Latest NewsTrending

স্বস্তিকা মুখার্জির মোটা থাই ও চমকানো ফিগার দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ফটো শেয়ার করলেন, বয়স বাড়ার সাথে সাথে এর নিজের যৌবন কি, কিভাবে একুশে ধরে রেখেছে স্বস্তিকা।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করাতে নেটিজেনদের মনে অনেক রকম আবেগ বাসাবাদতে থাকে স্বস্তিকাকে গিয়ে। ছবিটি পোস্ট করেছিল সুইমিংপুলে গিয়ে একটি গাছের হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্বস্তিকা মুখার্জি পরনে তার রয়েছে সুইমিং ড্রেস তাতে দেখা যাচ্ছে তার মোটা মোটা থাই। ছবিটি পোস্ট করার সাথে সাথে তাকে ট্রোল করা হয়েছিল সেই প্রসঙ্গে স্বস্তিকা উত্তরে কি জবাব দিয়েছে জেনেনিন।

স্বস্তিকা মুখার্জী টলিউডের এমন এক অভিনেত্রী যিনি তার অভিনয়ের জোরে ও বাস্তববাদী প্রতিবাদী এক মুখ স্পষ্ট উত্তর দিতে তিনি সবসময় পছন্দ করেন কাকে ঘিরে টলিপাড়ায় তর্ক-বিতর্ক বা ট্রলিং হয় না এমনটা নয়, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়াতে তার একটি ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। সুইমিং ড্রেসে সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ফটোশুট করেছেন স্বস্তিকা মুখার্জি। তারপর তাকে বিস্তর কটাক্ষ সহ্য করতে হয়েছিল।

সুইমিং স্যুট পড়া নিয়ে কি বললেন নায়িকা স্বস্তিকা ?

খুব শীঘ্রই হইচই প্লাটফর্মে তার একটি নতুন সিরিজ আসছে বিজয়া সেখানে মুখ্য অভিনয়ে দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে এবং একজন মায়ের চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখার্জিকে। এক সাক্ষাৎকারে তিনি বলেন মা কি কি করলে হওয়া যায় সেটা নিয়ে কথা আলোচনা করলেন তিনি ভালো মায়েদের বড় হবে চুল কাটতে পারবেনা ভালো মায়েরা সিগারেটা মদ খায় না একই সঙ্গে কিছুদিন আগে সুইমিং সুট পড়া নিয়ে যেয়ে ট্রোল হয়েছিল সেটাও জবাব দেন তিনি।

স্বস্তিকা মুখার্জি বলেন ভালো মা হতে গেলে হাত কাটা ব্লাউজ প্রথমে বন্ধ করুন, সুইমিং কস্টিং করা যাবেনা, তবে আমি জানিনা ভালো মায়েরা কি করে। সমাজে কোন পোশাকটি? শালীন কোন পোশাকটি অশ্লীল এটা সকলে দেখে বিচার করে আমি সুইমিং ড্রেস পড়ে যখন ফটোশুট করি তখন অনেকে অনেক ধরনের মন্তব্য করে তবে আমি তাদেরকে বলবো সুইমিং ডেস এ তো আর শাড়ি বা নাইটি হতে পারে না সুইমিং ড্রেস তো সুইমিংই হয় তাই আমার মোটা থাই বা অসাবিক মোটা চেহারা দেখে অনেকে অনেক ধরনের মন্তব্য করছে তাদের বলব আপনারা যদি সুইমিং জানেন তাহলে এই সমস্ত মন্তব্য করবেন না এমনই বলে প্রেস কনফারেন্স থেকে চলে যান নায়িকা স্বস্তিকা মুখার্জি

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Back to top button
Join Group Join Group