Trending

অসংখ্য মানুষের আধার কার্ড বাতিল হতেই নড়েচড়ে বসলো নবান্ন। দেওয়া হবে বিকল্প কার্ড।

গত কিছুদিন থেকে আধার কার্ড বাতিল এবং আধার বন্ধ হয়ে যাবার চিঠি আসতে শুরু করে বিভিন্ন রাজ্যবাসীর কাছে। এখনো পর্যন্ত আমরা জানতাম, যেসমস্ত ব্যাক্তিরা আধার কার্ড আপডেট করেননি তাদেরকেই এই চিঠি পাঠানো হয়েছে। কিন্তু বর্তমানে আমরা শুনতে পারছি আরো গুরুত্বপূর্ণ কিছু আপডেট। শোনা যাচ্ছে, যারা আধার কার্ড আপডেট করেনি তাদের নয়, বরং কেন্দ্র সরকার বিশেষ কিছু মানুষকে চিহ্নিত করছে যাদের কেন্দ্র সরকার এদেশের বাসিন্দা মনে করছে না তাদেরকেই পাঠানো হচ্ছে চিঠি।

সামনেই লোকসভা ভোট। ভোটের আগেই CAA নিয়ে গুরুত্বপূর্ণ খবর আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে। রাজনৈতিক ব্যক্তিবর্গদের মতে ভোটের আগেই শুরু হতে পারে CAA এবং এই আধার বাতিল তারই প্রথম ধাপ। জানা গিয়েছে, কেন্দ্র সরকার একদল মানুষকে চিহ্নিত করেছে এবং তাদেরকে আধার কার্ড বাতিলের চিঠি পাঠাচ্ছে আধার কর্তৃপক্ষের মাধ্যমে। কারো কারো ক্ষেত্রে বাড়িতে চিঠি আসছে না সরাসরি বন্ধ করে দেওয়া হচ্ছে আধার কার্ড।

Aadhaar Card cancelled

আধার কার্ড বন্ধ হয়ে যাবার খবর কিছুদিন ধরে শোনা যাচ্ছে। যাদের আধার কার্ড বন্ধ হচ্ছে তারা অভিযোগ জানাচ্ছে তারা আধার কার্ড সম্পর্কিত কোনো কাজই করতে পারছেন না। ব্যাঙ্ক সম্পর্কিত কাজ থেকে শুরু করে প্রকল্প সমূহ সবেতেই আধার কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করে থাকে। আর বর্তমানে আধার কার্ড বন্ধ হওয়ায় বিপদের মুখে পড়ছে সাধারণ মানুষ।

এখবর নবান্নে পৌঁছাতেই স্বয়ং মুখ্যমন্ত্রী সোমবার প্রেস কনফারেন্স করেন এবং জানান যাদের আধার কার্ড বন্ধ হয়ে যাচ্ছে তাদের চিন্তা করবার কোনো কারন নেই। রাজ্য সরকার একটি নতুন পোর্টাল চালু করবে এবং সেই পোর্টালে আবেদন করে রাজ্য সরকারে কার্ড আবেদন করা যাবে এবং এই কার্ড দিয়ে সেই সমস্ত কাজ গুলো করা যাবে যেগুলো আধার কার্ড দিয়ে করা যেত। তিনি আরো জানান, আধার কার্ড বন্ধ করা হচ্ছে শুধুমাত্র গরিব মানুষদের আমি এমনটা কখনোই হতে দেব না।

আরও পড়ুন:- প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীকে মধ্যশিক্ষা পর্ষদ দেবে ১০ টাকা। কিভাবে পাবেন জেনে নিন।

নতুন পোর্টাল বা নতুন সাইট মঙ্গলবার লঞ্চ করার কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আধার গ্রিভান্স পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নামে সাইট লঞ্চ করা হবে।

অর্থাৎ আপনার কাছে যদি আধার কার্ডের তরফ থেকে কোনো চিঠি আসে এবং চিঠিতে লেখা থাকে আপনি ভারতে থাকার শর্তগুলো পূরণ করতে পারছেন না, তবে ঘাবড়াবেন না। নতুন ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group