সরকারি কর্মীদের পৌষমাস। এই দিন থেকে অ্যাকাউন্টে আসবে অতিরিক্ত ডিএর টাকা।

নতুন আর্থিক বছর শুরু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের জন্য দফায় দফায় সুখবর সাজিয়ে রেখেছিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। বিগত ২১ শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে রাজ্যের সরকারি কর্মীদের DA ৪ শতাংশ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর মুখ্যমন্ত্রীর তরফে এই প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই আগামী দিনে কবে DA -এর টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তা জানতে রীতিমতো উৎসুক হয়ে উঠেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীরা। আর আজকের এই প্রতিবেদনটি পড়লে কবে থেকে ডিএ -এর টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, কত টাকা পাওয়া যাবে এবং কেন্দ্রীয় হারে ডিএ কবে থেকে দেওয়া হবে তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য জানতে পারবেন।

কবে থেকে মিলবে বর্ধিত DA: নবান্ন সূত্রের খবর অনুসারে জানা গিয়েছে যে, এই চলতি মাস অর্থাৎ মে মাস থেকে বর্ধিত ডিএ সহ বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। আজ্ঞে হ্যাঁ, আর ইতিমধ্যেই এই বর্ধিত ডিএ সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করার প্রক্রিয়াও কার্যকর হয়ে গিয়েছে।

আরও পড়ুন: প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে লাখ টাকা। ভোটের মধ্যে ঘোষণা প্রধানমন্ত্রীর।

অতিরিক্ত কত টাকা পাবেন সরকারি কর্মীরা: রাজ্য সরকারের অধীনস্থ কর্মীরা গড়ে প্রায় ৮০০ টাকা করে অতিরিক্ত বেতন পাবেন।

কেন্দ্রীয় হারে ডিএ কবে থেকে দেওয়া হবে: কেন্দ্রীয় হারে ডিএ প্রদান নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মীদের সংঘাত বহু পুরনো। আর রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান নিয়ে বারংবার সরব হয়েছেন রাজ্য সরকারের অধীনস্থ কর্মীদের সংগ্রামী মঞ্চ সহ রাজ্য সরকারি কর্মী পরিষদের সদস্যরা। তবে বকেয়া ডিএ কিংবা মহার্ঘ্য ভাতা নিয়ে বর্তমানে দেশের সর্বোচ্চ আদালতে মামলা চলছে। আগামী জুলাই মাসে সেই মামলার রায় দান করা হবে।

DA Hike (DA বৃদ্ধি)

যতদিন না পর্যন্ত সুপ্রিম কোর্টের তরফে বকেয়া ডিএ কিংবা কেন্দ্রীয় হারে ডিএ প্রদান সম্পর্কে কোনরূপ রায় দান না করা হচ্ছে ততদিন পর্যন্ত এ বিষয়ে কোন তথ্য প্রকাশ করা সম্ভব নয়। সুতরাং মে মাসে বর্ধিত হারে ডিএ পেলেও কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মীরা। যার জেরে ডিএ সংক্রান্ত এই মামলার দিকে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারী সহ সমগ্র রাজ্যে সাধারণ জনগণ।