেটে পুরোনো ছাত্র-ছাত্রীদের ওপর প্রভাব পড়বে কি?

আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ওপরে থাকা ৯৬ টি কলেজের যে লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে যদি আপনারা পড়াশোনা করে থাকেন তবে ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যা হবে কিনা? এর উত্তরে বলা যায়, যারা আগে পড়াশোনা করেছেন বা যারা এখনো পড়াশোনা করছেন অর্থাৎ যারা আগের সেশনে ভর্তি হয়েছেন তাদের কোনো সমস্যা হবে না। এই নতুন সেশনে সেই কলেজগুলোর ভর্তি বাতিল করা হয়েছে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group