পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার শুনানি শেষ, মামলার রায় কার পক্ষে যেতে চলেছে! রাজ্য সরকার এবং মামলাকারীদের বক্তব্য কি ?
রাজ্য সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি নিয়ে একাধিকবার মিছিল, মিটিং হওয়ার পরে মামলা করেন রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রের সমান হারে রাজ্য সরকারি কর্মচারীদের DA বৃদ্ধির দাবিতে এই মামলা উঠেছিল।
প্রসঙ্গত রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির দাবি নিয়ে প্রথমে SAT এবং কলকাতা হাইকোর্টে মামলা শুরু হয়। এরপরই মামলা সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছায়। যদিও যদিও ৮ ই সেপ্টেম্বর এই মামলার শেষ শুনানি হয়ে গিয়েছে। তবুও আদালতের পক্ষ থেকে এখনো রায় ঘোষণা করা হয়নি। রায় ঘোষণার আগে আদালতের পক্ষ থেকে মামলাকারী দুই উভয় পক্ষকেই নিজের স্বপক্ষে আরো কিছু যুক্তি দিয়ে তথ্য পাস করতে বলেছেন। এ যুক্তির স্বপক্ষেই আদালত রায় ঘোষণা করবেন।
একপ্রকার রাজ্য সরকার কেন্দ্রের সমান হারে DA দিতে অপারগ বলেই পাল্টা মামলা দায়ের করেন। মামলা শুনানি রায় কার পক্ষে যেতে চলেছে? রাজ্য সরকার নাকি রাজ্য সরকারি কর্মচারী শেষ হাসি কারা হাসতে চলেছে? অবশেষে কি রাজ্য সরকারি কর্মচারীদের বাড়তে চলেছে DA? এ সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে প্রতিবেদনে। সম্পন্ন প্রতিবেদনটির মনোযোগ সহকারে পড়ুন।
রাজ্য সরকারি কর্মচারীদের অনেক দিন ধরে চলে আসা বকেয়া DA বৃদ্ধির শুনানি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় ঘোষণার পালা। রায় ঘোষণার আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন মামলাকারী উভয় পক্ষকে নিজেদের স্বপক্ষে যুক্তি দেখিয়ে তথ্য প্রকাশ জমা দিতে। সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, দুই সপ্তাহের মধ্যে এই তথ্য জমা দিতে হবে। প্রথমে রাজ্য সরকারকে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এরপরে রাজ্য সরকারি কর্মচারীদের জমা দিতে বলা হয়েছে।
ইতিমধ্যে নবান্ন তরফ থেকে কিছু নথি জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে। নবান্নের তরফ থেকে দেওয়া নতুন নথি চিন্তায় ফেলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। শুনানি শেষে রাজ্য সরকারের এই নথি কি কোনভাবে মামলার রায় রাজ্য সরকারের দিকে ঘুরিয়ে দিতে পারে, এই নিয়ে চিন্তায় রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকার ও বা কোন নতুন যুক্তি দেখিয়েছেন কেন্দ্রের সমান হারে DA না বাড়ানোর জন্য।
আরোও পড়ুন:- সস্তা হলো রেল নীর জল, কত টাকা কমলো দাম!
কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে রাজ্য সরকারের যুক্তি :-
রাজ্য সরকার জানিয়েছেন, কোন রাজ্যের রাজ্য সরকারের কর্মচারীদের DA দেওয়া নির্ভর করে সেই রাজ্যের রাজকোষ এবং পরিকাঠামো গত অবস্থার উপর। রাজ্য সরকার আরো জানিয়েছেন, সংবিধানের ৩০৯ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতিটি রাজ্যের নিজস্ব কর্মচারীদের বেতন ও ভাতা নির্ধারণের স্বাধীন অধিকার রয়েছে প্রত্যেক রাজ্যের। কোন রাজ্যের বা কেন্দ্রের কোন সার্ভিস রুলে লেখা নেই যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীকে কেন্দ্রীয় হারে DA দিতে হবে। এমনকি তিনি এটাও জানিয়েছেন সরকারি কর্মচারীদের ডিএ তাদের মৌলিক অধিকার নয়। রাজ্যের নীতি এবং নিয়মের উপর নির্ভর করেই রাজ্য সরকারি কর্মচারীদের DA নির্ধারিত করা হয়। এজন্য রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের ওপর দিয়ে বাড়ানোর দাবিতে চাপ আনতে পারেনা। তবু রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের তাদের প্রাপ্ত DA থেকে কখনোই বঞ্চিত করেননি। কিন্তু DA দেওয়া নির্ভর করবে রাজ্য সরকারের আর্থিক অবস্থার উপর।
অন্যান্য অনেক রাজ্যই কেন্দ্রের সমান হারে DA প্রদান করে না, যখন আদালতের থেকে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয় যে, অন্য আর কোন রাজ্য কেন্দ্রীয় DA সূচক না মেনে DA দিচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের? এরপরেই পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে জমা দেওয়া লিখিত বক্তব্যে জানিয়েছে, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করে না। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে কেরল, ছত্তীসগঢ়, হিমাচল প্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলঙ্গানা এবং ত্রিপুরা। এই তালিকার অধিকাংশ রাজ্যে বিজেপি সরকার বা তাদের জোট সরকার ক্ষমতায় রয়েছে, কেবল কেরল ও কর্নাটক ব্যতিক্রম।
রাজ্য সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি নিয়ে যুক্তি :- রাজ্য সরকারি কর্মচারীরা জানিয়েছেন, রাজ্য সরকার খেয়াল খুশির মতন DA বৃদ্ধি করে থাকেন। এটা কখনোই কাম্য নয় তাদের কাছে। তাদের মত অনুযায়ী, বেতন কমিশনের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর DA বৃদ্ধি করা উচিত এবং বকেয়া DA কিস্তিতে মিটিয়ে দেওয়া উচিত।
মামলার সম্ভাব্য ভবিষ্যৎ :- আদালতের শেষ শুনানি সম্পন্ন হওয়ার পরে আদালত শেষবারের মতন রায় ঘোষণার আগে মামলাকারী উভয় পক্ষকে নিজ নিজ পক্ষে যুক্তি দেওয়ার জন্য বিবৃতি পাস করতে বলেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বিবৃতি দেওয়া হয়ে গিয়েছে। ডিএ কেন্দ্রীয় হারের বৃদ্ধি না করার জন্য তাদের যুক্তি তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। এইদিকে রাজ্য সরকারি কর্মচারীদের DA বৃদ্ধি করার যুক্তি দেখি তারা ইতিমধ্যেই বিবৃতি পাস করার প্রক্রিয়ায় রয়েছেন। এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছেন লাখ লাখ রাজ্য সরকারি কর্মচারী। তারা আশা করে রয়েছেন মামলার রায় তাদের দিকেই যাবে। অন্যদিকে রাজ্য সরকার রাজ কোষের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে কেন্দ্রীয় হারে DA বৃদ্ধি না করার দিকেই যাতে রায় ঘোষণা হয় এমনটাই আশা করছেন আদালতের তরফ থেকে। মোদ্দা কথা, রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে DA বৈষম্য নিয়ে এই মামলার রায় এক যুগান্তকারী ঘটনার সাক্ষী থাকবে।




