পুজোর আগেই আসছে আইফোন-১৭, আরও কম দামে পুরনো মডেলের কোন কোন আইফোন পাবেন?
শারদ উৎসব আসতে হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। পুজোর আগে আগে যেমন সবাই ঘর সাজাবার জন্য এবং নিজেকে সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, তার জন্য নতুন জামা কাপড় কিনে থাকে, তেমনি অনেকেই পুজোয় নিজের হাতের মুঠোফোনটি পরিবর্তনের কথা ভেবে থাকে। উৎসব মানেই অনেক অনেক ছবি তোলা আর তার জন্য নতুন মডেলের ফোন কিনতে অনেকেই পছন্দ করেন। একটি ফোন ব্যবহার করতে করতে সেটার পিকচার ক্যাপাসিটি ও কোয়ালিটি থেকে শুরু করে অন্যান্য আরও সিস্টেমের সমস্যা হয়, এই জন্য কিছু বছর অন্তর আপনার হাতের মোবাইল সেটটি পরিবর্তন করা প্রয়োজন। এছাড়াও মোবাইল কোম্পানিগুলো পুজোর আগে নিত্যনতুন ফোনের মডেল নিয়ে আসে বাজারে, যেগুলোর মধ্যে রয়েছে আরও উন্নত মানের ফিচার। এই ফোনগুলো পুজোর আগে আগে আপনি ক্রয় করলে পেতে পারেন বিশেষ ছাড়। পুজোর আগেই এমনই একটি উন্নত ফিচার সম্পন্ন ফোন আপনি পেয়ে যাবেন আপনার বাজেটের মধ্যে।
মার্কিন টেক জায়ান্ট সংস্থা অ্যাপ্ল 9 সেপ্টেম্বর বাজারে আনতে চলেছে আইফোন-১৭ সিরিজ। এই কোম্পানি যেমন নতুন মডেল আনতে চলেছে বাজারে তার সাথে সাথে কিছু পুরনো মডেলের আইফোন এবং ঘড়ি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এইজন্য তাদের পুরনো যে মডেল গুলো রয়েছে সেই মডেলের ফোনগুলি আপনারা পেয়ে যাবেন আরও অনেক কম মূল্যে। পুজোর আগেই এই বিশেষ অফারের সুযোগ পাবে আমজনতা।
চলতি বছরের ৯ সেপ্টেম্বর আইফোন-১৭ সিরিজ় বাজারে আনছে মার্কিন টেক জায়ান্ট সংস্থা অ্যাপ্ল। সেই সঙ্গে পুরনো মডেলের বেশ কয়েকটি আইফোন এবং ঘড়ি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে সেগুলি ব্যাপক সস্তায় কেনার সুযোগ পাবে আমজনতা। নতুন সিরিজ আপডেট করার সাথে সাথে এবং নতুন মডেল তৈরি করার সাথে সাথে পুরনো যে ছয়টি মডেল সিরিজ রয়েছে আইফোনের, সেগুলি আপনারা পেয়ে যাবেন আপনাদের বাজেটের মধ্যেই। দেখে নেওয়া যাক বাতিল হওয়া আইফোন মডেলগুলোর মধ্যে কোনগুলো তালিকায় রয়েছে :-

আইফোন-১৭, আইফোন-১৭ এয়ার, আইফোন-১৭ প্রো এবং আইফোন-১৭ প্রো ম্যাক্স আইফোনের এই সিরিজ গুলো নতুন আসতে চলেছে বাজারে। আইফোনের এই সিরিজের ফোনগুলি বাজারে আসার পর চিরতরে বন্ধ হয়ে যাবে আইফোন-১৬ প্রো এবং আইফোন-১৬ প্রো ম্যাক্স। এতদিন যে সমস্ত আমজনতা এই ফোনগুলি কিনতে পারেননি অর্থাৎ দামের জন্য কেনার সাধ্য ছিল না, তাদের কাছে এটাই বিরাট সুযোগ। আপনার সাধ্যের মধ্যেই থাকছে এই ফোন গুলির দাম।
প্রসঙ্গত, মার্কিন টেক জায়ান্ট সংস্থাটি সাধারণত দুটি প্রো প্রজন্মের ফোন একসঙ্গে বিক্রি বন্ধ করে দেয় না। যদিও এর আগে আইফোন ১৫- প্রো সিরিজের ক্ষেত্রেও এই একই নীতি অনুসরণ করতে দেখা গিয়েছিল মার্কিনটেক জায়ান্ট সংস্থাটির। আপনারা ৯ সেপ্টেম্বরের পর থেকে বিভিন্ন মোবাইল দোকানে আইফোন- ১৬ প্রো এবং আইফোন16 pro max পেয়ে যাবেন খুচরো বিক্রেতাদের কাছ থেকে। এছাড়াও আপনি যদি অনলাইনে এই ফোন দুটি ক্রয় করতে ইচ্ছুক থাকেন, তাহলেও অ্যামাজন বা ফ্লিপকার্ট এর মতো ই-কমার্স সাইটগুলোতেও নির্দিষ্ট ছাড়ে ফোনগুলি ক্রয় করতে পারবেন। সুতরাং বোঝাই যাচ্ছে আইফোন ১৬ এবং iphone 16 pro max খুবই কম দামে আপনারা কেনার সুযোগ পাচ্ছেন। তবে এটাও মনে রাখবেন আইফোন- ১৫ এবং iphone ১৫ pro max চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপর থেকে আর বাজারে এই ফোন দুটি কিনতে পারবেনা ক্রেতারা।
আপনারা যদি আপনাদের বাজেটের মধ্যে iphone 16 এবং iphone 16 pro max কিনতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার কাছাকাছি মোবাইল শপ একবার খোঁজ নিতে পারেন এছাড়াও অনলাইন এই কমার্স সাইটগুলি ভিজিট করে নিন।




