Government Scheme

শমশ্রী প্রকল্পে টাকা কবে আসবসঃ সমশ্রী প্রকল্পে আবেদন করা থাকলে এখনই দেখে নিন

শমশ্রী প্রকল্পে: যারা সমস্তি প্রকল্পের আওতায় আবেদন করেছেন কিংবা পরিযায়ী শ্রমিক হিসাবে পুনর্ভাসন ভাতা বা ট্রাভেল অ্যাসিস্ট্যানটের টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, আপনাদের মধ্যে অনেকেরই মাথায় প্রশ্ন আসে আবেদন করেছি কিন্তু টাকা এখনো এসে পৌঁছায়নি আমাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে কেন! কবে টাকা আসবে, স্ট্যাটাস অ্যাপ্রুব হলেও ব্যাংকে টাকা এসে পৌঁছায়নি তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই প্রতিবেদনে আপনারা পেয়ে যাবেন। 

২০২৫ সালে সমশ্রী প্রকল্পের টাকা দেওয়া হবে দুটি ধাপে ১) ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট যেখানে এককালীন ৫০০০ টাকা দেওয়া হবে ও ২) পুনবাসন ভাতা যেখানে প্রতি বছর পাঁচ হাজার টাকা করে এক বছর দেয়া হবে। 

প্রথমেই বলি ট্রাভেল অ্যাসিস্ট্যান্টর কথা যেখানে বেশ কিছু ট্রাভেল অ্যাসিস্ট্যান্টর আবেদন আপ্রুভ হয়েছে আর কিছু পেন্ডিং অবস্থায় রয়েছে, এ তো পুজোর মাশরুম চলছে তাই টাকা পাঠাতে দেরি হচ্ছে। সম্ভবত অক্টোবর মাস থেকে এপ্রুভ হয়ে যাওয়া একাউন্টগুলিতে টাকা পাঠানো হবে ধীরে ধীরে। 

পুনবাসন ভাতা এখানে যারা আবেদন করবেন তাদেরকে আগে কোথায় কাজ করতেন কি কাজ করতেন তার প্রমাণ চাইতে পারে তাই এই ধাপটি একটু সময় সাপেক্ষ নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে পুনবাসন ভাতা পেতে পারেন। 

শমশ্রী প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন ? 

 প্রকল্পে টাকা চেক করতে গেলে অ্যাপের মাধ্যমে আপনাকে কিছু ধাপ দেওয়া হয় প্রথম ধাপ হল Pending At LWFC আর এর মানে আপনার ডকুমেন্টগুলি ব্লক অফিসে পৌঁছেছে অর্থাৎ বিডিও অফিসে পৌঁছেছে এবং বিডিও অফিসের আধিকারিকরা আপনার ডকুমেন্ট চেক করছে। এই ধাপে আপনার ডকুমেন্টস অনুযায়ী আপনার আবেদন পত্র সঠিক হয়েছে কিনা এবং আপনার ডকুমেন্টস এ কোন ভুল আছে কিনা সেগুলো ভালোভাবে চেক করে, ক্ষেত্রে আপনাদের আবেদন পত্রটি যদি সঠিকভাবে পূরণ করা থাকে ব্লক অফিস থেকে দ্বিতীয় ধাপে যাবে সেটি হল Pending At RLO অর্থাৎ আবেদন পত্রটি ব্লক অফিস থেকে মহকুমা বা রিজনাল অফিসে চলে গেছে। আপনার আবেদন পত্রটি একবার যাচাই হয় তারপর এপ্রুভ হয়ে যায়। যদি আপনার আবেদন পত্রটি এই ধরনের দেখাচ্ছে তবে চিন্তার কোন কারণ নেই ধীরে ধীরে সেটা এপ্রুভ হয়ে যাবে। 

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group