Tech News

এবার থেকে ডবল সিমের দ্বিগুণ খরচ, রিচার্জ প্ল্যানের জন্য খরচ হবে অতিরিক্ত ২০০ টাকা।

স্মার্টফোনে দৌলতে বর্তমানে অধিকাংশ মানুষই একের বেশি সিম কার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু আগামী দিনে দুটি সিম কার্ড একই সাথে চালানো সাধারণ মানুষের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠবে। আজ্ঞে হ্যাঁ, এমনটাই দাবি তোলা হয়েছে বিশেষজ্ঞদের তরফে। টেলিকম বাজার সুত্রের খবরে জানা গিয়েছে, লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই বিভিন্ন টেলিকম কোম্পানিগুলির রিচার্জ প্যাকের দাম আবারও বাড়তে চলেছে। আর তাতেই সমগ্র ভারতের সাধারণ জনগণের আলাপ আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে রিচার্জ প্যাকের মূল্যবৃদ্ধি। যার জেরে আজকের এই প্রতিবেদনে আমরা রিচার্জ প্যাকের মূল্যবৃদ্ধি, কত টাকা মূল্যবৃদ্ধি করা হবে তা সংক্রান্ত সমস্ত প্রকার তথ্য আলোচনা করতে চলেছি।

রিচার্জ প্ল্যানের দাম কত টাকা বাড়ানো হবে: টেলিকম মার্কেটের সূত্র মারফত জানা গিয়েছে যে, বর্তমানে যে সমস্ত রিচার্জ প্যাকেট দাম ১৫০ টাকা আগামী দিনে সেই সমস্ত রিচার্জ প্ল্যানের দাম ১৮০ টাকা বা ২০০ টাকায় দাঁড়াবে। সুতরাং ১৫০ টাকার রিচার্জ প্ল্যানের দাম প্রায় ৩০ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি পেতে পারে। কিন্তু এতো শুধুমাত্র বেসিক রিচার্জ প্ল্যানের দাম, যাতে আনলিমিটেড ফোন কল, ডেইলি ডেটা কিংবা আনলিমিটেড এসএমএস -এর সুবিধা যথেষ্ট কম সময়ের জন্য পাওয়া যায়।

আরও পড়ুন: সরকারি চাকরি না থাকলেও মিলবে পেনশন, আবেদন করুন কেন্দ্রীয় সরকারের এই বিশেষ যোজনায়।

জিও, VI এবং এয়ারটেলের অন্যান্য আনলিমিটেড রিচার্জগুলির দাম আরো বেশি হারে বৃদ্ধি করা হবে। এক্ষেত্রে আপনি যদি বর্তমানে প্রত্যেক মাসে ৩০০ টাকার রিচার্জ করে থাকেন তবে মূল্যবৃদ্ধির পর এই রিচার্জ প্ল্যানের জন্য আপনাকে আরও অতিরিক্ত ৭৫ টাকা খরচ করতে হবে। আর যে সমস্ত গ্রাহকরা প্রতি মাসে ৫০০ টাকার রিচার্জ করে থাকেন মূল্যবৃদ্ধির পর তাদের রিচার্জের জন্য আরও অতিরিক্ত ১২৫ টাকা খরচ করতে হবে। সুতরাং লোকসভা নির্বাচনের পরপরই সাধারণ জনগণের ভাঁড়ারে রীতিমতো টান পড়তে চলেছে।

ডবল সিমের দ্বিগুণ টাকা: আগামী দিনে টেলিকম কোম্পানিগুলির বেসিক রিচার্জ প্ল্যানের দাম ১৫০ টাকা থেকে ১৮০ টাকা কিংবা ২০০ টাকা হলে দুটি সিমের জন্য প্রায় ৬০ টাকা থেকে ১০০ টাকা অতিরিক্ত খরচ হবে। অন্যদিকে আপনি যদি ৩০০ টাকা কিংবা ৫০০ টাকার রিচার্জ করে থাকেন তবে আপনাকে রিচার্জ এর জন্য ১০০ টাকা থেকে ২০০ টাকা অতিরিক্ত খরচ করতে হবে, যা সাধারণ মধ্যবিত্তের জন্য যথেষ্ট চাপের বিষয়। সুতরাং আগামী দিনে একই সঙ্গে দুটো সিম ব্যবহারের ট্রেন্ড ক্রমাগত হার কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

double-charge-of-double-sim-extra-200-expense

বন্ধ হবে আনলিমিটেড 5G: শুধু তাই নয়, এর পাশাপাশি আরো জানা গিয়েছে যে, খুব শীঘ্রই আনলিমিটেড 5G -এর সুবিধা বন্ধ করতে চলেছে রিলায়েন্স জিও এবং এয়ারটেল। এমনকি 4G এবং 5G এই দু ধরনের সিমের জন্যই আলাদা আলাদা রিচার্জ প্যাক লঞ্চ করা হবে। যদিও এখনো পর্যন্ত রিচার্জ প্যাকের মূল্যবৃদ্ধি এবং 5G সিমের নতুন রিচার্জ প্যাক লঞ্চ সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি এই সমস্ত টেলিকম কোম্পানিগুলি। মনে করা হচ্ছে লোকসভা নির্বাচন শেষ হলেই এই বিষয়ক নতুন ঘোষণা আসতে পারে। ফলত লোকসভা নির্বাচন শেষ হলেই সাধারণ জনগণের ভাঁড়ারে রীতিমতো টান পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group