BusinessJob News

Horlicks Packing Job: হরলিক্স ফ্যাক্টরিতে প্যাকিং-এর কাজে, হেল্পার নিয়োগ! অষ্টম শ্রেনী পাশে, থাকা/খাওয়া 

Horlicks Packing Job: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। হরলিক্স ফ্যাক্টরি থেকে প্রকাশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি। মূলত প্যাকিংয়ের কাজ করেই মাসে মাসে পেয়ে যাবেন মোটা মাইনে।

কারা করতে পারবেন আবেদন? কী কী কাজ করতে হবে? কতক্ষণ কাজের সময়? কীভাবে হবে নিয়োগ পদ্ধতি? কীভাবে করবেন আবেদন? সম্পূর্ণ বিস্তারিত রইল আমাদের আজকের এই প্রতিবেদনে।

  • কোথায় কাজের সুযোগ?

প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে হরলিক্স ফ্যাক্টরিতে কাজের সুযোগ রয়েছে।

  • কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

মূলত হেল্পার, অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে।

কোথায় কাজের সুযোগ পাবেন চাকরি-প্রার্থীরা?

যারা যারা এখানে নির্বাচিত হবেন তারা কলকাতায় চাকরির সুযোগ পাবেন।

  • এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণী দশম শ্রেণী কিংবা দ্বাদশ শ্রেণির পাস হতে হবে।

বয়স :-১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে চাকরি প্রার্থীর বয়স।

  • বেতন কত এবং কী কী সুবিধা পাবেন?

এখানে চাকরিপ্রার্থীদের বেতন হবে ১৪৭০০ টাকা থেকে ১৬৩০০ টাকা পর্যন্ত। এর সঙ্গে পেয়ে যাবেন প্রত্যেক মাসে থাকা ও খাওয়া ফ্রি।

কী কী কাজ করতে হবে?

হরলিক্সের জলের ফ্যাক্টরিতে মূলত প্যাকিং লেভেলিং সিল স্ক্যানিং করাই চাকরিপ্রার্থীদের মূল কাজ হবে।।

কাজের সময় :-এখানে প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ করতে হবে। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদনযোগ্য।

নিয়োগ পদ্ধতি:-স্পট জয়িং এর মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে।

কীভাবে করবেন আবেদন?

9123371252 আবেদন করার জন্য ফোন করতে হবে এই নম্বরে। অবশ্যই সকাল ১০ টা থেকে রাত আটটার মধ্যে ফোন করবেন। মাত ৩০টি ভ্যাকেন্সি রয়েছে তাই যারা আগে ফোন করবেন তারাই সুযোগ বেশি পাবেন।

কী কী কাজ করতে হবে?

হরলিক্সের জলের ফ্যাক্টরিতে মূলত প্যাকিং লেভেলিং সিল স্ক্যানিং করাই চাকরিপ্রার্থীদের মূল কাজ হবে।।

কাজের সময় মোট কত?

এখানে প্রতিদিন ৮ ঘণ্টা করে কাজ করতে হবে। পুরুষ এবং মহিলা উভয়ই আবেদনযোগ্য।

আরোও পড়ুন:

শাহরুখ, ঐশ্বরিয়ার সন্তানদের স্কুলের বেতন কত জানলে অবাক হবেন?

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group