Job NewsLatest News

শুক্রবার (১২ জুলাই) সাতপাকে বাঁধা পড়বেন এশিয়ার ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। কয়েক মাসব্যাপী উৎসবের পর অবশেষে শেষ হতে চলেছে জমকালো এই বিয়ের অনুষ্ঠান।

BCC প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানি পরিবার ভারতের জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করেছে। এখন ভারতে যে হারে অতি ধনী বাড়ছে, তার চেয়ে বেশি হারে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

ঝলমলে পোশাক, অত্যাশ্চর্য গহনা, রূপকথার মতো সাজসজ্জা এবং ভারতীয় ও বিশ্ব তারকাদের বিরল পারফরম্যান্স অনেক জনসাধারণের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়েছে।

মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১১৫ বিলিয়ন ডলার বলে অনুমান করা হয়। তার ছেলে অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সদস্য

যদিও আম্বানি পরিবারের বিপুল সম্পদ এবং প্রভাব ভারতে সুপরিচিত। তবে চলতি বছর মার্চে অনন্তর তিন দিনের প্রি-ওয়েডিংয়ের আগ পর্যন্তও দেশের বাইরের অনেকেই হয়তো তাদের সম্পদের পরিমাণ সম্পর্কে অনুমান করতে পারেননি।

সে উৎসবটি গুজরাটের পশ্চিমাঞ্চলীয় রাজ্যের জামনগরে পরিবারের জন্মভূমিতে অনুষ্ঠিত হয়েছিল। সেসময় মেটার মার্ক জাকারবার্গ এবং মাইক্রোসফটের বিল গেটস বিশ্বের প্রায় ১২০০ জন নামিদামী অতিথি হাজির ছিলেন।

পার্টিটি বিশেষভাবে প্রি-ওয়েডিংয়ে জন্য নির্মিত একটি গ্লাসহাউসের ভেতরে নৈশভোজের মাধ্যমে শুরু হয়েছিল। এছাড়া অনুষ্ঠানে পপগায়িকা রিহানার একটি পারফরম্যান্সে চোখ ধাঁধিয়েছিল বিশ্ববাসীর।

এরপর গত জুন মাসে, এই দম্পতির সেকেন্ড প্রি-ওয়েডিং উদযাপনে অতিথিদের ইউরোপে নিয়ে গিয়েছিলেন আম্বানিরা। একটি বিলাসবহুল ক্রুজে চড়ে ইতালির ভূমধ্যসাগরের বুকে সে পার্টিতে পারফর্ম করেছেন হার্টথ্রব দ্য ব্যাকস্ট্রিট বয়েজ, গায়ক ক্যাটি পেরি।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি, ফার্মা টাইকুন বীরেন এবং শৈলা বণিকের কন্যা রাধিকা বণিকের চার হাত এক হতে চলেছে শেষপর্যন্ত।

দীর্ঘদিন ধরে চলা আম্বানিপুত্রের বিয়ের আয়োজন প্রসঙ্গটি ভারতের অনেক সমালোচকদের আলোচনায় উঠে এসেছে। কেউ বলছেন এটি বিশ্বের সর্বোচ্চ ম্যারাথন বিয়ে। ‘বিগ ফ্যাট’ ভারতীয় এই বিয়ের এতসব আয়োজন দেখে সকলের মনে এখন একটাই প্রশ্ন, আর কত বেশি হলে সেটাকে খুব বেশি বলা যায়?

আরোও পড়ুন:

শুধু এই নিয়ম মেনে চললে১০ বছরে ৫০ লাখ রিটার্ন !

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group