YES ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে সাবধান হয়ে যান। এই নিয়ম ফলো না করলে গুনতে হবে বড়ো জড়িমানা।

আগামী ১ লা মে থেকে সমগ্র ভারতের ব্যাংকিং সেক্টরে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। আর ব্যাংকিং সেক্টরের এই পরিবর্তনগুলির কারণে ভারতীয় সাধারণ নাগরিকদের জীবনে যথেষ্ট প্রভাব পড়তে চলেছে। সুতরাং আপনিও যদি ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত থাকেন তবে এই পরিবর্তনগুলি সম্পর্কে অবশ্যই জেনে নিন, নতুবা আপনাকেও ব্যাংকের নানাবিধ কাজ করার ক্ষেত্রে বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হবে।

ব্যাংকিং সেক্টরের কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে: YES ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, ইয়েস ব্যাংকের তরফে তাদের বিভিন্ন ধরনের সেভিংস একাউন্টের ন্যূনতম গড় ব্যালেন্স পরিবর্তন করা হবে। তবে শুধুমাত্র ইয়েস ব্যাংকের নিয়মে পরিবর্তন আনা হয়েছে তা নয়, এক্ষেত্রে ICICI ব্যাংক এবং HDFC ব্যাংকের নিয়মের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে।

নিয়ম পরিবর্তন: ইয়েস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, ১ লা মে তারিখ থেকে ইয়েস ব্যাঙ্ক প্রো ম্যাক্স সেভিংস একাউন্টের ন্যূনতম গড় ব্যালেন্স ৫০ হাজার টাকা করা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ চার্জ ১ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, প্রো প্লাস, ইয়েস রেসপেক্ট এসএ এবং ইয়েস এসেন্স এসএ অ্যাকাউন্ট গুলির ক্ষেত্রে সর্বনিম্ন গড় ব্যালেন্স করা হয়েছে ২৫ হাজার টাকা।

গুরুত্বপূর্ণ খবর: LPG নিয়ে নয়া নির্দেশিকা, এবার থেকে বাড়ি বাড়ি গিয়ে হবে গ্যাস পরীক্ষা।

যদিও এক্ষেত্রে সর্বোচ্চ চার্জ রাখা হয়েছে ৭৫০ টাকা। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, ইয়েস ব্যাংকের অ্যাকাউন্ট প্রো-র সর্বনিম্ন ব্যালেন্স ১০ হাজার টাকা অর্থাৎ যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট প্রো রয়েছে তাদের সর্বনিম্ন ব্যালেন্স ১০ হাজার টাকা রাখতেই হবে। অবশ্য এই অ্যাকাউন্টের ক্ষেত্রেও সর্বোচ্চ চার্জ ৭৫০ টাকা রাখা হয়েছে।

একাউন্ট বন্ধ: YES ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে আরও জানা গিয়েছে যে, ইয়েস ব্যাংকের কর্তৃপক্ষের তরফে তাদের একাধিক ধরনের সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এক্ষেত্রে যে সমস্ত অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কয়েকটি অ্যাকাউন্ট হলো – সেভিং এক্সক্লুসিভ, ইয়েস সেভিং সিলেক্ট ইত্যাদি।

অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও পরিবর্তন: ইয়েস ব্যাংকের পাশাপশি ICICI এবং HDFC ব্যাংকের তরফেও তাদের বিভিন্ন নিয়মে পরিবর্তন আনা হয়েছে। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে একাধারে যেমন সুদের হারে পরিবর্তন করা হয়েছে, অন্যদিকে আইসিআইসিআই ব্যাংকের ক্ষেত্রে ডেবিট কার্ড এবং চেক বইয়ের ফি -এর চার্জের ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে।