Tech News

টাকা দিয়ে ইন্টারনেট কেনার দিন শেষ। এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে নতুন প্রকল্প আনলো কেন্দ্র সরকার।

কেন্দ্রীয় সরকারের দৌলতে সমগ্র দেশে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা মিলবে। আজ্ঞে হ্যাঁ, দেশের মানুষকে একেবারে বিনা পয়সায় ইন্টারনেট প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এক নতুন প্রকল্প চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী এই বিশেষ প্রকল্পটি প্রধানমন্ত্রী ওয়াই-ফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ স্কিম বা PM-WANI Yojana নামে সমগ্র দেশে পরিচিতি লাভ করেছে। আর আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা PM-WANI Yojana -তে কি কি সুবিধা পাওয়া যাবে, কি করে এই যোজনার সুবিধা পাওয়া সম্ভব, কারা এই যোজনা সুবিধা পাবেন, এই যোজনার আওতায় আবেদনের জন্য প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য জানতে পারবেন।

PM-WANI Yojana তে কি কি সুবিধা মিলবে: PM-WANI Yojana মারফত সমগ্র দেশের ২২ টি রাজ্যে ২৩৮৪ ওয়াইফাই হটস্পট সহ ১০০ টি রেল স্টেশনে পাবলিক ওয়াইফাই পরিষেবা প্রদান করা হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তরফে আরো জানানো হয়েছে যে, সমগ্র ভারত জুড়ে এই প্রকল্পের আওতায় ১ কোটি ডেটা সেন্টার এবং পাবলিক ডেটা অফিস খোলা হবে। আর এই পাবলিক ডেটা সেন্টার খোলার ক্ষেত্রে কোনরকম আবেদনের ফি কিংবা রেজিস্ট্রেশন ফি লাগবে না।

শুধু তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে সমগ্র ভারতের প্রতিটি গ্রামের সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেটের সুবিধা পাবেন। অন্যদিকে এই যোজনার আওতায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সাবমেরিন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এই যোজনার মাধ্যমে সমগ্র দেশের সাধারণ জনগণকে বিনামূল্যের ইন্টারনেট প্রদান করা হলে তা থেকে জনগণের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়ন হবে।

আরও পড়ুন: আবার‌ও বেড়ে গেল গরমের ছুটি। স্কুল খোলার নতুন তারিখ জেনে নিন।

কিভাবে PM-WANI Yojana -এর সুবিধা পাওয়া সম্ভব: কেন্দ্র সরকারের এই যোজনা মারফত মূলত তিনটি পর্যায়ে দেশের সমস্ত জনসাধারণকে বিনামূল্যের ওয়াইফাই প্রদান করা হবে। এক্ষেত্রে সর্বপ্রথম পর্যায়ে ব্যবসায়ীরা এয়ারটেল, জিও কিংবা অন্য যেকোনো নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটে সুবিধা নিতে পারেন। যদিও এই পদ্ধতিতে ইন্টারনেটে সুবিধা নিতে গেলে ব্যবহারকারীর আশেপাশে যেকোনো একটি নেটওয়ার্কের ওয়াইফাই -এর সুবিধা থাকা অবশ্যক। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ে পাবলিক ডেটা অফিস স্থাপন করতে হবে যার মাধ্যমে একই সঙ্গে একাধিক মানুষ ইন্টারনেটের সুবিধা পাবেন।

এছাড়াও আরও একটি উপায় রয়েছে, আর তা হল অ্যাপ যার মাধ্যমে নাগরিকরা সম্পূর্ণ বিনামূল্যের ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন। এক্ষেত্রে আরো যে যে বিষয়গুলি উল্লেখ করতে হয় তা হল – কেন্দ্র সরকারের এই বিশেষ স্কিমের মাধ্যমে যেকোন দোকানকে ডেটা অফিসে রূপান্তর করা সম্ভব। কেন্দ্রীয় সরকারের তরফে ৭ দিনের মধ্যে ডেটা অফিস, ডেটা অ্যাগ্রিগেটর, অ্যাপ সিস্টেমের কেন্দ্র খোলার অনুমতি দেওয়া হবে। পাবলিক ডেটা অফিসের জন্য লাইসেন্স, রেজিস্ট্রেশন বা কোনও ফি -এর প্রয়োজন নেই। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, পাবলিক ডেটা অফিস খোলার জন্য সমস্ত প্রদানকারীদের টেলিযোগাযোগ বিভাগে বাধ্যতামূলকভাবে নিবন্ধিত হতে হবে৷

কারা বিনামূল্যের ওয়াইফাই -এর সুবিধা পাবেন: যেকোনো ভারতীয় নাগরিক PM-WANI Yojana -এর আওতায় বিনামূল্যের ওয়াইফাই -এর সুবিধা পাবেন। ভারতে নিবন্ধিত যেকোন সংস্থা এই প্রকল্পের সুবিধা পারবে এবং ভারতে নিবন্ধিত যেকোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানও এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন।

আবেদনের পদ্ধতি: PM-WANI Yojana -এর আওতায় আবেদনের জন্য আপনাকে PM-WANI ওয়েবসাইটে যেতে হবে এবং আপনার আধার নম্বর বা মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন -এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আপনার সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিগুলি সঠিকভাবে আপলোড করতে হবে। সবশেষে সমস্ত তথ্য পূরণ করে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

PM-WANI Yojana (প্রধানমন্ত্রী ওয়াই-ফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ স্কিম)

আবেদনের জন্য আবশ্যক নথি:
১. কেন্দ্রীয় সরকারের অনুমোদিত যেকোন পরিচয় পত্র (আধার কার্ড/ ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স)।
২. ঠিকানার প্রমাণপত্র (রেশন কার্ড/ বিদ্যুৎ বিল/ টেলিফোন বিল)।
৩. আপনি যদি কোনো ব্যবসা অথবা সংস্থার জন্য সেটআপ করতে চান তবে ওই ব্যবসা অথবা সংস্থার প্রমাণপত্র।

অফিসিয়াল ওয়েবসাইট: Link

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group