BusinessLatest News

FD SCHEME : বাড়িতে বসেই প্রত্যেক মাসে আয় করুন ১৫ হাজার টাকা, এসবিআই এর নতুন FD স্কিম, জানুন বিস্তারিত!

প্রত্যেক ব্যক্তির একটি নিজস্ব সেভিংস অ্যাকাউন্ট থাকে। তবে বিনিয়োগ করার জন্য এবং প্রত্যেক মাসে ভালো ইন্টারেস্ট পাওয়ার জন্য বিভিন্ন ফিক্সড ডিপোজিট স্কিমে অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে সেক্ষেত্রে কোন ব্যাংকের বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে ভালো সুদ দেওয়া হয় এবং যার থেকে একটি ভালো পরিমাণ অর্থ মাসিক আয় হিসাবে আপনি পাবেন সেটা খুঁজে পাওয়া দরকার। আজকের এই প্রতিবেদনে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে আলোচনা করব যেখানে আপনি মাসে বাড়িতে বসেই আয় করতে পারবেন ১৫ হাজার টাকা। এসবিআই ব্যাংকের কোন ফিক্সড ডিপোজিট স্কিমের কথা বলা হচ্ছে এবং কত টাকা বিনিয়োগ করলে আপনি মাসে ১৫০০০ টাকা করে সুদ পাবেন এই সম্পূর্ণ তথ্য জানতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

FD SCHEME এ বিনিয়োগের মেয়াদ : – বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় এমন একটি FD স্কিমের কথা বলা হচ্ছে যেখানে আপনি ৫ থেকে ১০ বছরের মেয়াদে বিনিয়োগ করতে পারবেন।

FD SCHEME এ সুদের হার : – স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার দেওয়া হচ্ছে 6.05%। সিনিয়র সিটিজেনদের জন্য এই রেট কিছুটা বেশি রয়েছে। সেটা হলো 7.05%।

FD স্কিম এ মাসে ১৫ হাজার টাকা করে সুদ পেতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে?

সাধারণ গ্রাহকদের জন্য ৬.০৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে, তাহলে একজন ব্যক্তিকে ২৯.৭ লক্ষ টাকা থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হবে। মাসে ১৫০০০ টাকা সুদ মানে বছরে সুদের পরিমাণ দাঁড়াচ্ছে ১ লক্ষ ৮০ হাজার টাকা।

সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যেহেতু সুদের পরিমাণ একটু বেশি রয়েছে অর্থাৎ রয়েছে ৭.০৫ শতাংশ। এক্ষেত্রে বছরে ১ লক্ষ ৮০ হাজার টাকা সুদ পেতে হলে ২৫. ৫ লক্ষ টাকা থেকে ২৬ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হবে।

FD SCHEME (ফিক্সড ডিপোজিট) এর সুবিধা : – বর্তমানে চাকরি বা ব্যাবসার পাশাপাশি যদি আপনি আরেকটি স্থায়ী আয়ের উৎস রাখতে চান তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট এই স্কিমটি আপনার জন্য খুবই ভালো। ঘরে বসেই কোনোরকম চিন্তাভাবনা ছাড়াই মাসিক ১৫ হাজার টাকা করে আপনি আয় করতে পারবেন। আর এই আয় আসবে সম্পূর্ণ সুদের উপর নির্ভর করে। চাকরি বা ব্যাবসা জিবি ছাড়াও যে সমস্ত ব্যক্তিরা অবসর গ্রহণ করেছেন তাদের জন্য এই স্কিমটি খুবই গুরুত্বপূর্ণ।

এছাড়াও এই স্কিমের উপর রয়েছে কর ছাড় পাওয়া সুবিধা। আপনার আই যদি কর যোগ্য সীমার মধ্যে পড়ে তাহলে কিছু কম হতে পারে। সে ক্ষেত্রে কর বাদ দিয়ে ১৫ হাজার টাকা হাতে পেতে চাইলে বিনিয়োগ আরো কিছুটা বাড়াতে হতে পারে।

সুতরাং এটাই বলা যায় আপনি যদি বাড়িতে বসে একটি নিরবচ্ছিন্ন আয়ের উৎসকে খোলা রাখতে ইচ্ছুক থাকেন তাহলে fixed deposit নিয়োগ করা আপনার জন্য সব থেকে উত্তম কাজ হবে। একসঙ্গে এতগুলো টাকা বিনিয়োগ করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার তবে আপনি যদি প্রত্যেক মাসে একটা মিনিমাম টাকা জমিয়ে রাখতে পারেন তাহলে সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ৩০ লক্ষ টাকা এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ২৬ লক্ষ টাকা একসঙ্গে জোগাড় করা খুব একটা বড়ো ব্যাপার নয়। একটু কষ্ট করে যদি আপনি এই বিনিয়োগ অঙ্কটা ফিক্সড করতে পারেন তাহলেই প্রত্যেক মাসে আপনি কোন রকম চিন্তা ছাড়াই বাড়িতে বসেই মাসিক ১৫ হাজার টাকা করে আয় করতে পারবেন।
আপনি যদি এই SBI এর FD SCHEME এ বিনিয়োগ করতে ইচ্ছুক হন, তাহলে আপনার নিকটবর্তী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখায় গিয়ে ব্যাংক আধিকারিকদের সাথে যোগাযোগ করে আরও ভালোভাবে এই স্কিম সম্পর্কে জেনে বিনিয়োগ করে মাসিক ১৫ হাজার টাকা আয়ের সুবর্ণ সুযোগ পেয়ে যান।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group