Latest News

মুকেশ আম্বানির জামাই আনন্দ পিরামলের সম্পত্তিতে কেনা যাবে একটি দেশ

ভারতের অন্যতম ধোনি ব্যাবসায়ী হলেন মুকেশ আম্বানি, তিনি শুধু ভারতেই নয় বিশ্বের মধ্যেও সবচেয়ে ধোনি ব্যাবসায়ী বিবেচিত করা হয়। মুকেশ আম্বানি তার ব্যবসা বা ব্যাক্তিগত জীবন নিয়ে খবরে প্রায়ই এসে থাকেন।

তবে আজকের খবরের আকর্ষণের কেন্দ্র বিন্দু তিনি নন, বরং তার একমাত্র মেয়ে ঈশা আম্বানি। যেই জায়গায় তার বাবা বিশ্বের টপ-১০ ধোনি ব্যাক্তির তালিকায় আসেন, সেই জায়গায় তার মেয়ে-জামাই কোনো অংশে কম যায় না। আজকে আমরা খবরের মাধ্যমে তার মেয়ের সম্পত্তি সম্পর্কে জানবো, তাহলে চলুন।

প্রসঙ্গত, ঈশা আম্বানির বিয়ে হয়েছিল ২০১৮ সালে বিখ্যাত শিল্পপতি অজয় পিরামলের একমাত্র ছেলে আনন্দ পিরামলের সাথে। তাঁদের বিয়ে খুব ধুমধাম করে হয়েছিল, শুধু ভারতই নয় বিদেশের অনেক তারকাকে এদের অনুষ্ঠান পাটিতে দেখা গিয়েছিল। অজয় পিরামল বা আনন্দ পিরামল বা ঈশা পিরামল যাই বলি না কেন, এদের সম্পত্তি মুকেশ আম্বানির থেকে কোনো অংশে যায় না।

কিন্তু জানেন কি ঈশা আম্বানি ও আনন্দ পিরামলের বিয়ে, অ্যারেঞ্জ ম্যারেজ না এটা তাঁদের লাভ ম্যারেজ। তারা বিয়ের আগে একে অপরের সাথে বহুবার ডেট করেছেন। বিয়ের আগে তাঁদের দেখা করার ঘটনা অনেক বার সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে। এরপর উভয়ই তাঁদের বাড়িতে বিষয়টি জানান এবং ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়।

রিপোর্ট অনুযায়ী, পিরামল গ্রুপ ও শ্রীরাম গ্ৰুপের মালিক হলেন অজয় পিরামল। বর্তমানে এই কোম্পানির পরিচালনা করছেন আনন্দ নিজে। পিরামল গ্রুপ ফার্মা হেলথ কেয়ার ও ফাইন্যান্সসের ক্ষেত্রে যুক্ত। আনন্দ ছাড়াও অজয় পিরামলের মেয়ে নন্দিনীও এই কোম্পানির একটি অংশ। আনন্দ পীরামলের এক বিলাসবহুল বাংলো রয়েছে। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, যার মূল্য প্রায় ১৬ কোটি টাকা। এছাড়া তার গ্যারেজে একাধিক নামিদামি কোম্পানির গাড়ি রয়েছে। জানানোর জন্য বলি, আনন্দ পিরামলের মোট সম্পত্তি হলো $4.5 মিলিয়ন।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group