Blog

Digha Train:নয়া উদ্যোগ রেলের দীঘা যাওয়ার ট্রেন নিয়ে নয়া ঘোষণা !

নিজস্ব প্রতিবেদন : শীত গ্রীষ্ম বর্ষা, সারা বছরই পশ্চিমবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র দীঘায় (Digha) দূরদূরান্ত থেকে পর্যটকদের আগমন হয়। দীঘা যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ পর্যটকরা হাওড়া রেল স্টেশন (Howrah Railway Station) থেকে দীঘা যাওয়ার ট্রেন ধরে থাকেন এবং দীঘা ঘুরে ফের হাওড়ায় ফিরে আসেন। তবে এবার দীঘা যাওয়া ও আসার ট্রেনের (Digha Train) ক্ষেত্রে নয়া ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway)।

ভারতীয় রেল যেমন প্রতিদিন দেশের কোটি কোটি মানুষকে পরিষেবা দিয়ে থাকে ঠিক সেই রকমই মাঝে মাঝেই রক্ষণাবেক্ষণের জন্য কাজ চালানো হয়। গত কয়েক মাস ধরেই দেখতে পাওয়া যাচ্ছে, দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন জায়গায় কাজ চলার পাশাপাশি পূর্ব রেলেরও বিভিন্ন ডিভিশনে কাজ চলছে। ঠিক সেই রকমই এবার হাওড়া ইয়ার্ডে কাজ চলার কারণে দীঘা সহ বেশ কিছু এক্সপ্রেস ট্রেনকে হাওড়ায় ঢোকানো হবে না।

রেলের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট কয়েক দিনের জন্য দীঘা থেকে হাওড়াগামী তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং কান্ডারী এক্সপ্রেস হাওড়া স্টেশনের পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত চালানো হবে। এক্ষেত্রে যারা ওই দিনগুলিতে দীঘা থেকে ফেরার প্ল্যান করেছেন তাদের অবশ্যই সূচি জানতে হবে। কেননা যাত্রীদের গন্তব্য শেষ করতে হবে সাঁতরাগাছিতেই। এরপর সেখান থেকে অন্য কোন যানবাহন বা অন্য কোন ট্রেনে নিজেদের বাড়ি ফিরতে হবে। এছাড়াও দীঘা যাওয়ার একটি ট্রেন হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে ছাড়বে। যে কারণে হাওড়ায় ট্রেন ধরতে এলে ট্রেন পাওয়া যাবে না।

১২৮৫৮ দিঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনটি আগামী ১১ জুলাই পর্যন্ত হাওড়া স্টেশনের পরিবর্তে সাঁতরাগাছি স্টেশনেই যাত্রা শেষ করবে। অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত ওই ট্রেনটি হাওড়া স্টেশন ঢুকবে না। যদিও ট্রেনটি হাওড়া স্টেশন থেকেই দিঘার উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে।

দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়াও ১২০২২ বারবিল হাওড়া জনশতাব্দি এক্সপ্রেস ১১ জুলাই পর্যন্ত হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশনে এসে যাত্রা শেষ করবে।

দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসের মতই দীঘা হাওড়া ২২৮৯৮ কান্ডারী এক্সপ্রেস হাওড়া স্টেশনের পরিবর্তে আগামী ১১ জুলাই পর্যন্ত সাঁতরাগাছি স্টেশনে এসে যাত্রা শেষ করবে।এর পাশাপাশি ২২৮৯৭ হাওড়া দীঘা কান্ডারী এক্সপ্রেস দুপুর ২:৪৪ মিনিটে হাওড়া স্টেশনের পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেবে।

নয়া উদ্যোগ রেলের

রেল সূত্রে জানা গিয়েছে, পূর্ব রেল কলকাতা থেকে দিঘা এবং দিঘা থেকে কলকাতা ফেরার জন্য এক বিশেষ ট্রেন 03161 কলকাতা – দিঘা স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে। আর যা শুরু হতে চলেছে আগামীকাল অর্থাৎ রথের দিন থেকে। ট্রেনটি ৩০০০ বার্থ এবং ১০ হাজার আসন বিশিষ্ট হওয়ার পাশাপাশি সেকেন্ড সিটিং, স্লিপার ক্লাস, এসি, জেনারেল-এই তিন ধরনের কোচই থাকবে ওই ট্রেনে।

কলকাতা স্টেশন থেকে প্রতি শনিবার ও রবিবার দুপুর ২টোয় কলকাতা স্টেশন থেকে দিঘার ট্রেনটি ছাড়বে। যা দিঘায় গিয়ে পৌঁছবে সন্ধে ৬টা ৫০ মিনিটে। এবং ওই ট্রেনটি ফিরতি পথে দিঘা থেকে কলকাতা স্টেশন পর্যন্ত সন্ধে ৭.১০ মিনিটে ছেড়ে কলকাতা স্টেশন এসে পৌঁছবে রাত ১১.৫৫ মিনিটে। জানা গিয়েছে, কলকাতা থেকে দিঘা যাওয়ার সময় এবং দিঘা থেকে কলকাতা ফেরার সময় ট্রেনটি মাঝখানে আন্দুল, উলুবেড়িয়া, বাগনান, মেছেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে থামবে।

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘কলকাতা থেকে সরাসরি দিঘা যাওয়ার জন্য পূর্ব রেল বিশেষ ব্যবস্থা নিচ্ছে। রবিবার থেকে এই বিশেষ পরিষেবা শুরু হচ্ছে। আপাতত ২৮ জুলাই পর্যন্ত এই ট্রেনের পরিষেবা পাওয়া যাবে।’

আরোও পড়ুন

মাধ্যমিক পাশে ফ্লিপকার্টে প্যাকিংয়ের কাজ, ১২,০০০/- মাইনে! কোনো টাকা পয়সা লাগবে না!

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group