Latest News

125 টাকার কম দামে পেয়ে যানAirtel এর দুর্দান্ত 5টি প্ল্যান, এর সাথে রয়েছে 20GB পর্যন্ত ডেটা, সাথে বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন পাওয়ার সুবিধা। জানুন বিস্তারিত

যে সমস্ত টেলিকম কোম্পানিগুলো রয়েছে ইন্ডিয়ায় তার মধ্যে প্রথম সারির টেলিকম কোম্পানিগুলোর মধ্যেই যে নামটি রয়েছে সেটি হল airtel। বর্তমানে এয়ারটেল কোম্পানির সঙ্গে যুক্ত গ্রাহকের সংখ্যা অনেক। যখন হঠাৎ করে জিও কোম্পানি রিচার্জ এর দাম অনেকটা বাড়িয়ে দিয়েছিল, সেই সময়ও এয়ারটেল কোম্পানি সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে ন্যূনতম দামে এয়ারটেল প্যাকেজ রেখেছিল। যেভাবে দিন প্রতিদিন রিচার্জ প্ল্যান এর দাম বাড়ছে, প্রত্যেক মাসে রিচার্জের জন্য অর্থ ব্যয় করাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পুজোর আবহে এয়ারটেল কোম্পানি দিচ্ছে দারুন অফার। সাধারণ নাগরিকদের জন্য খুবই অল্প দামে রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। এই রিচার্জ প্লানে শুধুমাত্র টকটাইম অফার থাকবে তা নয়, ২০ GB পর্যন্ত ডেটা এবং বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন।

এয়ারটেল কোম্পানি ১২৫ টাকার কম দামে দুর্দান্ত ৫ টি এয়ারটেল রিচার্জ প্ল্যান নিয়ে এসেছেন। আপনি আপনার পছন্দ মতন একটি প্ল্যান বেছে নিতে পারেন। দেখে নেওয়া যাক এয়ারটেলের তরফ থেকে ১২৫ টাকার কম দামে কোন পাঁচটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে:-

বিভিন্ন টেলিকম কোম্পানিগুলোর রিচার্জ প্লানের যে পরিমাণ ডেটা দিয়ে থাকে অনেক সময় দৈনিক ব্যবহারের ফলে সময়ের আগে ডেটা শেষ হয়ে যায়। অনেকেই দিনের বাকি ওইটুকু সময়ের জন্য নেট রিচার্জ করতে ইচ্ছা বোধ করেন না। কিন্তু airtel কোম্পানির তরফ থেকে অনেক কম দামে ২০ GB ডেটা সহ রিচার্জ প্ল্যান অফার করছে যেখানে আপনি দৈনিক ডেটা শেষ হয়ে যাওয়ার পরেও কিছু টাকা ব্যয় করে, এই রিচার্জ প্ল্যান কিনলে বাড়তি সুবিধা পেয়ে যাবেন।

আরোও পড়ুন:- জীবন্ত সাপ গলায় পেচিয়ে ট্রেনের মধ্যে দেদার ব্যবসা এক যুবকের! ভিডিও প্রকাশ হতেই হইচই সোশ্যাল মিডিয়ায়

১) 33 টাকার এয়ারটেল ডেটা প্যাক :-
আপনি যদি ৩৩ টাকার এই এয়ারটেল ডেটা প্যাক রিচার্জ করেন তাহলে একদিনের ভ্যালিডিটি পাবেন। আপনি এই রিচার্জে ২ জিবি ডেটা পেয়ে যাবেন।
২) 121 টাকার Airtel ডেটা প্যাক:-
এই এয়ারটেল ডেটা প্যাকের ভ্যালিডিটি রয়েছে 30 দিন। কোম্পানি ইন্টারনেট ব্যবহারের জন্য আপনাকে 6 জিবি ডেটা অফার করে।
৩) 49 টাকার এয়ারটেল ডেটা প্যাক:-

এই রিচার্জ প্ল্যান রয়েছে মেয়াদ একদিনে। এই রিচার্জ প্লানে আপনি ২০ জিবি হাইস্পিড ডেটা পেয়ে যাবেন। ডেটা সীমা শেষ হওয়ার পরে, প্ল্যানে স্পিড কমে 64kbps কমে যাবে।
৪) 100 টাকার Airtel ডেটা প্যাক:-
১০০ টাকার এই ডেটা প্যাকে আপনি 30 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এই প্ল্যানে কোম্পানি 6GB ডেটা দিচ্ছে, এছাড়া প্ল্যানে কোম্পানি 22টির বেশি OTT অ্যাপ অ্যাক্সেস দিচ্ছে।

৫) 99 টাকার এয়ারটেল ডেটা প্যাক:-
৯৯ টাকার এই ডেটা প্যাকে 2 দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন। এই প্ল্যানে আপনি ইন্টারনেটের জন্য 20 জিবি ডেটা অফার পেয়ে থাকবেন। ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64Kbps হয় যাবে।

অর্থাৎ এয়ারটেল কোম্পানি তরফ থেকে ১২৫ টাকার কম দামে সেরা সেরা নেট রিচার্জ অফার দিচ্ছে। এর ফলে আপনার দৈনিক ডেটা যদি শেষ হয়েও যায় তাহলে অল্প টাকা খরচ করে আপনি বাড়তি সুবিধা পেয়ে যাবেন। এছাড়া যারা খুব কম নেট খরচ করে তাদের জন্য এই প্ল্যানগুলো খুবই কার্যকর হবে।

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group