৪৫২ টি শূন্যপদে RPF সাব ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ। বেতন ৩৫ হাজার ৪০০ টাকা।

সম্প্রতি ভারতীয় রেলের তরফে আরপিএফ সাব ইন্সপেক্টর পদে চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই পোস্টে আমরা RPF সাব ইন্সপেক্টর পদের জন্য আবশ্যক যোগ্যতা, আবেদনের পদ্ধতি, আবেদনের সময়সীমা, বয়সসীমা সহ অন্যান্য তথ্য সম্পর্কে আলোচনা করতে চলেছি।

পদের নাম: আরপিএফ সাব ইন্সপেক্টর
মোট শূন্যপদ: ৪৫২টি
আবশ্যক যোগ্যতা: শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে ভারতীয় রেলের তরফে প্রকাশিত নির্দেশিকায় জানানো হয়েছে যে, আরপিএফ সাব ইন্সপেক্টর পদে আবেদনের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীকে অবশ্যই ভারত সরকারের তরফে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় অথবা কলেজ থেকে স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি আরও জানিয়ে রাখি যে, ১ লা জুলাই, ২০২৪ তারিখ অনুসারে আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স ২০ বছর থেকে ২৮ বছর হলে তবেই তিনি উপরোক্ত শূন্যপদ গুলির জন্য আবেদন জানাতে পারবেন। যদিও এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা কেন্দ্রীয় সরকারের তরফে নির্ধারিত বয়সের ছাড় পাবেন।

বেতন: আরপিএফ সাব ইন্সপেক্টর পদে কর্মরত ব্যক্তিদের প্রত্যেক মাসে ৩৫,৪০০ টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুন: ICDS সুপারভাইজার পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন, জেনে নিন।

আবেদনের প্রক্রিয়া: আরপিএফ কনস্টেবল পদের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারী চাকরিপ্রার্থীকে প্রথমেই ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in/ -এ যেতে হবে। এরপর এই ওয়েবসাইটের হোমপেজে থাকা Apply অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে Creat an account অপশনে ক্লিক করে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, আধার নম্বর, ইমেইল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করার মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত সঠিক তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিসমূহ আপলোড করতে হবে এবং সবশেষে ভারতীয় রেলের তরফের নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফি: ভারতীয় রেলে তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, SC, ST, EWS, Ex serviceman এবং মহিলা আবেদনকারীদের আবেদনের ক্ষেত্রে ২৫০ টাকা ফি প্রয়োজন। কম্পিউটার বেসড টেস্টের পর ব্যাংক চার্জ কেটে নেওয়ার পর বাকি টাকা রিফান্ড করা হবে। এছাড়া যেসমস্ত চাকরিপ্রার্থীরা রয়েছেন তাদের আবেদনের ক্ষেত্রে ৫০০ টাকা ফি দিতে হবে। এই সমস্ত চাকরিপ্রার্থীদের কম্পিউটার বেসড টেস্টের পর ৪০০ টাকা রিফান্ড করা হবে।

RPF Sub-Inspector Recruitment Notification

আবেদনের সময়সীমা: ভারতীয় রেলের তরফে কার্যকর বিজ্ঞপ্তি অনুসারে, ইতিমধ্যেই আরপিএফ সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকর করা হয়েছে এবং আগত মে মাসের ১৪ তারিখ অর্থাৎ ১৪ ই মে, ২০২৪ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া কার্যকর থাকবে।

Official NotificationLink