Government Scheme

অক্টোবর মাসে লক্ষী ভান্ডারের নতুন আপডেট: কত তারিখে পাবেন লক্ষ্মী ভান্ডারের টাকা জেনে নিন ? laxmi bhandar prokolpo official website

laxmi bhandar prokolpo official website: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করার লক্ষ্যে তাদের মাসিক হাজার টাকা ভাতা অনুদান দিয়ে থাকে যাতে মহিলারা সংসারের কাজকর্মের সাথে সাথে সেই টাকাকে কাজে লাগিয়ে নিজের সংসার সহজে চালিয়ে নিতে পারে। ২০২১ সালে নির্বাচনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মহিলাদের আশ্বাস দিয়েছিলেন তিনি সামাজিক সুরক্ষা যোজনা মত লক্ষী ভান্ডার যোজনা চালু করবে যাতে দরিদ্র ও পিছিয়ে পড়া মহিলারা সরকারের কাছ থেকে হাজার টাকা অনুদান পাবে। তার দেওয়া কথা অনুযায়ী এখনো পর্যন্ত সেই লক্ষ্মী ভান্ডারের ভাতা রাজ্যের সমস্ত দরিদ্র পরিবারগুলিকে দিয়ে আসছে। 

যদিও লক্ষী ভান্ডার নিয়ে বিরোধীদের বিতরকের অবসান নেই তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী অসংখ্য বাধা বিপত্তির সঙ্গে জড়িত থেকেও নিজের দেওয়া কথাকে বাস্তবায়িত করার জন্য এখনো পর্যন্ত লক্ষী ভান্ডার রাজ্যের বাসিন্দাদের দিয়ে আসছে। আমাদের মধ্যে অনেকেই ভাবি লক্ষী ভান্ডারের টাকা কবে ঢুকবে অথবা হয়তো লক্ষী ভান্ডার সামনের মাসে বন্ধ হয়ে যাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আজকের এই প্রতিবেদনে। অবশেষে আজকে জারি করল নবান্ন থেকে একটি নতুন নোটিশ যেখানে অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়েছে যে পয়লা অক্টোবর ২০২৫ বিকেল পাঁচটার মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। 

লক্ষী ভান্ডার কি ?

পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলির মধ্যে অন্যতম সামাজিক সুরক্ষা যোজনার মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প একটি প্রকল্প যেখানে রাজ্যের পিছিয়ে পড়া দরিদ্র পরিবারগুলিকে আর্থিক দিক থেকে সক্রিয় করার লক্ষ্যে সরকারি তরফ থেকে আর্থিক অনুদান। লক্ষী ভান্ডার ২০২১ সালের নির্বাচনকে লক্ষ্য করে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীদের উদ্দেশ্যে নবান্ন থেকে ঘোষণা করেছিলেন রাজ্যের পিছিয়ে পড়া মহিলাদের সরকারি অনুদান দেবে। তাই সেই কথাকেই বাস্তবায়িত করার জন্য এই প্রকল্পের দিকে চালু করেছে। প্রথমে এই প্রকল্পে কাস্ট মহিলাদের হাজার টাকা করে অনুদান দেয়া হতো ও জেনারেল কাস্টের ক্ষেত্রে ৫০০ টাকা অনুদান দেয়া হতো যা ২০২৪ এ পরিবর্তন হয়ে জেনারেল কাজ ক্যাটাগরির মহিলাদের হাজার টাকা ও সিভিল কাস্ট ক্যাটাগরির মহিলাদের ১৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়।

লক্ষ্মী ভান্ডার প্রকল্পের উদ্দেশ্য কি ? 

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো যেহেতু বাড়ির মহিলারা চাকরি বা কোন কর্ম করেন না তাই তারা যাতে সুস্থভাবে সংসারকে চালিয়ে নিতে পারে তার জন্য তাদেরকে সরকার তরফ থেকে অনুদান প্রদান করা। দরিদ্র শ্রেণীর পরিবার গুলি সংসার চালাতে গেলে এই দ্রব্যমূলক বৃদ্ধির যুগে মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে থাকে, সেই সমস্ত পরিবারে যাতে মহিলারা নিজের সংসার চালানোর পরও নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিজের টাকায় সংগ্রহ করতে পারে। এই লক্ষ্য নিয়েই এই প্রকল্পটি কে চালু করা হয়েছে। 

বিষয় তথ্য
কারা আবেদন করতে পারবেন
  • পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা বাসিন্দারা
  • সাধারণ, তফশিলি জাতি (SC) ও তফশিলি জনজাতি (ST) শ্রেণির মহিলারা
  • সরকারি চাকরিজীবী ও আয়কর প্রদানকারীরা যোগ্য নন
সুবিধা
  • সাধারণ শ্রেণির মহিলারা মাসে ₹500 পাবেন
  • SC/ST মহিলারা মাসে ₹1000 পাবেন
  • প্রতি মাসে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে
কিভাবে আবেদন করবেন
  • অফলাইনে: নিকটস্থ Duare Sarkar ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিতে হবে
  • অনলাইনে: সরকার কর্তৃক নির্ধারিত ওয়েবসাইট (laxmi bhandar prokolpo official website) থেকে আবেদন করা যাবে
  • প্রয়োজনীয় কাগজপত্র: আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক
প্রকল্পের উদ্দেশ্য
  • মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদান
  • পরিবারের ন্যূনতম আয়ের নিশ্চয়তা
  • নারীদের আত্মবিশ্বাস ও মর্যাদা বৃদ্ধি

কিভাবে চেক করবেন লক্ষী ভান্ডারের স্ট্যাটাস ?

আপনারা যদি লক্ষী ভান্ডারের জন্য আবেদন করেছেন তবে আপনাদের জন্য একটা জরুরি বিষয় আপনাকে স্ট্যাটাস চেক করে নিতে হবে যে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন পত্র জমা সঠিকভাবে হয়েছে না রিজেক্ট হয়ে গিয়েছে। এর জন্য আপনাকে যে সমস্ত কাজগুলি করতে হবে তা নিম্নে বিবৃত হইল-

প্রথমে আপনাকে যেতে হবে লক্ষ্মী বান্ধান এর অফিসিয়াল ওয়েবসাইটে

laxmi bhandar status check with application id

ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করার পর এখানে আপনারা মোবাইল নাম্বার আধার কার্ড ও অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ক্যাপচা সাবমিট করবেন নিচের চিত্র অনুযায়ী

laxmi bhandar status check phone number

যদি আপনার নামে আবেদন গৃহীত হয়ে থাকে তবে দেখিয়ে দেবে এবং আপনার ব্যাংক একাউন্টে টাকা ঢুকেছে কিনা বা পরবর্তী কত তারিখে ঢুকতে চলেছে সমস্ত কিছু আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন এইভাবে প্রসেসটি কমপ্লিট করলে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন লক্ষী ভান্ডার বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে কতটা গুরুত্বপূর্ণ সমাজে পিছিয়ে পড়া দরিদ্র অসহায় পরিবার গুলির জন্য এবং তারা কিভাবে আবেদন করবেন এবং স্ট্যাটাস কিভাবে চেক করবেন এই নিয়ে একটা প্রতিবেদন লিখলাম যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের সাথে যুক্ত হন WhatsApp ও টেলিগ্রাম গ্রুপে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group