রাজ্য সরকারের তরফে চালু করা হলো নতুন প্রকল্প, এবার থেকে মিলবে ১২,৫০০ টাকার অনুদান।

ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে চালু করা হলো কর্মশ্রী প্রকল্প এবং কর্মশ্রী পোর্টাল। আজ্ঞে হ্যাঁ, সমগ্র রাজ্যের উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করা হলো, আর এই প্রকল্পের আওতায় আগামী দিনে ১২,৫০০ টাকার অনুদান পাবেন রাজ্যের দরিদ্র জনসাধারণ।

কর্মশ্রী প্রকল্প: কর্মশ্রী প্রকল্প হল রাজ্য সরকারের তরফে কার্যকরী এক বিশেষ প্রকল্প যার মাধ্যমে সমগ্র রাজ্যের দরিদ্র, অসহায় জনসাধারণকে ৫০ দিনের জন্য কাজ দেওয়া হবে এবং এই কাজের বিনিময়ে বেতন প্রদান করা হবে। ১০০ দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের টাকা রিলিজ করা হয়নি, যার কারণে রাজ্যে সরকারকে বারংবার রাজ্যের দরিদ্র জনগণের রোষের মুখে পড়তে হয়েছে। আর তাতেই এবারে ১০০ দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কর্মশ্রী প্রকল্প লঞ্চ করার পাশাপাশি এই প্রকল্প সম্পর্কিত একটি বিশেষ পোর্টাল লঞ্চ করা হয়েছে।

কারা কর্মশ্রী প্রকল্পের আওতায় আবেদনের সুযোগ পাবেন: রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গের যে সমস্ত জনসাধারণের জব কার্ড রয়েছে তারাই কেবলমাত্র এই কর্মশ্রী প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এর পাশাপাশি আরও উল্লেখ করা হয়েছে যে, চলতি অর্থবর্ষে ৭৫ লক্ষ জব কার্ড হোল্ডারকে কর্মশ্রী প্রকল্পের আওতায় অনুদান দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। অর্থাৎ খুব শীঘ্রই কর্মশ্রী প্রকল্পের আওতায় ৫০ দিনের কাজ পেতে চলেছেন সমগ্র পশ্চিমবঙ্গের ৭৫ লক্ষ মানুষ।

আরও পড়ুন: ওয়েটিং লিস্ট ট্রেনের টিকিট কনফার্ম হবে কিনা বুঝবেন কিভাবে, জেনে নিন এখনই।

আবেদন: কর্মশ্রী প্রকল্প সম্পর্কিত তথ্য প্রকাশিত হওয়ার পর থেকেই এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে। আর এই প্রশ্নের উত্তর বলতে হয় যে, কর্মশ্রী প্রকল্পের আওতায় আলাদাভাবে আবেদনের কোনো প্রয়োজন নেই, জব কার্ড থাকলেই আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন।

বেতন: কর্মশ্রী প্রকল্প থেকে রাজ্যের সাধারণ জনগণ কত টাকার বেতন পাবে তা এখন‌ও পর্যন্ত জানা যায় নি, তবে বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, কর্মশ্রী প্রকল্প থেকে সাধারণ নাগরিকরা প্রতি অর্থবর্ষে ১২,৫০০ টাকার বেতন পাবেন। এক্ষেত্রে জব কার্ডধারী সাধারণ নাগরিকরা কর্মশ্রী প্রকল্পের আওতায় প্রত্যেক দিন ২৫০ টাকা থেকে ২৭৫ টাকা বেতন পাবেন।

Leave a Comment