শিক্ষকের চাকরি বাতিলের পর ১ লক্ষ শূন্যপদ ঘোষণা মুখ্যমন্ত্রীর। চাকরি পাবে লোকাল ছেলে-মেয়েরা।

রাজ্যব্যাপী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এসএসসি দুর্নীতির জেরে কলকাতা হাইকোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। আর তারপর থেকে এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখানেই শেষ নয়, একই সাথে এতজন শিক্ষক বাতিলের ঘটনাকে কেন্দ্র করে নিজস্ব বক্তব্য রাখার পাশাপাশি প্রায় লক্ষাধিক শূন্যপদও ঘোষণা করেছেন তিনি। চলুন তবে এই বিপুল সংখ্যক কর্মসংস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

কোন ক্ষেত্রে মিলবে চাকরি: গত বুধবার বর্ধমানের আউশগ্রামের একটি নির্বাচনী সভা থেকে সমগ্র রাজ্যের চাকরিপ্রার্থীদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন যে, আগামী কয়েক বছরে বিদ্যুৎ উৎপাদনে বাংলা রেকর্ড গড়বে, সারা দেশে বিদ্যুৎ সরবরাহ করবে বাংলা। দেউচা পাঁচামি কয়লা প্রকল্পে ১ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: আবাস যোজনা এখন অতীত। বাড়ি বানানোর জন্য ৩০ লক্ষ টাকা দেবে নরেন্দ্র মোদী।

তিনি আরো জানিয়েছেন যে, ডানকুনি থেকে পানগড়, পানাগড় থেকে রঘুনাথপুর, পানাগড় থেকে উত্তরবঙ্গ, ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হচ্ছে। এই প্রকল্প লোকাল ছেলে-মেয়েদের নিয়োগ করা হবে। এ পাশাপাশি এদিন তিনি আরো বলেন যে, আসানসোলে গ্যাসের সন্ধানে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে, এই প্রকল্পেও প্রচুর সংখ্যক লোকাল ছেলে-মেয়েদের নিয়োগ করা হবে।

চাকরি বাতিল নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী: ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করার ব্যাপারে তিনি বলেছেন, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেন তাতে তিনি ইন্টারফেয়ার করেন না। কিন্তু এই ২৬ হাজার শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় তার খারাপ লেগেছে।