Latest NewsTrending

আইপিএল নিয়ে বড় খবর: দুইটি দলের বিশেষ পরিবর্তনকে ঘিরেই ক্রিকেট দুনিয়ায় চাঞ্চল্য 

আইপিএল নিয়ে বড় খবর: আইপিএলের মধ্যে সবথেকে শক্তিশালী দল মুম্বাই ইন্ডিয়ান এটা আমরা সকলেই জানি। পাঁচবার পরপর ট্রফি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান ২০১৩, ২০১৫, ২০১৭ , ২০১৯, ২০২০ এই দলটি আইপিএল এর দুনিয়ায় সবথেকে সফলতম একটি ক্রিকেট টিম। এমনকি সারা বিশ্বের সবথেকে সফল ফ্রাঞ্চাইজি হল মুম্বাই ইন্ডিয়ান। আমি ইন্ডিয়ান এবার নতুন করে দল গুছাতে ব্যস্ত আইপিএলের মধ্যে এবার দ্বিতীয় কোয়ালিফাইয়ের অভিযান শেষ করেছিল মুম্বাই পল্টন। গত ২ সিজন ধরে সামলে আসছিল হার্দিক পান্ডিয়া। বছর নিতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান টিমটিতে বড়োসড়ো পরিবর্তন হার্দিক পান্ডিয়ার বদলে এবার টিমটিতে বড় খেলোয়াড়কে যুক্ত করে নিয়েছেন। 

বাংলাদেশের এক দুরন্ত খেলোয়াড় কে টিমে এনে চাঞ্চল্য সৃষ্টি করেছে মুম্বাই ইন্ডিয়ান। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ এর আসন্ন আসরে বাংলাদেশের তিন তারকা অংশগ্রহণের সম্ভাবনা ক্রিকেটপ্রেমী ক্রিকেট প্রেমীদের মধ্যে নতুন উত্তেজনা ছড়িয়েছে।

বাংলাদেশের কোন ক্রিকেট প্লেয়ার কে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান 

আইপিএল এর মতই এই লিগ বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। এই আরবি অন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে দেখতে পাওয়া যাবে বাংলাদেশের বিশ্ব বিখ্যাত তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। গতিময় পেশার তাসকিন আহমদ এবং মুস্তাফিজুর রহমান মাঠ মাতাবেন। বছর আইপিএলে দেখা যাবে নতুন প্লেয়ার কে, মুম্বাই ইন্ডিয়ানের কর্ণধার নিতা আম্বানি এবার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান টিমটিতে সাকিব আল হাসান বাংলাদেশি প্লেয়ার খেলবে। 

সাকিব অল হোসেন বাংলাদেশের এমন এক অলরাউন্ডার ক্রিকেটার যিনি দীর্ঘদিন ধরে সাদা বলেন ফরমেটে অন্যতম প্রতিভাশালী। বর্তমানে তিনি দেশের জার্সিতে না খেললেও তাকে দেশে-বিদেশে নানান লিগে দেখতে পাওয়া যায়। তবে বিগত আইপিএল খেলা গুলিতে সাকিব অল হোসেন আইপিএলের মঞ্চে খেললেও মুম্বাই ইন্ডিয়ান এর জার্সিতে তাকে খেলতে দেখা যায়নি, এবছর তার জন্য এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান টিমে অংশগ্রহণ করে। আগে ঘটে যাওয়া, ক্যারিবিয়ান প্রিমিয়াম লীগ গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার মত আসরে খেললেও এমনকি Mi এমিরেটসের সঙ্গে চুক্তি তার সমৃদ্ধি ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করবে। 

