উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ৩৭১২ টি শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ।

উচ্চমাধ্যমিক পাশে সমগ্র ভারতে চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কার্যকর করল কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন। এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতে বসবাসকারী যেকোনো পুরুষ কিংবা মহিলা উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হলেই এই সমস্ত শূন্য পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। আর আজকের এই প্রতিবেদনে আমরা আবেদনের ক্ষেত্রে আবশ্যক যোগ্যতা, বয়স সীমা, বেতন, আবেদনের পদ্ধতি সহ আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র এবং পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে চলেছি।

পদের নাম: লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর।
শূন্যপদের সংখ্যা: কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ৩৭১২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

আবশ্যক যোগ্যতা: উপরোক্ত শূন্য পদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারত সরকারের তরফে স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য যেকোন পরীক্ষায় পাশ করতে হবে। এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে, আবেদনকারী চাকরিপ্রার্থীর টাইপিং স্পিড যথেষ্ট ভালো হওয়া আবশ্যক। এক্ষেত্রে কেবলমাত্র ১৮ বছর থেকে শুরু করে ২৭ বছর বয়সী চাকরিপ্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। যদিও তপশিলি জাতি এবং উপজাতিভ ভুক্ত চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৫ বছরের ছাড় পাবেন এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় পাবেন। অন্যদিকে শারীরিকভাবে প্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা বয়সের ক্ষেত্রে ১০ বছরের ছাড় পাবেন।

আরও পড়ুন: ৫ ই মে থেকে বৃষ্টি নামবে এই কয়টি জেলায়। তীব্র গরম থেকে রেহাই পাবে বঙ্গবাসী।

বেতন: লোয়ার ডিভিশন ক্লার্ক পদে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে ১৯,৯০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে ২৫,৫০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

আবেদনের ক্ষেত্রে আবশ্যক ফি: তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত চাকরিপ্রার্থী, মহিলা এবং শারীরিকভাবে প্রতিবন্ধী চাকরিপ্রার্থী বাদে অন্যান্য চাকরিপ্রার্থীদের ১০০ টাকা ফি জমা করতে হবে।

আবেদনের প্রক্রিয়া: উপরোক্ত শূন্য পদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আপনাকে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in/ – এ যেতে হবে। এরপর নিজের ইমেইল এড্রেস, আধার নম্বর, মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলির মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করে আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে এবং আবশ্যক নথিগুলি আপলোড করতে হবে। সবশেষে আবেদনের ক্ষেত্রে আবশ্যক ফি জমা করে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

নিয়োগ পদ্ধতি: স্টাফ সিলেকশন কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, Tier-I এবং Tier-II নামক দুটি পরীক্ষার মাধ্যমে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা: উপরোক্ত শূন্য পদগুলির জন্য আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। আগামী ৭ ই মে ২০২৪ তারিখ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া কার্যকর থাকবে।

অফিসিয়াল ওয়েবসাইটLink
অফিসিয়াল নোটিফিকেশনLink