রাজ্যের প্রত্যেক মহিলা প্রতিদিন পাবে ১০০ টাকা। ঘোষণা সরকারের।

লোকসভা নির্বাচনের আবহে রাজনৈতিক মহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ঘিরে প্রচার এবং প্রতিশ্রুতির অন্ত নেই। আর এবারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে এমন এক দাবি প্রকাশে আনা হলো যা শুনে রীতিমতো চোখ কপালে উঠেছে সাধারণ জনগণের। আজ্ঞে হ্যাঁ, এই লোকসভা নির্বাচন চলাকালীন নির্বাচনী প্রচারে দাবি করা হয়েছে যে, আগামী দিনের লক্ষ্মীর ভান্ডারে ৩০০০ টাকা করে পাবেন রাজ্যের গৃহলক্ষ্মীরা। আর আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্ধিত অনুদান এবং কবে থেকে বর্ধিত অনুদান দেওয়া হবে তা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

লক্ষীর ভান্ডারে ৩০০০ টাকা: নির্বাচনী প্রচারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে হাতিয়ার করে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছে শাসক দল এবং বিরোধী দলগুলি। আর এমনই এক নির্বাচনী প্রচার সভায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার জনগণের উদ্দেশ্যে জানিয়েছেন যে, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে আগামী দিনে বাংলার গৃহলক্ষ্মীরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় ৩০০০ টাকা করে অনুদান পাবেন।

পরবর্তীতে শুভেন্দু অধিকারী অমিত শাহের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জানান যে, বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডারের আওতাধীন মহিলাদের প্রতিদিন ১০০ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় ১ মাসে ৩০০০ টাকার অনুদান দেওয়া হবে। এর পাশাপাশি, এদিনের নির্বাচনের সভায় তিনি আরো জানান যে, রাজ্যের শাসক দলের তরফে দাবি তোলা হয়েছে বিজেপি ক্ষমতায় এলে আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ করে দেওয়া হবে। কিন্তু তা কোন মতেই হবে না বরং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি করে দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ খবর: আপনি যা দেবেন পোস্ট অফিস দেবে তার দ্বিগুন। সাধারণ মানুষের জন্য পোস্ট অফিসের নতুন স্কিম।

প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় জেনারেল এবং ওবিসি সম্প্রদায়ভুক্ত মহিলারা ১০০০ টাকার অনুদান পেয়ে থাকেন এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১২০০ টাকার অনুদান পেয়ে থাকে। নতুন আর্থিক বছর শুরু হওয়ার সাথে সাথেই রাজ্য সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল। ইতিপূর্বে রাজ্যের গৃহলক্ষীরা এই প্রকল্পের আওতায় ৫০০ টাকায় এবং ১০০০ টাকার অনুদান পেতেন, কিন্তু বিগত এপ্রিল মাসে তা বৃদ্ধি করে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করা হয়েছে। তবে আগামী দিনে বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তা ৩০০০ টাকায় পৌঁছাবে বলেই দাবি করা হয়েছে।

Every woman get 100 rupees daily (প্রত্যেক মহিলা প্রতিদিন পাবে ১০০ টাকা)

কবে থেকে তিন হাজার টাকা করে পাওয়া যাবে? : বিভিন্ন সূত্রের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে তবে লক্ষ্মীর ভান্ডারের অধীনে ৩,০০০ টাকার অনুদান পাওয়া যাবে। অর্থাৎ এই চলতি বছরের লোকসভা নির্বাচনে বিজেপি জয়ী হলেই যে ৩০০০ টাকা পাওয়া যাবে তা নয়। আগামী দিনে পুনরায় যে বিধানসভা নির্বাচন হবে তাতে যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তবেই এই ৩,০০০ টাকার অনুদান পাবেন রাজ্যের গৃহলক্ষ্মীরা।