লাইনে দাঁড়িয়ে থেকে টাকা জমা দেবার দিন শেষ। RBI নিয়ে এলো UPI এর মাধ্যমে টাকা জমা দেবার নতুন পদ্ধতি।

নতুন অর্থনৈতিক বছর শুরু হওয়ার সাথে সাথেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সমগ্র ভারতের সাধারণ জনগণের সুবিধার খাতিরে ব্যাংকিং সংক্রান্ত কতগুলি নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি দেশের সাধারণ নাগরিকদের সুবিধার খাতিরে বেশ কতগুলি নতুন পদক্ষেপ গ্রহণ করার কথাও ঘোষণা করা হয়েছে RBI -এর তরফে। আর আজ আমরা RBI -এর এমন এক বিশেষ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে চলেছি, যা সম্পর্কে জানতে সমগ্র ভারতের অপামোর জনগণ যথেষ্ট উৎসুক হয়ে রয়েছেন।

কি বলা হয়েছে RBI -এর তরফে – ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ক্রেডিট পলিসি সভায় গৃহীত সিদ্ধান্তগুলি বিগত ৫ ই এপ্রিল, ২০২৪ তারিখে ঘোষণা করা হয়েছিল। ওইদিন উক্ত সভায় গৃহীত একগুচ্ছ সিদ্ধান্তের পাশাপাশি রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস আরো জানিয়েছিলেন যে, খুব শীঘ্রই UPI -এর মাধ্যমে নগদ টাকা জমা করার সুবিধা আনা হবে RBI -এর তরফে। অর্থাৎ আগামী দিনে UPI -এর মাধ্যমে এটিএম মারফত যেকোন গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা জমা করার সুবিধা পাবেন।

Depositing Money

টাকা জমা করার পদ্ধতি – রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসের তরফে ব্যাংকিং সংক্রান্ত এই বিশেষ ঘোষণার পরেই আগামী দিনে কিভাবে UPI -এর মাধ্যমে নিজের অ্যাকাউন্টে টাকা জমা করা সম্ভব তা জানতে রীতিমতো নানাধরনের প্রশ্ন তুলেছেন সমগ্র ভারতের সাধারণ জনগণ। আর এই প্রশ্নের উত্তরে বলতে হয় যে, UPI এর মাধ্যমে কোন গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমার ক্ষেত্রে উক্ত গ্রাহককে ইউপিআই ক্যাশ ডিপোজিট মেশিনে যেতে হবে। এই মেশিনের UPI বিভাগে ক্লিক করলে আপনার সামনে একটি QR কোড আসবে।

পরবর্তীতে আপনার ফোনে থাকা যেকোন ইউপিআই স্ক্যানারের সাহায্যে এই QR কোডটি স্ক্যান করতে হবে। QR কোড স্ক্যান করলেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্য দেখে নিতে পারবেন। এরপর আপনাকে নগদ টাকা ডিপোজিট করতে হবে। টাকা দেওয়া হলেই মেশিনটি তা যাচাই করবে এবং যাচাই করার প্রক্রিয়াটি সম্পন্ন হলেই আপনার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে যাবে।

আরও পড়ুন – ৩০০ টাকা কমলো গ্যাসের দাম, LPG সিলিন্ডারের নতুন দাম জেনে নিন।

কি সুবিধা পাওয়া যাবে – ইউপিআই -এর মাধ্যমে টাকা ডিপোজিট করার পদ্ধতি কার্যকর করা হলে আগামী দিন তা ব্যাংক এবং গ্রাহক উভয়ের জন্যই যথেষ্ট সহজ হয়ে উঠবে। অন্যদিকে, গ্রাহকরাও লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা জমা করার সমস্যা থেকে মুক্তি পাবেন। আবার যেকোনো জরুরী পরিস্থিতিতে প্রয়োজন অনুসারে টাকা জমা করার সুবিধাও পাওয়া যাবে। তবে সুবিধা যে শুধুমাত্র গ্রাহকদের রয়েছে তা নয়, UPI মারফত টাকা ডিপোজিট করার পদ্ধতি কার্যকর করার মাধ্যমে ব্যাংকগুলির মুদ্রা পরিচালনা ব্যবস্থা আরো দক্ষ হয়ে উঠবে।

থার্ড পার্টি অ্যাপ – এই দিনের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস আরো জানিয়েছেন যে, ইউপিআই -এর মাধ্যমে টাকা ডিপোজিট করার ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপগুলিকেও অনুমোদন দেওয়া হবে। শুধু তাই নয় এক্ষেত্রে প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট অর্থাৎ PPI ওয়ালেটের মাধ্যমে UPI পেমেন্ট করার সুবিধাও পাওয়া সম্ভব।