জিওর এই তিনটি রিচার্জ প্যাকে ২০০ টাকার চেয়েও কম মূল্যে মিলবে আনলিমিটেড কল সহ একাধিক সুবিধা।

লোকসভা নির্বাচন শেষ হওয়ার পরেই সমগ্র দেশের বিভিন্ন টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলেছে। যদিও এখনো পর্যন্ত টেলিকম কোম্পানিগুলির তরফে অফিশিয়ালি কোনোরূপ তথ্য প্রকাশ করা হয়নি তবুও এই বিষয়টি নিয়ে সমগ্র দেশের নাগরিকদের মধ্যে নানাবিধ আলাপ আলোচনার সূত্রপাত ঘটেছে। আর এই আবহে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিওর সেরা তিনটি রিচার্জ প্যাক যেগুলিতে দুশো টাকার চেয়েও কম মূল্যে আপনি আনলিমিটেড কলের পাশাপাশি ডেইলি ডেটা পেতে চলেছেন।

জিওর ১৪৯ টাকা দামের রিচার্জ প্যাক : রিলায়েন্স জিওর এই রিচার্জ প্যাকটিতে আপনি পেয়ে যেতে চলেছেন আনলিমিটেড কল এবং দৈনিক ১০০ টি এসএমএসের সুবিধা। এছাড়াও এই রিচার্জ প্যাকে আপনারা প্রত্যেকদিন ১ জিবি ডেটা ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন। এখানেই শেষ নয়, এছাড়াও রয়েছে জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড -এর মত অ্যাপগুলির সম্পূর্ণ বিনামূল্যের সাবস্ক্রিপশন। আর এই সমস্ত সুবিধাগুলি আপনারা পেয়ে যাবেন মাত্র ১৫৯ টাকার বিনিময়ে সম্পূর্ণ ২০ দিনের জন্য।

Jio cheapest plans

জিওর ১৭৯ টাকা দামের রিচার্জ প্যাক : রিলায়েন্স জিওর এই রিচার্জ প্যাকে আপনারা পেয়ে যেতে চলেছেন আনলিমিটেড কল, দৈনিক ১ জিবি করে ডেটা এবং দৈনিক ১০০ টি এসএমএসের সুবিধা। এখানেই শেষ নয় এছাড়াও রয়েছে জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিনেমার মতো অ্যাপগুলির সম্পূর্ণ বিনামূল্যের সাবসক্রিপশন। এই সমস্ত সুবিধাগুলি আপনারা পেয়ে যেতে চলেছেন মাত্র ১৭৯ টাকার বিনিময়ে। আর এই রিচার্জ প্যাকটি সম্পূর্ণ ২৪ দিনের জন্য ভ্যালিড থাকবে।

জিওর ১৯৯ টাকার রিচার্জ প্যাক : রিলায়েন্স জিওর এই প্যাকটিতে আপনারা সম্পূর্ণ ২৩ দিনের জন্য পেয়ে যেতে চলেছেন আনলিমিটেড কল, দৈনিক ১০০ টি এসএমএস এবং দৈনিক ১.৫ জিবি করে ডেটার ব্যবহারের সুযোগ। এছাড়াও ১৯৯ টাকার বিনিময়ে আপনার পেয়ে যেতে চলেছেন জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর মত অ্যাপগুলির সম্পূর্ণ বিনামূল্যে সাবসক্রিপশন।

আরও পড়ুন : ICDS সুপারভাইজার পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন, জেনে নিন।

বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে সমগ্র দেশব্যাপী বিভিন্ন টেলিকম কোম্পানিগুলির রিচার্জ প্ল্যানের মূল্যবৃদ্ধি নিয়ে বিভিন্ন রকম জল্পনা-কল্পনা চলছে, সেখানে আপনিও যদি স্বল্পমূল্যে অধিকতর সুবিধা পেতে চান তবে জিওর এই রিচার্জ প্ল্যানগুলি আপনার জন্য একেবারে পারফেক্ট।