রাজস্থান রয়েলসের দাবির এর জায়গায় নতুন কোচের এন্ট্রি হতে চলেছে ২০২৬ এর আইপিএলে

এ বছর যেন আইপিএল ক্রিকেট টুর্নামেন্টে কোন বিপ্লব আনতে চলেছে ক্রিকেট জগতে এই টুর্নামেন্টে কুড়ি ওভারের ক্রিকেটকে দিয়েছে নতুন দিশা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকে এই টুর্নামেন্টের ওপর। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকে এই টুর্নামেন্টের ওপর তরুণ প্রজন্মের ভরসার অন্যতম মঞ্চ হয়ে উঠেছে টি-টোয়েন্টি লিগ এর ফলে সারা বছর ধরেই চলতে থাকে ফ্রাঞ্চাইজি গুলির প্রস্তুতি। তাই মুম্বাই ইন্ডিয়ান এর পর রাজস্থান রয়েলস প্রদান কোচের দায়িত্ব থেকে রাহুল দ্রাবিদকে সরিয়ে কোচের দায়িত্ব পালনের জন্য প্রার্থী খোঁজার কাজ চালু হয়ে গিয়েছে। 

দায়িত্বে ফিরছে সাঙ্গাকারা

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল ট্রফি জয় করে ইতিহাসের পাতায় নাম লেখায়। সেই সময় ভারতীয় ক্রিকেট টিমের প্রধান কোচের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিদ। এর আগে রাহুল দাবির ব্লু বিগ্রেডের দায়িত্ব পালন করতেন তারপর ২০২৫ সালে আইপিএল ক্রিকেটে রাজস্থান রয়েলসের কোচের ভূমিকায় করেছেন। তবে রাজস্থান রয়েলস টিমে রাহুল দাবীদের কোচের ভূমিকা দলের ওপর সেই ভাবে প্রভাব ফেলতে পারেনি। ২০২৬ এর আইপিএল এর আগের থেকেই রাহুল দাবির নিজে থেকেই জানান তিনি রাজস্থান রয়েলসের কোচের দায়িত্ব থেকে অবসর নেবে, তাই তার জায়গায় নতুন কোচ হয়ে আসছেন সাঙ্গাকারা।

শ্রীলঙ্কার কিংবদন্তি খেলোয়াড় সাঙ্গাকারা বর্তমানে তিনি শ্রীলংকার ক্রিকেট  দলের ডাইরেক্টর পদে রয়েছেন। রাহুলের আগেও সাঙ্গাকারাকে রাজস্থান রয়েলস টিমের কোচের ভূমিকায় দেখা গিয়েছিল। সাঙ্গাকারার কোচের তত্ত্বাবধানেই রাজস্থান রয়্যাল দুইবার প্লে অফ জায়গা কেড়ে নিয়েছিল। তাই পুনরায় তাকে দলের কোচ বানালে রাজস্থান রয়েলসের অবস্থা কিছুটা ফিরবে বলে ধারণা বিশেষজ্ঞদের। এদিকে এ বছরে শুরুতেই আইপিএলে রাজস্থান রয়েলসের অবস্থা কিছুটা সমস্যার মধ্যে দিয়েই কাটছিল সঞ্জু samsung এর চোটের কারণ বেশ কিছু ম্যাচে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেননি। তাই তার বদলে রিয়ান পরাগ নেতৃত্বে সামলে ছিল রাজস্থান রয়েলস টিমটি। কিন্তু তারা লিক পড়বে ১৪ ম্যাচের মধ্যে দশটি ম্যাচেই লজ্জা জনক ভাবে হাড়ের সম্মুখীন হয়েছিল, এই বছর তাদের টিমটি ভালো ফল করতে পারেনি অর্থাৎ প্লে অফের জায়গা কেড়ে নিতে পারেনি গত বছর ৯ মার্চ এ শুধু ২৮৫ রান সংগ্রহ করেছিল সঞ্জু সেমন।

তাই অভিজ্ঞ ব্যক্তিরা বলছেন ২০২৬ এর আইপিএল এ রাজস্থান রয়েলস এক শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে টুর্নামেন্টে প্রভাব ফেলতে পারে আমরা সকলেই জানি ২০০৮ সালের আইপিএল এ রাজস্থান রয়েলস প্রথমবার আইপিএল ট্রফি জয় করেছিল তারপর তারা একটি খেলাতেও চ্যাম্পিয়ন হতে পারেনি বিভিন্ন কারনে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group