Blog

রেশন বন্টণের নিয়মে বড়ো পরিবর্তন। লাগু হতে চলেছে নতুন নিয়ম। উপকৃত হবেন গ্রাহকরা।

প্রায়শই রেশন গ্রাহকদের মুখে অভিযোগ শোনা যায়, রেশন দোকান থেকে তারা কম রেশন পাচ্ছেন। রেশন ডিলার বা অন্যান্য কর্মীরা গ্রামের গরিব মানুষদের রেশন কম দিয়ে বা না দিয়ে নিজেদের পকেট ভরছেন। এই সমস্যা সমাধান করতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে এক বড়ো আপডেট। এখন আর কোনো রেশন ডিলার রেশন পরিমানে কম দিতে পারবেন না।

রেশন নিয়ে বড়ো আপডেটটি কি?

বহু মানুষের রেশন কম পাওয়ার অভিযোগকে মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এবার প্রত্যেক রেশন দোকানে ই-পশ মেশিন বসানোর উদ্যোগ নিয়েগে। আগে এই ই-পশ মেশিনের সুবিধা শুধুমাত্র দিল্লিতে ছিল, কিন্তু বর্তমানে গোটা ভারতের প্রত্যেকটি রেশন দোকানে এই মেশিন বসাতে চলেছে কেন্দ্র সরকার।

ration-distribution-update

এই মেশিনের কাজ কি?

এই মেশিন প্রত্যেক গ্রাহককে কতটা পরিমান রেশন দেওয়া হচ্ছে তার হিসাব রাখে এবং সেই তথ্য পাঠায় ওপর মহলে। ওপরে থাকা অফিসারেরা মেশিনের তথ্য দেখে অনায়াসে বুঝে নিতে পারবে রেশন ডিলার রেশন গ্রাহকদের তাদের প্রাপ্য রেশন সামগ্রী দিচ্ছে কিনা। কোনো রেশন ডিলার যদি কোনো গ্রাহককে কম পরিমাণ রেশন দেয় তবে তা ভেরিফাই করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও নিতে পারবে আধিকারিকগণ।

কবে থেকে এই ব্যবস্থা চালু হবে।

অফিসিয়ালি পয়লা মার্চ, ২০২৪ থেকেই এই নিয়ম লাগু হয়ে যাবে গোটা দেশের প্রত্যেকটি রেশন দোকানে। তাই আপনিও যদি কম রেশন পেয়ে অতিষ্ঠ হয়ে ওঠেন তবে আর চিন্তার কারণ নেই। এখন থেকে আপনি সঠিক পরিমাণে রেশন পেতে চলেছেন এবং কোনোরকম অভিযোগ জানাতে আপনাকে কোথাও যেতে হবে না।

আরও পড়ুন:- অসংখ্য মানুষের আধার কার্ড বাতিল হতেই নড়েচড়ে বসলো নবান্ন। দেওয়া হবে বিকল্প কার্ড।

ই-পশ মেশিনের তথ্য দেখতে পাবে জেলা সরবরাহ দপ্তরের অভিকারিকেরা এবং দিল্লিতে বসে থাকা উচ্চপদস্থ অধিকারিকেরা। তারা অফিসে বসেই অনায়াসে বুঝে নিতে পারবেন কোন রেশন ডিলার কোন গ্রাহককে কত পরিমাণ রেশন দিচ্ছেন।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group