পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যায় কিভাবে যাবেন? হোটেল ভাড়াই বা কত? জেনে নিন।

আগামী ২২ তারিখ অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, যা নিয়ে গোটা ভারতের সমস্ত মানুষের উৎসাহ তুঙ্গে। রাম মন্দির নিয়ে বিভিন্ন রকম চমৎকার তথ্য আপনারা ইতিমধ্যেই সোশ্যার মিডিয়ার দৌলতে পেয়ে গিয়েছেন। আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যদি ভাবছের রামমন্দির দর্শনে যাবেন তবে কিভাবে যাবেন? কোন মাধ্যমে গেলে আপনি দ্রুত এবং কম খরচে অযোধ্যায় পৌঁছতে পারবেন। সবশেষে হোটেল ভাড়া নিয়ে আমরা আলোচনা করতে চলেছি।

ট্রেনে করে কিভাবে অযোধ্যায় যাবেন?

অযোধ্যা যাবার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ট্রেন। আপনি পশ্চিমবঙ্গে যেখানেই থাকেন না কেন আপনি সরাসরি পৌঁছে যান হাওড়া স্টেশন, সেখান থেকে Doon Express ধরে আপনি পৌঁছে যেতে পারবেন অযোধ্যা স্টেশন অথবা ফৈজাবাদ স্টেশনে। ট্রেনে গেলে আপনার সময় লাগবে প্রায় ১৮ থেকে ২০ ঘন্টা। বর্তমানে ট্রেনটি কোনো কারনবসত অন্য রুট দিয়ে চলছে। ট্রেনে গেলে আপনার খরচ হবে ১৭০০ টাকা থেকে ১৮০০ টাকার মতো। এছাড়াও রেল দপ্তর আরো কিছু ট্রেন এই রুটে চালানের কথা জানিয়েছেন।

How to go to Ayodhya by train

প্লেনে করে কিভাবে অযোধ্যায় যাবেন?

আপনি যদি খুব তাড়াতাড়ি অযোধ্যায় পৌঁছতে চান তবে প্লেন আপনার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হতে চলেছে। প্লেনের ভাড়া বেশি হলেও মাত্র ২ ঘন্টায় আপনি পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যায় পৌঁছে যেতে পারবেন। প্লেনে যাবার জন্য আপনাকে কলকাতা বিমান বন্দর থেকে গোরক্ষপুর অথবা অযোধ্যার নিকটবর্তী কোনো বিমানবন্দরের টিকিট কাটতে হবে। অযোধ্যা যাবার টিকিটের মূল্য যথাক্রমে ৭ হাজার থেকে ১২ হাজার টাকা। আপনি ইন্ডিগো অথবা এয়ার ইন্ডিয়ার টিকিট কাটতে পারেন কারন এই দুই বিমান সংস্থা অযোধ্যার যাত্রীদের জন্য কিছু বেটার ব্যবস্থার আয়োজন করেছেন।

How to go to Ayodhya by plane

আরও পড়ুন:- উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন আপডেট। এগিয়ে আসতে পারে ফল প্রকাশের তারিখ।

নিজস্ব গাড়ি কিংবা বাইক করে কিভাবে অযোধ্যায় যাবেন?

আপনি যদি নিজস্ব গাড়ি কিংবা বাইক নিয়ে অযোধ্যায় রাম মন্দির দর্শনে যেতে চান তবে মনে রাখুন পশ্চিমবঙ্গ থেকে অযোধ্যার দূরত্ব প্রায় ৯৮০ কিলোমিটার এবং আপনি আপনার নিজস্ব গাড়িতে এই দূরত্ব পাড়ি দিতে চাইলে আপনার এক থেকে দুদিন সময় লেগে যাবে সেই হিসেবে গাড়ির তেল এবং থাকা খাওয়া নিয়ে আপনার ৪ হাজার থেকে ৫ হাজার টাকা খরচ লেগে যাবে।

How to go to Ayodhya by own car

সবচেয়ে তাড়াতাড়ি এবং কম খরচে কিভাবে পৌঁছাবেন?

সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছাতে হলে আপনাকে প্লেনে যেতে হবে কিন্তু প্লেনের টিকিটের মূল্য অনেকটাই বেশি। আপনি যদি কম টাকায় অযোধ্যায় পৌঁছাতে চান তবে আপনি ট্রেনে যেতে পারেন। কারন ট্রেন কিছুটা সময় বেশি নিলেও টিকিটের মূল্য অনেকটাই কম।

অযোধ্যায় হোটেল ভাড়া কত?

বর্তমান সময়ে রাম মন্দিরকে কেন্দ্র করে রামমন্দিরের আশেপাশের এলাকায় বেশ কিছু নতুন হোটেল তৈরি হয়েছে। এছাড়াও আগের কিছু পুরোনো হোটেলও রয়েছে। তবে আপনি নতুন বা পুরোনো যে হোটেলেই যান না কেন বর্তমানের অযোধ্যায় ৭ হাজারের নীচে কোনো হোটেল পাবেন না। আর আপনি যতো ভালো হোটেল খুঁজবেন আপনার হোটেল ভাড়ার পরিমাণও ততোই বাড়বে।

Leave a Comment