Blog

মহিলাদের জন্য পোস্ট অফিস নিয়ে এলো নতুন স্কিম। অল্প টাকা জমিয়ে পাওয়া যাবে লক্ষাধিক টাকা।

সাধারণ জনগণের সুবিধার খাতিরে কেন্দ্রীয় সরকারের তরফে পোস্ট অফিসের মাধ্যমে কতগুলি বিশেষ স্কিম কার্যকর করা হয়েছে, যে সমস্ত স্কিমে বিনিয়োগের মাধ্যমে সাধারণ নাগরিকরা কোনরকম ঝুঁকি ছাড়াই অর্থ উপার্জন করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকরী তেমনি এক বিশেষ স্কিম হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম। আর আজকের এই পোস্টটি পড়লেই আপনারা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের নিয়ম এবং শর্তাবলি, সুদের হার, বিনিয়োগের সময়কাল, কত টাকা জমা করলে কত টাকা পাওয়া সম্ভব তা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম: মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ২০২৩ সালে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম কার্যকর করা হয়েছিল। ভারতে বসবাসকারী যেকোন মহিলা অথবা নাবালিকা মেয়ে এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করতে পারবেন। যদিও এই স্কিমের আওতায় নাবালিকা মেয়ের অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্টের সমস্ত দায়িত্ব তার অভিভাবককে নিতে হবে।

মাত্র ১০০০ টাকার বিনিময় যেকোন মহিলা এই স্কিমের আওতায় নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। এক্ষেত্রে সর্বোচ্চ ২ লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে যদিও আপনি আপনার সুবিধা অনুসারে ১০০ -এর গুণিতকে যেকোন অংকের আমানত এই স্কিমের অধীনে বিনিয়োগ করার সুবিধা পাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, এটি একটি এককালীন বিনিয়োগের স্কিম এবং এই স্কিমের আওতায় একটি অ্যাকাউন্ট খোলার পর ৩ মাসের মধ্যে পুনরায় একাউন্ট খোলা সম্ভব।

আরও পড়ুন: কৃষকবন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে? জানিয়ে দিল রাজ্য সরকার।

সুদের হার এবং বিনিয়োগের সময়কাল: কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, এই স্কিমের আওতায় মহিলারা ৭.৫ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন। এই স্কিমের অধীনে ত্রৈমাসিক হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয়ে থাকে, ফলত আপনি যে অঙ্কের আমানত জমা করবেন তা থেকে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। অন্যদিকে বিনিয়োগের সময়কাল নিয়ে বলতে গেলে এই স্কিমের অধীনে সর্বোচ্চ ২ বছরের জন্য বিনিয়োগ করা সম্ভব।

প্রত্যাহার এবং প্রি-ম্যাচিওর ক্লোজার: মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমের অধীনে বিনিয়োগকারী কোন ব্যক্তি বিনিয়োগের ১ বছর পর ৪০ শতাংশ অর্থ প্রত্যাহার করার সুবিধা পেয়ে থাকেন। এক্ষেত্রে বিনিয়োগকারী ব্যক্তির যদি মৃত্যু হয় বা অভিভাবকের মৃত্যু হয় কিংবা বিনিয়োগকারী যদি কোন কঠিন রোগে অসুস্থ হয়ে পড়েন অর্থাৎ যেকোন আপৎকালীন পরিস্থিতিতে এই স্কিমের আওতাধীন অ্যাকাউন্ট ম্যাচিওরিটির আগেই বন্ধ করে দেওয়া যেতে পারে। যদিও এক্ষেত্রে বিনিয়োগকারী ব্যক্তিকে ২ শতাংশ কম সুদের হারে টাকা দেওয়া হয়। টাকা প্রত্যাহার করে নেওয়ার পর অ্যাকাউন্ট বন্ধ করে দেয়াও সম্ভব, এক্ষেত্রে টাকা প্রত্যাহার করার ৬ মাস পর বিনিয়োগকারী অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন।

Mahila Samman Savings Certificate Scheme (মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম)

কত টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাওয়া যায়: মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট স্কিম ক্যালকুলেটর অনুসারে, কোন ব্যক্তি যদি এই স্কিমের আওতায় ৫০ হাজার টাকা বিনিয়োগ করেন তবে তিনি ২ বছর পর ৫৮,০১১ টাকা ফেরত পাবেন। অন্যদিকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করা হলে ম্যাচিউরিটির পর বিনিয়োগকারী ব্যক্তি ১,১৬,০২২ টাকা ফেরত পাবেন। যদি কোনো ব্যক্তি যদি এই স্কিমের আওতায় ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে ২ বছর পর তিনি সুদ সমেত ১,৭৪,০৩৩ টাকা পাবেন। এই স্কিমের আওতায় কোন ব্যক্তি যদি ২ লক্ষ টাকা ২ বছরের জন্য বিনিয়োগ করেন তবে ম্যাচিউরিটির পর তিনি ২,৩২,০৪৪ টাকা ফেরত পাবেন।

ওয়েবসাইট: Link

banglahub

Bangla Hub এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Related Articles

Back to top button
Join Group Join Group