পিএম কিষাণ যোজনার ১৭ তম কিস্তির টাকা কবে পাবেন, জেনে নিন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে সমগ্র ভারতের দরিদ্র কৃষকদের সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ কার্যকর করা হয়েছিল। আর নতুন আর্থিক বছর শুরু হওয়ার সাথে সাথেই ভারতব্যাপী প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধির আওতাধীন কৃষকদের মধ্যে ১৭ তম কিস্তির টাকা কবে পাওয়া যাবে তা নিয়ে নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে। যার জেরে আজকের এই প্রতিবেদনে আমরা প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধির ১৭ তম ইনস্টলমেন্টের টাকা কবে পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করতে চলেছি।

পিএম কিষাণ: সমগ্র ভারতের দরিদ্র অসহায় কৃষকের আর্থিকভাবে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কার্যকর করা হয়েছিল। এই যোজনার আওতায় কৃষকদের তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা দেওয়া হয়ে থাকে। এই টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করে দেওয়া হয়।

PM-Kisan Yojana update

কবে মিলবে পিএম কিষাণ -এর পরবর্তী কিস্তির টাকা: কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, বিগত ২৮ শে ফেব্রুয়ারি তারিখে পিএম কিষাণ যোজনার ১৬ তম ইনস্টলমেন্টের টাকা ট্রান্সফার করা হয়েছিল। আর তারপর থেকেই ১৭ তম ইনস্টলমেন্টের আশায় দিন গুনছেন ভারতীয় কৃষকরা। তবে এক্ষেত্রে বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত খবরে জানা গিয়েছে যে, লোকসভা নির্বাচনের পর জুন অথবা জুলাই মাসে পিএম কিষাণ -এর আওতাধীন কৃষকদের ১৭ তম ইনস্টলমেন্টের টাকা প্রদান করা হবে। যদিও এবিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনোরূপ তথ্য জারি করা হয়নি, তবে মনে করা হচ্ছে দেশব্যাপী লোকসভা নির্বাচনের কর্মসূচি শেষ হলে পিএম কিষাণ যোজনার অধীনে অনুদান দেওয়া হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট চেক করবেন কিভাবে, জেনে নিন।

কারা পাবেন না টাকা: যেসমস্ত কৃষকরা এখনো পর্যন্ত তাদের ই-কেওয়াইসি সম্পন্ন করেনি তারা আগামী দিনে ১৭ তম ইনস্টলমেন্টের টাকা পাবেন না। সুতরাং, আপনিও যদি এখনো পর্যন্ত ই-কেওয়াইসির প্রক্রিয়া সম্পন্ন না করে থাকেন তবে যত দ্রুত সম্ভব তা সম্পূর্ণ করুন, নতুবা আপনিও পিএম কিষাণ যোজনার ১৭ তম ইনস্টলমেন্টের টাকা পাবেন না। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, পিএম কিষাণ যোজনার আওতাধীন কৃষকদের কোনোরূপ তথ্য যদি ভুল থাকে তবে এই যোজনার অধীনে অনুদান পাওয়া যাবে না।

PM-Kisan Official WebsiteLink