Education
জেনে নিন কবে থেকে শুরু আগামী বছরের অর্থাৎ ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং পরীক্ষার রুটিন

আগামী বছরের অর্থাৎ ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হলো। বিগত ১৫ই মার্চ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE) -এর তরফ থেকে প্রকাশ করা হয়েছে আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচি ও রুটিন। চলুন জেনে নিই বিস্তারিত।
| উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু | ৩রা মার্চ, ২০২৫ |
| উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ | ১৮ই মার্চ, ২০২৫ |
উচ্চমাধ্যমিক পরীক্ষা,২০২৫ চলবে কটা থেকে কটা পর্যন্ত?
আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা ৯ টা ৪৫ মিনিটের বদলে ১০ টায় শুরু হবে। ৩ ঘণ্টা ১৫ মিনিটের পরীক্ষাগুলি চলবে ১ টা ১৫ মিনিট পর্যন্ত। ২ ঘণ্টার পরীক্ষাগুলি চলবে ১২ টা পর্যন্ত।

উচ্চমাধ্যমিক পরীক্ষা,২০২৫ এর কবে কোন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে?
(ক) আগামী ৩রা মার্চ, ২০২৫ সোমবারে অনুষ্ঠিত হতে চলেছে বাংলা(A), ইংরেজী(A), হিন্দী(A), নেপালি(A), উর্দু, সাঁওতালি, উড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি বিষয়ের পরীক্ষাগুলি।
(খ) ৪ঠা মার্চ, ২০২৫ মঙ্গলবার হতে চলেছে হেলথ কেয়ার অটোমোবাইল, সিকিউরিটি, অর্গানাইজড রিটেইলিং, আইটি অ্যান্ড আইটিইএস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ইলেকট্রনিক্স, প্লাম্বিং, কনস্ট্রাকশন অ্যাপারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, ভোকেশনাল সাবজেক্ট বিষয়ের পরীক্ষাগুলি।
(গ) ৫ই মার্চ, ২০২৫ বুধবার অনুষ্ঠিত হতে চলেছে ইংরেজী(B), বাংলা(B), হিন্দী(B), নেপালি(B), অলটারনেটিভ ইংরেজী বিষয়ের পরীক্ষাগুলি।
(ঘ) ৬ই মার্চ, ২০২৫ বৃহস্পতিবার রয়েছে ইকোনোমিক্স পরীক্ষা।
(ঙ) ৭ই মার্চ, ২০২৫ শুক্রবার রয়েছে পদার্থবিদ্যা(Physics), পুষ্টিবিদ্যা(Nutrition), এডুকেশন, অ্যাকাউন্টেন্সি পরীক্ষা।
আরও পড়ুন:- রাজ্য সরকারের কর্মীদের ছুটির জন্য করতে হবে অনলাইনে আবেদন। বিজ্ঞপ্তি জারি অর্থ দপ্তরের।
(চ) ৮ই মার্চ, ২০২৫ শনিবার কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সাইন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস বিষয়গুলির পরীক্ষা রয়েছে।
(ছ) ১০ই মার্চ, ২০২৫ সোমবারে রয়েছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারী অফ অডিটিং, ফিলোসফি, সোশিওলজি বিষয়ের পরীক্ষাগুলি।
(জ) ১১ই মার্চ, ২০২৫ মঙ্গলবার হতে চলেছে রসায়ন(Chemistry), জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ বিষয়ের পরীক্ষাগুলি।
(ঝ) ১৩ই মার্চ, ২০২৫ বৃহস্পতিবার হতে চলেছে গণিত, সাইকোলজি, অ্যান্থ্রোপলজি, অ্যাগ্রোনোমি, ইতিহাস বিষয়ের পরীক্ষাগুলি।
(ঞ) ১৭ই মার্চ, ২০২৫ সোমবারে অনুষ্ঠিত হতে চলেছে বায়োলজি, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সাইন্স বিষয়ের পরীক্ষাগুলি।
(ট) ১৮ই মার্চ, ২০২৫ মঙ্গলবারে অনুষ্ঠিত হতে চলেছে স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষাগুলি।
| উচ্চমাধ্যমিক পরীক্ষা সংগঠনকারী বোর্ড | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) |
| অফিসিয়াল ওয়েবসাইট | Link |
| H.S. Examination Routine-2025 | Link |




