এবার মাত্র ৫ মিনিটে তৈরি হবে প্যান কার্ড। পুরো পদ্ধতি জেনে নিন।

বর্তমান সময়ে যেকোন সরকারি কিংবা বেসরকারি কাজের ক্ষেত্রে প্যান কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন কাজের ক্ষেত্রে প্যান কার্ড প্রয়োজন হলেও প্যান কার্ড না থাকার কারণে নাগরিকরা তা প্রদান করতে পারেন না, আর তাতেই তাদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। তবে আজকের এই প্রতিবেদনে আমরা এই সমস্যার এমন এক সমাধান নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনারা মাত্র ৫ মিনিটে নিজস্ব মোবাইল ফোনের মাধ্যমে প্যান কার্ড তৈরি করে নিতে পারবেন। চলুন তবে কিভাবে ৫ মিনিটে প্যান কার্ড তৈরি করবেন তার পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক –

আবেদনের পদ্ধতি: মাত্র ৫ মিনিটে নিজস্ব প্যান কার্ডটি তৈরি করে নেয়ার জন্য আপনাকে প্রথমেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট -এর লিংকে ক্লিক করতে হবে। সরাসরি আবেদনের লিঙ্ক নীচে দেওয়া রইলো। উক্ত ওয়েবসাইটের পেইজে থাকা Get New e-PAN অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার আধার নম্বরটি সঠিকভাবে লিখতে হবে এবং টার্মস এন্ড কন্ডিশনের ঘরে ক্লিক করে Continue অপশনে ক্লিক করতে হবে।

Get PAN card in 5 minutes

উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে পুনরায় একটি নতুন পেজ আসবে তাতে থাকা টার্মস এন্ড কন্ডিশনগুলি পড়ে নিয়ে নিচে থাকা চেক বক্সে ক্লিক করে Generate Aadhaar OTP অপশনে ক্লিক করুন। এরপর আপনার ফোনে আসা OTP টি সঠিকভাবে লিখে চেক বক্সে ক্লিক করে Continue অপশনে ক্লিক করুন। OTP ভেরিফিকেশনের পদ্ধতিটি সম্পন্ন হলে আপনার ই-কেওয়াইসির ওপর ভিত্তি করে আপনার ফটো, আধার নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল আইডি, ঠিকানা সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি আপনার সামনে চলে আসবে। এক্ষেত্রে সমস্ত তথ্য ঠিক থাকলে চেক বক্সে ক্লিক করে Continue অপশনে ক্লিক করুন। এরপর আপনার সামনে একটি ফ্ল্যাশ মেসেজ আসবে, মেসেজটির Validate অপশনে ক্লিক করে আপনাকে ইমেইল ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তাহলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনাকে একটি Acknowledgement number দেওয়া হবে সেই নম্বরটি কপি করে রাখুন অথবা স্ক্রিনশট নিয়ে রাখুন এটি পরবর্তীতে প্রয়োজন হবে।

প্যান কার্ড ডাউনলোডের প্রক্রিয়া: প্যান কার্ডের জন্য আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনাকে পুনরায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেইজে যেতে হবে। এক্ষেত্রে প্যান কার্ডটি ডাউনলোড করার জন্য আপনাকে Instant E-PAN অপশনের আওতাধীন Check Status/ Download PAN অপশনে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করে নিজের আধার কার্ডের নম্বরটি সঠিকভাবে লিখুন, এরপর আপনার মোবাইল নম্বরে আসা OTP টি সঠিকভাবে লিখে continue অপশনে ক্লিক করুন।

গুরুত্বপূর্ণ খবর: এবার ৮৫ দিনের গরমের ছুটি পেতে পারে ছাত্র-ছাত্রীরা। নয়া আপডেট জেনে নিন।

এরপর আপনি আপনার প্যান কার্ডের আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন। যদি প্যান কার্ডটি অ্যালোটেড হয়ে থাকে তবে PAN allotted successfully লেখা থাকবে এবং পেজটির ডান দিকে প্যান কার্ড ডাউনলোড করার জন্য Download e PAN অপশনটি দেওয়া থাকবে। এই অপশনে ক্লিক করে সঠিক পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে আপনি নিজস্ব ই-প্যান কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, এক্ষেত্রে আবেদনকারীর ব্যক্তি জন্ম তারিখ পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

প্রয়োজনীয় নথি: বাড়িতে বসেই নিজস্ব প্যান কার্ড তৈরি করার জন্য আপনার আধার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে যুক্ত ফোন নম্বরটি প্রয়োজনে হতে চলেছে।

প্যান কার্ড এবং ব্যবসা: এক্ষেত্রে যে বিষয়টি উল্লেখ না করলেই নয় তা হলো, সমগ্র ভারতব্যাপী বহু সংখ্যক মানুষ রয়েছেন যারা অনলাইনের মাধ্যমে এই সমস্ত কাজগুলি সঠিকভাবে করতে পারেন না। আর তাই এখন আপনি চাইলে উপরোক্ত প্রক্রিয়াটি অবলম্বন করে যেকোন ব্যক্তিকে প্যান কার্ড তৈরি করে দেওয়ার মাধ্যমে নিজের ব্যবসা শুরু করতে পারেন। তবে এক্ষেত্রে শুধু প্যান কার্ড নয়, এছাড়াও অনলাইনের মাধ্যমে যে সমস্ত সরকারি পরিষেবা গুলি পাওয়ার জন্য আবেদন করা সম্ভব সেই সমস্ত বিষয় সংক্রান্ত নানাবিধ কাজ করে দেওয়ার মাধ্যমে আপনি নিজস্ব সাইবার ক্যাফের ব্যবসা শুরু করতে পারেন।

অফিসিয়াল ওয়েবসাইটLink
সরাসরি আবেদনLink
Instant E-PAN User ManualLink