Job News

RRB ALP  2025-র রেজাল্ট প্রকাশিত হ্যালোঃ এক নজরে দেখে নিন RRB ALP রেজাল্ট

RRB ALP  2025: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সম্প্রতি প্রকাশিত করল RRB ALP রেজাল্ট। কম্পিউটার টেস্ট পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা RRB-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি নিজের ফলাফল দেখে নিতে পারবে। এই পরীক্ষাটি ১৫ জুলাই থেকে ৩১ শে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল, পরীক্ষাটি সুন্দরভাবে সম্পন্ন হওয়ার পর এতদিন পর রেজাল্ট প্রকাশিত করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

 এখানে একটা শর্ট লিস্টের মাধ্যমে রোল ও নাম্বার প্রার্থীদের সংক্ষিপ্ত এক তালিকা তৈরি করা হয়েছে। যাদের ডকুমেন্টস যাচাই ও মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য প্রার্থীদের ই কল লিটারের নির্দিষ্ট স্থানে ডাকা হবে। ভিডিওর জন্য সংক্ষিপ্ত তালিকা ভুক্ত প্রার্থীদের মূল নথিপত্র এবং CEN এবং ই কল লেটারে বর্ণিত A-4 আকারে দুটি সেট স্ব প্রত্যায়িত ফটোকপি দেখাতে হবে। 

এবার ভিডিওর জন্য প্রার্থীদের সময়সূচী নির্ধারণের পর তাদের কি কল লেটার ডাউনলোড করার জন্য একটি ইমেইল এসএমএস ওয়েবসাইট পাঠানো হবে। যেখানে তারিখ রিপোর্টিং সময় এবং ডকুমেন্ট যাচাই সহ মেডিকেল পরীক্ষার নির্দেশাবলী বিস্তারিত উল্লেখিত থাকবে। 

RRB ALP  ২০২৫-র রেজাল্ট কিভাবে চেক করবেন ? 


ফলাফল চেক করার জন্য আপনাকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করতে হবে। https://www.rrbcdg.gov.in/ এখানে আপনারা হোম পেজে দেখতে পারবেন RRB ALP রেজাল্ট 2025 অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন, এখানে পিডিএফ আকারে খুলবে যেখানে প্রার্থীরা রোল নাম্বার পরীক্ষা করতে পারবেন। ফাইলটি ডাউনলোড করুন এবং প্রয়োজনে এটি হার্ড কপি রাখুন। ফলাফলের সাথে কাট অফ মার্ক ও প্রকাশ হয়েছে ইতিমধ্যে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group