আবার‌ও বেড়ে গেল গরমের ছুটি। স্কুল খোলার নতুন তারিখ জেনে নিন।

আবার‌ও বেড়ে গেল গরমের ছুটি। স্কুল খোলার নতুন তারিখ জেনে নিনঃ সমগ্র রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে ফের বাড়তে চলেছে গরমের ছুটির মেয়াদ। আজ্ঞে হ্যাঁ, এমনটাই জানা গিয়েছে শিক্ষা দপ্তরের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তি মারফত। শুধু তাই নয়, শিক্ষা দপ্তরের এই বিজ্ঞপ্তিতে আগামী দিনে কবে স্কুল খুলবে এবং কেন পুনরায় গরমের ছুটি বাড়ানো হচ্ছে তা সম্পর্কেও উল্লেখ করা হয়েছে। আর আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা গরমের ছুটি শেষে কবে স্কুল খুলবে, কেন গরমের ছুটি বাড়ানো হলো তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য জানতে পারবেন।

ফের বাড়ল গরমের ছুটি: গরমের ছুটি সংক্রান্ত পূর্ববর্তী নোটিশ অনুসারে ৩ রা জুন ২০২৪ তারিখে রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলির গরমের ছুটি শেষে পুনরায় পঠনপাঠন চালু হওয়ার কথা ছিল। কিন্তু তার ঠিক পূর্বেই শিক্ষা দপ্তরের তরফে আরো এক নোটিশ জারি করে রাজ্যের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হয় যে, রাজ্যের সমস্ত স্কুলগুলির গরমের ছুটি বাড়তে চলেছে। আর তা শেষ হবে ১০ ই জুন ২০২৪ তারিখে। অর্থাৎ আগামী ১০ ই জুন ২০২৪ তারিখে সমগ্র পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে পুনরায় পঠনপাঠন চালু হতে চলেছে। তবে ছাত্র-ছাত্রীদের জন্য গরমের ছুটি বৃদ্ধি পেলেও শিক্ষক ও অ-শিক্ষক কর্মীদের জন্য কিন্তু গরমের ছুটি বৃদ্ধি পায়নি, তাদের ৩ রা জুন থেকে স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন বাড়ানো হলো গরমের ছুটি: গরমের ছুটির মেয়াদ বাড়ানোর প্রসঙ্গে বলতে হয় যে, লোকসভা নির্বাচন চলাকালীন সমগ্র রাজ্যের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভোটকর্মী এবং সেনাবাহিনীর জওয়ানরা বাস করছিলেন। শুধু তাই নয়, রাজ্যের বহু সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে বুথ হিসেবে ব্যবহার করা হয়েছে। আর তাতেই স্কুল গুলি বেশ খানিকটা অগোছালো হয়ে গেছে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: এই স্কলারশিপে আবেদন করলেই মিলবে ৭৩,৫০০ টাকার অনুদান, জেনে নিন আবেদন পদ্ধতি।

এক্ষেত্রে শিক্ষক ও শিক্ষক কর্মীরা ৩ রা জুন থেকে স্কুলে গিয়ে স্কুলগুলিকে পঠন-পাঠনের উপযোগী করে তোলার পরই পুনরায় স্কুলে পঠন-পাঠনের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে শিক্ষা দপ্তরের তরফের। আর স্কুলগুলিকে পুনরায় গুছিয়ে তোলার জন্যই ১০ তারিখ পর্যন্ত গরমের ছুটি বর্ধিত করা হয়েছে। এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, ৩ রা জুন স্কুল খুললেও কোনোভাবেই পঠন-পাঠন চালু করা যেত না কারণ রাজ্যের বহু স্কুলে এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী কবে যাবে তা এখনো পর্যন্ত নিশ্চিতরূপে জানা যায়নি, যার জেরে গরমের ছুটি বেশ খানিকটা বাড়িয়ে দেওয়া হলো বলেই মনে করা হচ্ছে।

Summer Vacation is extended (বেড়ে গেল গরমের ছুটি)

অতিরিক্ত ক্লাস: স্কুল শিক্ষা দপ্তরের তরফে তাদের এই বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে যে, দীর্ঘদিনের গরমের ছুটি কাটিয়ে স্কুলগুলিতে পুনরায় পঠন-পাঠনের প্রক্রিয়া চালু করা হলে শিক্ষার্থীদের স্বার্থে সমস্ত স্কুলের শিক্ষক এবং অ-শিক্ষক কর্মীদের মাধ্যমে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। একটানা গরমের ছুটির কারণে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় যে ঘাটতি হয়েছে তা পূরণের দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলগুলির শিক্ষক এবং অ-শিক্ষক কর্মীদের। শুধু তাই নয় সেকেন্ড সামেটিভ পরীক্ষার আগে দ্রুত সিলেবাস শেষ করে ক্লাস টেস্ট গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফে।