Trending

আবাস যোজনা এখন অতীত। বাড়ি বানানোর জন্য ৩০ লক্ষ টাকা দেবে নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী নানাবিধ যোজনার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্যতম উল্লেখযোগ্য। বর্তমানে এই যোজনার আওতায় বাড়ি তৈরির জন্য অনুদান প্রদান করা হয়ে থাকে, তবে আগামী দিনে এই যোজনার আওতায় এক বিশেষ স্কিম কার্যকর করা হবে যার মাধ্যমে গ্রাহকরা ৩০ লক্ষ টাকা পর্যন্ত পাবেন। আর আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয়টি সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করতে চলেছে।

কি এই নতুন সুবিধা: প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যে বিশেষ সুবিধাটি কার্যকর করা হবে তা হল ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম। আর আবাস যোজনার আওতায় এই ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম (CLSS) এই প্রথমবারের জন্য কার্যকর হতে চলেছে তা নয়, ইতিপূর্বে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় CLSS কার্যকর করা হয়েছিল, যা ২০২১ সালে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আগামী দিনে খুব শীঘ্রই পুনরায় এই ব্যবস্থাটি কার্যকর করা হবে।

৩০ লক্ষ টাকার ভর্তুকিযুক্ত ঋণ: CLSS -এর পুনরায় কার্যকর হওয়ার প্রসঙ্গ উত্থাপিত হওয়ায় মূল যে বিষয়টি উঠে এসেছে তা হল এই স্কিমের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে। CLSS বা ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম কার্যকর করা হলে কোনো ব্যাক্তি যদি মেট্রো বা নন-মেট্রো যেকোনো শহরে ৩৫ লক্ষ টাকা মূল্যের বাড়ি বানাতে চায় তবে তিনি আবাস যোজনার আওতাধীন এই বিশেষ স্কিম মারফত ৩০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত হোম লোন নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবর: বাতিল হবে ১ লক্ষ রেশন কার্ড, কেন্দ্র সরকারের নতুন নির্দেশিকা জেনে নিন।

কবে চালু হবে CLSS: প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, ইতিপূর্বে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে, যে সমস্ত ব্যক্তিরা মেট্রো অথবা নন মেট্রো শহরে ভাড়া বাড়ি কিংবা বস্তিতে বসবাস করেন তাদের নিজস্ব পাকাবাড়ি কেনার জন্য এক বিশেষ প্রকল্প কার্যকর করা হবে। শুধু তাই নয়, অন্যদিকে অবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ শিং পুরি জানিয়েছেন যে, শহরে সাশ্রয়ী মূল্যে বসবাসের জন্য সুদের ভর্তুকি নিয়ে মন্ত্রিসভায় প্রস্তাব পাঠানো হবে। আর অর্থমন্ত্রী এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রীর এই দুই বক্তব্যের ভিত্তিতেই আগামী দিনে পুনরায় ক্রেডিট লিঙ্ক সাবসিটি স্কিম কার্যকর করা হবে বলেই দাবি তোলা হয়েছে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group