Job News

স্টেশন থামতে ভুলে গেল বর্ধমান লোকাল! ফিরে এল যাত্রী নামাতে, চুঁচুড়ায় বিপত্তি

বাংলাহাব ডেস্ক:- Howrah-Bardhaman local: অদ্ভুত ঘটনা ঘটল হাওড়া-বর্ধমান মেন লাইনে। নির্দিষ্ট স্টপেজে থামতে ভুলে গেল ট্রেন।

অদ্ভুত ঘটনা ঘটল হাওড়া-বর্ধমান মেন লাইনে। নির্দিষ্ট স্টপেজে থামতে ভুলে গেল ট্রেন। যাত্রীরা সবাই অপেক্ষা করছিলেন ট্রেন থেকে নামবেন বলে, কিন্তু যাত্রীদের না নামিয়ে সোজা চলে যায় হুগলি স্টেশনে। প্রতীকী ছবি।

পরে হুগলি স্টেশন থেকে আবার পিছনের দিতে চলতে শুরু করে ওই ট্রেন। ঘটনাটি ঘটেছে ৩৭৮৪৯ আপ হাওড়া-বর্ধমান গ্যালপিং লোকালে। প্রতীকী ছবি।

WhatsApp Image 2024 07 03 at 1.20.37 AM

ট্রেনটির শেওড়াফুলি, চন্দননগরের পর চুঁচুড়া স্টেশনে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু না জানিয়ে চলে যায় হুগলি স্টেশনে।

বিষয়টির ফলে চুঁচুরা স্টেশনে নামবেন বলে যে সব যাত্রীরা অপেক্ষা করছিলেন তাঁরা বিপদে পড়ে যান। পরে তারা দেখেন হঠাৎ করে উল্টো দিকে চলেছে ট্রেন। ফিরে এসে নামিয়ে দেয় চুঁচুড়া স্টেশনের যাত্রীদের। প্রতীকী ছবি

বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সিগনালের গন্ডগোল না কি চালকের গাফিলতি তা জানার জন্য তদন্ত করা হচ্ছে”।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group