কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি দেওয়া শুরু রাজ্য সরকারের, কিভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত।
কৃষকদের কৃষিকার্যে ব্যবহৃত যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি প্রদান করছে রাজ্য সরকার। ইতিমধ্যে ভর্তুকি প্রদানের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, তাহলে আপনিও এই ভর্তুকির অনুদান পাবেন, তবে তার জন্য রাজ্য সরকারের কৃষি যন্ত্রপাতি সরকারি ভর্তুকি পোর্টালে আবেদন করতে হবে। কৃষি যন্ত্রপাতি কেনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে ৮০ শতাংশ ভর্তুকি প্রদান করা হচ্ছে রাজ্যের কৃষকদের। যে হারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তার সাথে সাথে কৃষিকার্যের সাথে সংযুক্ত যন্ত্রপাতির দামও অনেক বেড়েছে। একজন কৃষককে যে পরিমাণ অর্থ খরচ করে চাষাবাদ করতে হয়, তারপরেও কৃষি যন্ত্রপাতি কিনতে হলে ফসল ফলানোর পরে লাভের পরিমাণ তেমন অবশিষ্ট থাকে না। এইজন্য রাজ্য সরকারের তরফে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক সুরাহা করার জন্য কৃষি যন্ত্রপাতি কেনায় ভর্তুকি প্রদান করছে।
রাজ্য সরকার রাজ্যের কৃষকদের অর্থনৈতিক সহায়তা দেওয়ার জন্য কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি ছাড়াও কৃষক বন্ধু প্রকল্প এনেছেন, যার মাধ্যমে কৃষকদের অনুদান দেওয়া হয়। এই অনুদান কৃষি কার্যের অনেক সহায়তা ঘটিয়েছে, তার সাথে কৃষকদের জীবনের মান উন্নয়ন ঘটানোতেও অনেকটা ভূমিকা পালন করে।
২০২৫ সালের রাজ্য সরকারের তরফ থেকে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ভর্তুকি দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে। আপনিও যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে কিভাবে এই ভর্তুকি পাবেন, সেই সংক্রান্ত তথ্য জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
আরোও পড়ুন:- ফ্লিপকার্ট দিচ্ছে বিশেষ চাকরির সুযোগ, মাস গেলে বাড়িতে বসেই ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় করুন
২০২৫ থেকে ২০২৬ অর্থ বর্ষের জন্য কোন কোন কৃষি যযন্ত্রপাতিতে কত শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে :-
কৃষকেরা যে সমস্ত যন্ত্রপাতি চাষাবাদের জন্য ব্যবহার করে থাকেন তার বেশিরভাগ যন্ত্রপাতি ভর্তুকি মাধ্যমে কিনতে পারবেন। তার মধ্যে রয়েছে কম্বাইন হারভেস্টার, পাওয়ার টিলার, থ্রেসার, কৃষি ড্রোন, সোলার পাম্প সেট, ধান মাড়াই যন্ত্র সহ আরও নানা আধুনিক সরঞ্জাম।
এই সমস্ত কৃষি যন্ত্রপাতিতে সরকারি ভর্তুকির পরিমাণ রয়েছে ৪০ থেকে ৮০ শতাংশ। অর্থাৎ আপনি সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৪ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পেয়ে যাবেন রাজ্য সরকারের তরফ থেকে।
যন্ত্রাংশ অনুযায়ী ভর্তুকির পরিমাণ :-
ছোটো কৃষি যন্ত্রপাতি ভর্তুকি পরিমাণ ৫০%, সর্বাধিক ১০ হাজার টাকা দেওয়া হবে।
শক্তিচালিত যন্ত্রপাতি – ভর্তুকি পরিমাণ ৫০-৬০%, অর্থাৎ সর্বাধিক ১ লক্ষ টাকা।
কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র (CHC) – ভর্তুকি পরিমাণ ৪০%, ন্যূনতম ৮ লক্ষ টাকা।
কৃষি যন্ত্রপাতি ব্যাঙ্ক বা গোষ্ঠী (FMH/FMB) – ভর্তুকি পরিমাণ ৪০%, সর্বাধিক ২৪ লক্ষ টাকা।
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট :-
১) আধার কার্ড,
২) ভোটার কার্ড,
৩) ব্যাঙ্কের পাশবই,
৪) প্যান কার্ড(যদি থাকে),
৫) জমির খতিয়ান,
৬) পাসপোর্ট সাইজের ফটো ইত্যাদি।
আবেদন প্রক্রিয়া :- সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য কৃষকদের অনলাইনে আবেদন জানাতে হবে। এছাড়াও FSSM ও OTA-SFI প্রকল্পের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি কেনার জন্য “আমাদের পাড়া আমাদের সমাধান” ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারেন।
অনলাইন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়া :–
১) আগ্রহী কৃষকদের অনলাইনে আবেদন করতে হলে www.wbfms.wb.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে, প্রদত্ত রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
৩) আপনি যে যে যন্ত্রপাতি গুলো কিনতে ইচ্ছুক সেগুলো নির্বাচন করুন।
৪) এরপর আবেদন পত্র সঠিকভাবে পূরণ করে উল্লেখিত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৫) আবেদন জমা দেওয়ার পর কৃষি আধিকারিক দ্বারা যন্ত্রপাতির যাচাই হবে এবং সফল যাচাইয়ের পর, ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
২০২৫ – ২০২৬ অর্থবর্ষের জন্য আপনি এই বছরের অর্থাৎ ২০২৫ এর ৬ই নভেম্বর পর্যন্ত আবেদন করার সময় সীমা পাবেন।
কৃষকদের কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক সহায়তা হয়। কৃষি যন্ত্রপাতি কিনতে যে পরিমাণ খরচ হয় কৃষকদের, তার ফলে কৃষকদের অর্থনৈতিক অনেকটাই চাপ পড়ে যায়। কৃষিকাজ করে যতটুকু লাভ তারা পেয়ে থাকে, কৃষিজাত যন্ত্রপাতি কিনতে তার বেশি খরচা হয়ে যায়। এর ফলে কৃষকদের অর্থনৈতিক সংকট দেখা দেয়। কৃষি যন্ত্রপাতিতে সরকারি ভর্তুকি কৃষকদের অর্থনৈতিক সচ্ছলতা আনবে এবং তাদের জীবনের মান উন্নয়ন ঘটবে।




